হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আলেম উলামা সমন্বয়ে ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘আল কোরআন ফাউন্ডেশন বড়লেখা’র উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আগামীকাল ৭ ডিসেম্বর শনিবার বাদ জুহর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বড়লেখা পিসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুফতী মাহমুদুল হাসান গুনবী ঢাকা। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস মাওলানা মোতালেব হোসেন সালেহী কুমিল্লা, বিশেষ অতিথি মাওলানা ক্বারী মুখতার আহমদ সিলেট ও আন্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কাওসার আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী মহাসম্মেলন সফল করতে সকলের উপস্থিতি ও দুআ কামনা করেছেন।

Leave a Reply to হাবিবুর রহমান Cancel reply