Tag: মৌলভীবাজার

  • মৌলভীবাজারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ ‘ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মৌলভীবাজারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ ‘ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল।
    মৌলভীবাজার জেলায় সোমবার (৩০শে সেপ্টেম্বর ২০২৪ ) বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৪ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক,এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র)  এটিএসআই পদে পদোন্নতি পরীক্ষার ১৫ দিন ব্যাপী ক্যাম্প প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে  পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার  পুলিশ সুপার  এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা ।পুলিশ সুপার সালা গ্রহণ করেন এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসহ বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন।এছাড়াও পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিলেট  ডি এম হাসিবুর বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেন,আরআই, পুলিশ লাইন্স, মৌলভীবাজারসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
  • মৌলভীবাজারে জমিয়তের শায়খুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত।

    মৌলভীবাজারে জমিয়তের শায়খুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত।

     

    জেলা প্রতিনিধি।

    প্রতিটি নেতাকর্মীদেরকে শায়খুল হিন্দের চেতনায় উজ্জীবিত হতে হওয়ার আহবান।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে আজ ২৮ অক্টোবর শনিবার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।জেলা আহবায়ক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা জামিল আহমদ আনসারী ও যুগ্ম সদস্য সচিব মুফতি আশরাফুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, জেলা জমিয়তের উপদেষ্ঠা মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমী, সিলেট জেলা সভাপতি মুফতি মজিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহিমুল হক প্রমুখ।

  • মৌলভীবাজার জেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

    মৌলভীবাজার জেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

    জেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল। শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ শে সেপ্টেম্বর) সকাল  ১১.০০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা  পুলিশ সুপার  এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

    সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিরোধপূর্ণ পূজামণ্ডপগুলোতে আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করাসহ প্রতিমা তৈরির সময় সেচ্ছাসেবক নিয়োগ করে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করে একই পাড়ায় পৃথক পৃথক পূজামণ্ডপের আয়োজন না করে সম্মিলিতভাবে একক মণ্ডপে পূজা উদযাপন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

    পূজামণ্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করে পর্যবেক্ষণ করে স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হয়। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারিসহ সকল উপজেলা ও গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

  • মৌলভীবাজার জেলা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা

    মৌলভীবাজার জেলা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা

    মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় পথসভাটি আয়োজন করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার  এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম । প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার  বলেন, ‘ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সবসময় আন্তরিক।’ তিনি আরো বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এসময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন। পথসভা শেষে পুলিশ সুপার ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ‌ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেন এবং মৌলভীবাজার ট্রাফিক বিভাগ ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সংগঠনের নেতৃবৃন্দ।

  • কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের নতুন ঘরে বেনু মালাকারের পরিবার 

    কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের নতুন ঘরে বেনু মালাকারের পরিবার 

    জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল।

    মৌলভীবাজারের কুলাউড়ার সদর ইউনিয়নের জনতা বাজার এলাকায় দিনমজুর বেনু মালাকার শারদীয় দুর্গাপূজার আগেই পেল মাওঃ শাহ্ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের নতুন ঘর।রোজ মঙ্গলবার-২৪ সেপ্টেম্বর বিকল ৪টার সময় বেনু মালাকার কাছে আনুষ্ঠানিক ভাবে ঘরটি হস্তান্তর করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন, কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মাওঃ শাহ্ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম মোক্তাদির হোসেন,অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশেদ আলী ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, পৌরসভার মহিল কাউন্সিলর তছলিম সুলতানা মনি, পাল্লাকান্দি লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী, কুলাউড়া সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য হাসিনা আক্তার ডলি, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন,সাংবাদিক রুবেল বখস পাভেল, সংবাদকর্মী  সামসু উদ্দিন বাবু, সংবাদ কর্মী আসিকুল ইসলাম বাবু, সংবাদকর্মী ইব্রাহিম আলী,জাকির, সংবাদকর্মী ময়জুল, সংবাদকর্মী রিয়াদ, সংবাদকর্মী রানা প্রমুখ

    শারদীয় দুর্গাপূজার আগেই নতুন ঘর পেয়ে বেনু মালাকার পরিবারের আনন্দিত।
  • কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না শ্রীমঙ্গলে আটক

    কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না শ্রীমঙ্গলে আটক

     

    প্রতিনিধি কুলাউড়া।

    কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।(২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফ°তার করা হয়।গ্রেফ°তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, সকালে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাপুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেপ্তার করা হয়। তার বি°রুদ্ধে থানায় বিস্ফো°রক আইনে মা’ম’লা রয়েছে।ওসি আরও বলেন, গ্রে’ফ’তা’রের পর দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • কুলাউড়ায় হাজীপুর ইউপি সদস্য হেলালের কান্ড- স্ত্রী ৪ সন্তান রেখে করলেন বাল্যবিয়ে

    কুলাউড়ায় হাজীপুর ইউপি সদস্য হেলালের কান্ড- স্ত্রী ৪ সন্তান রেখে করলেন বাল্যবিয়ে

     

    জেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল।

    বাল্যবিয়ে প্রতিরোধে লড়াই করছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সচেতন মহল। বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেলেই ইউপি সদস্য, চেয়ারম্যানদের মাধ্যমে প্রশাসনের কাছে খবর যাচ্ছে, সেই বিয়ে বন্ধও হচ্ছে। কিন্তু একি কান্ড- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের? এখানকার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী হেলাল এক কিশোরীকে (১৫) পালিয়ে নিয়ে বিয়ে করেছেন। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সমগ্র উপজেলা জুড়ে জানাজানি হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় লোকজন বলছেন, একজন ইউপি সদস্য যেখানে বাল্যবিয়ে ঠেকাবেন, সেখানে ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলাল নিজে অপরাধমূলক কাজ করেছেন। সদ্য বিয়ে করা ইমা বেগম হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের রোকন উদ্দিন ভূঁইয়ার মেয়ে। ওই মেয়ে স্থানীয় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে কিছুদিন পড়ালেখা করে। পরে আর স্কুলে যায়নি। ওই মেয়েকে নানাভাবে ফুঁসলিয়ে তার সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলাল। এরপর ওই ইউপি সদস্য তাকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি চাউর হলে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে পরিস্থিতি বুঝে ইউপি সদস্য ওই মেয়ের বয়স বাড়িয়ে গত বৃহস্পতিবার কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে বিয়ে করেন। প্রায় ২০-২২ বছর আগে মনিরুজ্জামান চৌধুরী হেলাল প্রথম বিয়ে করেন। তার স্ত্রী, দুই ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, দ্বিতীয় মেয়ে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছে। বড় ছেলে মৌলভীবাজারে একটি মাদ্রাসায় ও ছোট ছেলে স্থানীয় পাইকপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ে।

    স্থানীয় সচেতন মহল বলছে, একজন জনপ্রতিনিধি তাঁর কর্তব্য পালন না করে বাল্যবিয়ে করে অপরাধ করেছেন। তাঁর শাস্তি হওয়া উচিত।

    ওই মেয়ের আত্মীয় ওয়াহিদ আলী চান মিয়া বলেন, মেয়েটি আমার সম্পর্কে নাতিন হয়। প্রায় ৩-৪ মাস ধরে আমার গ্রামের বাড়িতে রোকন উদ্দিন ভুঁইয়া তার দুই মেয়েকে নিয়ে বসবাস করছে। ইউপি সদস্য হেলাল আমার নাতিনকে নিয়ে পালিয়ে যায়। পরে গত বৃহস্পতিবার কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে। বর্তমানে মেয়েটি মৌলভীবাজারে আছে।

    এ ব্যাপারে জানতে চাইলে বাল্যবিয়ে করা ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

    এ বিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল বলেন, বাল্যবিয়ে করা দন্ডনীয় অপরাধ। মেয়েটির বয়স কম হতে পারে। তবে ইউপি সদস্য ১৮ বছর বয়স উল্লেখ করা একটি জন্মনিবন্ধন দেখিয়েছেন আমাকে। কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করার পর দুইপক্ষের লোকজন বিষয়টি সমাধান করেছেন বলে জেনেছি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন,‘বিষয়টি শুনে খুবই অবাক হয়েছি। স্কুলে ভর্তির সময় জমা দেয়া বয়স প্রমাণের কাগজাদি ও বর্তমান জন্মনিবন্ধনটি সংগ্রহ করবো। পরবর্তীতে তদন্তক্রমে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

  • কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল দিনমজুর বেনু মালাকারের পরিবার

    কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল দিনমজুর বেনু মালাকারের পরিবার

    জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ার জনতা বাজার এলাকায় মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল বেনু মালাকারের পরিবার। সোমবার ২৩ শে সেপ্টেম্বর, সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে আগামী কাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘর টি হস্তান্তর করবে মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম. মোক্তাদির হোসেন , এ বিষয়টি নিশ্চিত করেছেন, বেনু মালাকার বলেন আমরা হিন্দু ধর্মের হলেও মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেয়ে আমি ও আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারব, এর জন্য আমি ঈশ্বরের কাছে আপনাদের সর্বাধিক মঙ্গল কামনা করি ও আমার পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দদেরকে, আসছে আমাদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজার আগে আগেই নতুন ঘর পেয়ে আমি ও আমার  পরিবার অনেক আনন্দিত।

  • কুলাউড়া’য় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১

    কুলাউড়া’য় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১

    কুলাউড়া’য় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে জমশেদ মিয়া ৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

     

    সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রবিবার রাতে জমশেদকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা।

     

    জমশেদ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

     

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, জমশেদ ভুক্তভোগী কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে আসছে।

     

    রবিবার রাতে জমশেদ ভুক্তভোগীর বাড়ি কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলিতে আবারও ধর্ষণের উদ্দেশ্যে গেলে স্থানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে জমশেদকে গ্রেপ্তার করেন।

    ওসি আরও বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী থানায় বাদী হয়ে জমশেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। জমশেদ বিবাহিত এবং তার স্ত্রী-সন্তানও রয়েছে বলেও জানান তিনি।

  • কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল দিনমজুর বেনু মালাকার

    কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল দিনমজুর বেনু মালাকার

    জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ার জনতা বাজার এলাকায় মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল বেনু মালাকারের পরিবার। সোমবার ২৩ শে সেপ্টেম্বর, সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে আগামী কাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘর টি হস্তান্তর করবে মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম. মোক্তাদির হোসেন , এ বিষয়টি নিশ্চিত করেছেন, বেনু মালাকার বলেন আমরা হিন্দু ধর্মের হলেও মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেয়ে আমি ও আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারব, এর জন্য আমি ঈশ্বরের কাছে আপনাদের সর্বাধিক মঙ্গল কামনা করি ও আমার পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দদেরকে আসছে আমাদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা আগে আগেই নতুন ঘর পেয়ে আমিও আমার পরিবার অনেক আনন্দিত