Tag: রাজনগর
-

আব্দুল মতিনের মমতাময়ী মা আর নেই
জেলা প্রতিনিধি
শোক সংবাদ কুলাউড়া ৬নং কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামের বাসিন্দা,কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এর মমতাময়ী মা আর নেই,আজ সন্ধ্যা ৭:২০ মিনিটের সময় ওনার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজার নামাজ আগামী কাল সকাল ১০-৩০ মিনিটের সময় কৌলারশি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে, মরহুমার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হলো, মরহুমার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করি আমিন।
-

কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় (ওসি) মোঃ গোলাম আপছা
জেলা প্রতিনিধি রুবেল বখস (পাভেল )
মৌলভীবাজারের কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম আপছার, ও নবাগত (তদন্ত) ওসি পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক , রোজ শনিবার ২২ শে সেপ্টেম্বর রাত ৮টায় কুলাউড়া থানার ওসি’র কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা ওসি বলেন কুলাউড়া গরু চুরি, সিএনজি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কটর ব্যবস্থা গ্রহণ করা হবে হোক সে পুলিশ অফিসার অথবা রাজনীতিবিদ যেই দলের হোক না কেন, সভায় আরো বলেন বিগত দিনে কুলাউড়া থানায় কি হয়েছে তা আমি কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের কাছ থেকে আমি জানতে পেরে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা থানায় যেকোন সেবা নিতে আপনারা ছুটে আসন আপনাদের জন্য থানার দরজা ২৪ ঘণ্টা আপনাদের সেবা দেওয়ার জন্য খোলা (ওসি) গোলাম আপছার।
