Tag: কুলাউড়া

  • কার্ডিফের সাধারণ সম্পাদক হারুন তালুকদারকে সংবর্ধনা প্রদান 

    কার্ডিফের সাধারণ সম্পাদক হারুন তালুকদারকে সংবর্ধনা প্রদান 

     

     

    কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

     

    বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের সাধারণ সম্পাদক মো: হারুন তালুকদারের দেশে আগমন উপলক্ষে ৯ ডিসেম্বর (সোমবার) রাতে একটি অভিজাত রেস্টুরেন্টে অনলাইন প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেনের সভাপতিত্বে, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের সাধারণ সম্পাদক মো: হারুন তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্ছু, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ব্যাংক কর্মকর্তা সোয়েব আহমদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ ইমন, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কার্ডিফের দেশীয় সমন্নয়ক আতিকুর রহমান জুমান,সংবাদ কর্মী, রফিকুল ইসলাম মামুন, সামসু উদ্দিন বাবু, রুবেল বক্স পাবেল,সৈয়দ মিছবাহ, শেখ রানা, আরিয়ান রিয়াদ।

  • কুলাউড়ায়  নাগরিক সমাজের সাথে মতবিনিময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মাহিদুর রহমান 

    কুলাউড়ায়  নাগরিক সমাজের সাথে মতবিনিময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মাহিদুর রহমান 

     

     

     

     

    জেলা প্রতিনিধি : রুবেল বখস পাভেল।

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি মাহিদুর রহমান মাহিদকে কুলাউড়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রাতে কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক সমাজ কুলাউড়ার আয়োজনে নাগরিক সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মতবিনিময় সভায় সাবেক ইউপি চেয়ারম্যান এস এম জামান মতিনের সভাপতিত্বে এবং সাংবাদিক নাজমুল বারী সোহেল ও পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ বলেন, এদেশে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, গুমের রাজনীতি, লুটপাটের রাজনীতি, এটা আওয়ামীলীগ শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে। এটার সম্পূর্ণ বিপরীত দল হলো বিএনপি। যেখানে আওয়ামীলীগের ব্যর্থতা সেখানে বিএনপির সফলতা। এটা জাতিকে বুঝতে হবে। বর্তমানে বিএনপির কোন বিকল্প নেই। বিএনপিই একমাত্র দল, স্বাধীনতার দল, মুুক্তিযোদ্ধার দল। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় কাজ করেছিল। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় ছিল তখন সেটা প্রমাণ করেছে।

    তিনি আরো বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের পক্ষে বিএনপি আছে। দীর্ঘ ১৫ বছর পূর্বে ফ্যাসিস্ট সরকার পতনের সেই বীজ প্রথমে রোপন করেছিল বিএনপি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মুখে বাংলাদেশের অবৈধ দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে। এতে স্বস্তি ফিরেছে বাংলাদেশের জনগনের মাঝে। তবে ভারতে গিয়েও স্বৈরাচারী হাসিনা ও দেশে থাকা তার দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য ইসকন ইস্যু নিয়ে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য নানা পায়তারা চালাচ্ছে। তিনি বলেন, প্রবাসের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার কারণে তিনি সরকারের রোষানলে পড়েন। স্বৈরাচার শেখ হাসিনার আইশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর থেকে অনেককেই তুলে নিয়ে যায়। যে কারণে প্রবাসে থাকাকালীন সময়ে মা-বাবার মৃত্যু হলে তাদের লাশ দেখতে দেশে আসতে পারেননি। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে বসবাস করে এখন দেশে এসেছি। বাংলাদেশের মানুষ আবারও স্বাধীনভাবে, দীর্ঘদিন পর ফ্যাসিবাদি শাসনের অবসান হওয়ায় এখন গণমাধ্যম মুক্তভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। এদেশের মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।

    তিনি বলেন,

    মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা ড: মোদাব্বির হোসেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন বাচ্চু, নিউইয়র্ক বাফেলো সিটি বিএনপির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক মোক্তাদির হোসেন মিছবাহ, কুলাউড়া বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ মজিদ ও রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও বদরুজ্জামান সজল, সাবেক সহ-সভাপতি কমর উদ্দিন আহমদ কমরু। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ ও দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সম্পাদক সুফিয়া রহমান ইতি, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ, সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ, সাংবাদিক মো. মোক্তাদির হোসেন, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমদ ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা আহমদ সুয়েট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজীল হাসান খাঁন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহি উদ্দিন রিয়াদ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেখ বদরুল হোসেন রানা প্রমুখ।

     

  • বড়লেখায় খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    বড়লেখায় খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

     

    হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি।

    মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শাখার উদ্যোগে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    এ উপলক্ষে এক আলোচনা সভা ও দুআ মাহফিলের আয়োজন করা হয়।৮ ডিসেম্বর(রবিবার) উপজেলা সংগঠনের কার্যালয়ে পৌর সভাপতি ফয়সল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের আমেরিকা শাখার সভাপতি ও ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাসেম।

    বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শাখার সহ সভাপতি ও উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক, জেলা সহ সাধারণ সম্পাদক এম.এম আতিকুর রহমান, মক্কা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমদ, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন, পৌর খেলাফত মজলিসের নির্বাহী সদস্য হাফিজ দেলোয়ার হোসেন প্রমুখ।

    আলোচনা সভার শেষ পর্যায়ে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত দুনিয়ার সফর শেষ করেছেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আবুল কাসেম।

    শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য ক্রয়কৃত নতুন মোটরসাইকেলের উদ্বোধন করেন প্রধান অতিথি ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাসেম।

  • জিম্মি রেষ্টুরেন্ট খুলে দেয়া হল:প্রকাশ্যে ক্ষমা চাইলেন রেষ্টুরেন্ট মালিক জসিম

    জিম্মি রেষ্টুরেন্ট খুলে দেয়া হল:প্রকাশ্যে ক্ষমা চাইলেন রেষ্টুরেন্ট মালিক জসিম

     

     

    হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

     

    মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন কর্তৃক বিয়ানীবাজার সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মশাহীদ আহমদ আলতাফ এর সাথে গত শুক্রবার জুমার বয়ান চলাচল অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মানজনক সমাধান করা হয়েছে।

     

    ৪ ডিসেম্বর বাদ মাগরিব বড়লেখার সাফরান রেস্টুরেন্টে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান এর সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

     

    এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, মুরাদগন্জ মাদ্রাসার মুহতামীম মাওলানা আতিকুর রহমান, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, মসজিদ কমিটির সভাপতি হাজী ফয়জুর রহমান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী মউর উদ্দিন, জিম্মি রেস্টুরেন্টে মালিকের শশুর হাজী মতিউর রহমান পাখি, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল সহিদ খান, জামায়াত নেতা সোহেল আহমদ, সাবেক মেম্বার মইন উদ্দিন, মুফতী আব্দুল করিম হক্কানি, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, ব্যবসায়ী সমিতির সদস্য হারুনুর রশীদ, আব্দুল হাসিব, আব্দুর রহমান মানিক, শামীম আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।

     

    সভায় জিম্মি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন আবারও নিঃশর্ত ক্ষমা প্রার্থী হয়ে বক্তব্য রাখলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে মুসলিম জাহানের সকলের প্রতি আহবান জানান।

     

    পরে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের উপস্থিতিতে বড়লেখা জিম্মি রেস্টুরেন্টের তালা খুলে দেয়া হয়।

  • বড়লেখায় আল কোরআন ফাউন্ডেশনের মহা সম্মেলন আগামীকাল 

    বড়লেখায় আল কোরআন ফাউন্ডেশনের মহা সম্মেলন আগামীকাল 

     

     

    হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

     

    মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আলেম উলামা সমন্বয়ে ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘আল কোরআন ফাউন্ডেশন বড়লেখা’র উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আগামীকাল ৭ ডিসেম্বর শনিবার বাদ জুহর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।

     

     

    বড়লেখা পিসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুফতী মাহমুদুল হাসান গুনবী ঢাকা। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস মাওলানা মোতালেব হোসেন সালেহী কুমিল্লা, বিশেষ অতিথি মাওলানা ক্বারী মুখতার আহমদ সিলেট ও আন্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।

     

    ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কাওসার আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী মহাসম্মেলন সফল করতে সকলের উপস্থিতি ও দুআ কামনা করেছেন।

  • জাহানার কাঞ্চন স্মৃতি পদকে ভূষিত হলো নিসচা বড়লেখা উপজেলা শাখা 

    জাহানার কাঞ্চন স্মৃতি পদকে ভূষিত হলো নিসচা বড়লেখা উপজেলা শাখা 

     

     

    হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

     

     

    সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শৃঙ্খলা ও সংস্কার প্রণয়নে ও সামাজিক-স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় প্রথম বারের মতো জাহানারা কাঞ্চন স্মৃতি পদকে ভূষিত হলো নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

     

    জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে

    নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক লিটন এরশাদের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য’র সাংগঠনিক সম্পাদক সাকিব আজাদ, নিসচার কেন্দ্রীয় মহাসচিব এস.এম আজাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ূম খান এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

     

    এদিকে সম্প্রতি সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে শৃঙ্খলা ও সংস্কার প্রণয়নে এবং সামাজিক-স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভিপি নুরুল হক নুর, সাংবাদিক নেতা মো. শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য’র সাংগঠনিক সম্পাদক সাকিব আজাদসহ উপস্থিত ব্যক্তিবর্গের নিকট হতে নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক গ্রহণ করেন সংগঠনের সফল সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও দপ্তর সম্পাদক এনাম উদ্দিন।

     

    উল্লেখ্য, সড়ক দুর্ঘটনারোধে ও সামাজিক-মানবিক এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২০২২ ও ২০২৪ সালে টানা দ্বিতীয় বারের মতো জাতীয়ভাবে দেশসেরা সংগঠনের স্মীকৃতি অর্জন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

  • আজ হানিফ পারভেজ এর বাবার মৃত্যু বার্ষিকী

    আজ হানিফ পারভেজ এর বাবার মৃত্যু বার্ষিকী

     

     

     

    জেলা প্রতিনিধি।

    আজ আমার বাবার মৃত্যু বার্ষিকী। ১৯৮৬ সালের ঠিক এমন একটি দিনে ভোর ৫ টায় বাবাকে হারাতে হয়েছে।

    বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়। বাবার মধ্যে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে। বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চেয়েও বড়। যিনি তাঁর সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন।

    পৃথিবীতে যাঁর বাবা নেই সে-ই বোঝে বাবার ভালোবাসা তার জন্য কতটা প্রয়োজন। মাঝিবিহীন নৌকা যেমন চালানো যায় না, তেমনি বাবা ছাড়া নিজের জীবনকে সামনে এগিয়ে নেওয়া অনেক কষ্টকর।

    আমার বাবা নেই। ১৯৮৬ সালে বাবা না–ফেরার দেশে চলে গেছেন। আমার বয়স যখন সবে ৬ বছর,তখন বাবাকে হারাই। এরপর স্কুলে ভর্তি হই। স্কুলে প্রতিদিনই আমার মন খারাপ হয়ে যেত। আমার সহপাঠীরা স্কুলে আসত তাদের বাবাদের সঙ্গে। বাবারা ছেলেদের আদর করত আর আমি তাকিয়ে দেখতাম। নিজেই নিজেকে বলতাম আমার বাবা যদি বেঁচে থাকতেন, তাহলে আমাকেও স্কুলে নিয়ে যেতেন, আমাকেও অনেক আদর করতেন। বাবার আদর এবং শাসন কোনোটিই পাইনি। এই অভাববোধ আমার জীবনে রয়েই যাবে।

    বাবার মৃত্যুর পর প্রায় ৩৮ টি বছর অতিক্রম হয়ে গেছে৷ অনেক কিছুই পাল্টে গেছে। আমার পড়াশোনাও শেষ। বিয়ে করে ছেলে মেয়ের বাবা হয়ে গেছি,তাহা যদি বাবা জানতেন তাহলে বাবা কতই–না খুশি হতেন! হয়তো খুশিতে আমাকে একবার জড়িয়ে ধরতে চাইতেন! যদিও এখন এটা কখনো সম্ভব হবে না।

    কখনো বাবাকে বলা হয়নি, ‘তোমাকে অনেক ভালোবাসি, বাবা।’ এখনো ঘুমের মধ্যে বাবাকে স্বপ্নে দেখি। আশপাশের সবকিছুতেই যেন বাবার অস্তিত্ব খুঁজে পাই। মনে হয় বাবা আমার সঙ্গেই আছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন ওপারে আমার বাবাকে ভালো রাখেন।

    ভালোবাসি বাবাকে।আামার বাবাসহ পৃথিবীর সব বাবাকেই জানাই অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা।

    রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”

     

  • নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

    নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

     

     

    হানিফ পারভেজ.বড়লেখা (মৌলভীবাজার)—

     

     

    জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

     

    এ উপলক্ষে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে র‍্যালী শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে নিসচা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব এহসান আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন এটিএসআই বিল্লাল হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন।

     

    এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য সাহেদ আহমদ পাবেল, জাকারিয়া আহমদ, আফজাল হোসেন রুমেল, মোহাম্মদ দেলোয়ার, মিরাজুল ইসলাম, নিরঞ্জন দেবনাথ নিলু, এমদাদ হোসেন, ওবায়েদ হোসেন আকাশ, সুলতান আহমদ, আজিজুর রহমান, গোলাম মুহিউদ্দিন প্রমুখ।

     

    এসময় নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩২ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ১০ দিনব্যাপী জনহিতকর নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হবে।

     

    উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৪ নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বারের মতো এবারো কেক না কেটে জনহিতকর কাজে ব্যয় করার নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে পুর্বের মতো নিসচা বড়লেখা উপজেলা শাখা ১০ দিনব্যাপী জনহিতকর বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মসূচি গ্রহণ করে।

     

    কর্মসূচির মধ্যে যা রয়েছে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান, জেলা সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরে সড়কের বিভিন্ন বিষয়াদি নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে স্মারকলিপি প্রদান, সচেতনতা মূলক শিক্ষার্থী সমাবেশ, সচেতনতা বৃদ্ধিতে প্রচারপত্র বিলি,

    জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদানসহ জনহিতকর নানান কর্মসূচি পালিত হবে।

  • বড়লেখায় কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

    বড়লেখায় কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

     

     

    হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার)—

     

    মৌলভীবাজারের বড়লেখায় শুক্রবার (২৯ নভেম্বর) বড়লেখা উপজেলার ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্টিত হয়েছে।

     

    বাদ জুম্মা থেকে মধ্যরাত পর্যন্ত পিসি উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন তেলাওয়াত ও ইসলামী নাশিদ উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।

     

    এতে মহাগ্রন্থ আল-কোরআন তেলাওয়াত ও ইসলামী নাশিদ পরিবেশন করেন বিশ্ববিখ্যাত জনপ্রিয় ক্বারী ও ইসলামী সংগীত শিল্পীরা।

     

    সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদের সভাপতিত্বে এবং আবৃত্তিকার ও উপস্থাপক কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজানিয়ার বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ ক্বারী ঈদি শা’বান, মিশরের শায়খ ক্বারী ডক্তর সালাহ মুহাম্মদ সুলাইমান, শায়খ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়খ ক্বারী আহমেদ হিজা ও চট্টগ্রামে শায়খ ক্বারী আব্বাস উদ্দীন আযহারী, বড়লেখার ক্বারী সাহেদ আহমদ।

     

    সম্মেলনে নাশিদ পরিবেশন করেন কলরবের কিংবদন্তি সংগীত শিল্পী সুরসম্রাট আহমদ আব্দুল্লাহ, আবু উবায়দা।

     

    আলোচনা পেশ করেন বড়লেখা হাজিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মুফতি রুহুল আমীন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মাওলানা আবিদুর রহমান।

     

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শায়খ মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শায়খ রমিজুদ্দীন, আলহাজ্ব শায়খ খায়রুল ইসলাম, ক্বারী মনোহর আলী, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ খান, ফাউন্ডেশনের পৃষ্টপোষক মাওলানা ইমামুদ্দীন, মুফতি হারুনুর রশীদ, ফরহাদ আহমদ ও আব্দুর রহিম।

     

    অন্যদের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান শাহিন, হাজ্বী আব্দুল নুর, মাস্টার রিয়াজুল ইসলাম, হাজ্বী আব্দুস সাত্তার, আব্দুল কাদির পলাশ ও লুৎফুর রহমান। এসময় উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

     

    হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

  • কুলাউড়ায় ১৫ই আগস্ট বঙ্গবন্ধু স্মরণ সভা শেষে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ 

     

     

     

     

     

     

    কুলাউড়া প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রলীগ ও বিএনপি’র সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক, ১৫ই আগস্ট -২০২৩) কুলাউড়া ডাক বাংলা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে,কুলাউড়া স্টেশন চৌমহনায় বিএনপির অফিসের সামনে বিএমপি কিছু নেতা কর্মীর জড়ো হয়ে সংঘর্ষে ঘটনা ঘটে, এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা অর্ধশতাধিক আহত ও ঘটনাস্থলে বিএনপি’র এক কর্মী নিহত হয়।নিহত ওই বিএনপির কর্মী পরিবারের পক্ষ থেকে আবুল ফাত্তাহ,পিতা মৃত আঃ হামিদ, কিয়াতলা কাদিপুর ৬নং কাদিপুর, বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন,হত্যা মামলায় আসামি হলেন যারা ১। সিপার উদ্দিন আহমদ (৫০) সাবেক মেয়র কুলাউড়া পৌরসভা,পিতা মৃত আব্দুল বারী ছমরু মিয়া কাচুরকাপন,২। মোঃ রফিকুল ইসলাম রেনু(৭০), সভাপতি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ) পিতা মৃত হাজী মদচ্ছির আলী ভূকশিমইল,৩।আবু সায়হাম রুমেল (৩৩) পিতা জামাল মিয়া, উছলা পাড়া,৪। নিয়াজুল তায়েফ (৩৫) পিতা ফয়জুল ইসলাম,কাদিপুর,৫। এহসান আহমদ টিপু (৩৮) পিতা মোজাহিদ আলী,জয়পাশা,৬। শাহীন আহমদ (৪৮ পিতা -মৃত আব্দুল বারী ছমরু,কাছুরকাপন,৭। আবিদুর রহমান রিসাত(২২) সাধারণ সম্পাদক কুলাউড়া ছাত্রলীগ) পিতা আতাউর রহমান, জগন্নাথপুর, ৮। আকাশ আহমদ (২৬) পিতা আক্তার হোসেন, গাজীপুর, ৯। জাহিদ আল হাসান (২৩) পিতা অজ্ঞাত, ১০।তওফিকুল ইসলাম নাইম(২৩) পিতা অজ্ঞাত, এছাড়াও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয় হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস ছালেক জানান হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে, এ বিষয়ে আরো জানতে চাইলে তিনি বলেন মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা বর্তমান ক্ষমতাশালী আওয়ামী লীগ ও ছাত্রলীগের রানিং কমিটির পদ-পদবীতে রয়েছেন তাই তাদেরকে গ্রেফতার করতে একটু বিলম্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেফতার করা হবে।