Tag: কুলাউড়া

  • কুলাউড়ায় জয়চন্ডী তে ইতালি প্রবাসী রাজুকে সম্মাননা প্রদান

    কুলাউড়ায় জয়চন্ডী তে ইতালি প্রবাসী রাজুকে সম্মাননা প্রদান

     

     

     

     

     

    রুবেল বখস পাভেল জেলা প্রতিনিধি।

     

    কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের পক্ষ থেকে ইউরোপিয়ান (ইতালী) প্রবাসী মোহিতুর রহমান রাজুকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে ক্লিনিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের সভাপতি, ইউপি সদস্য বিমল দাসের সভাপতিত্বে এবং ক্লিনিকের সিএইচ সিপি কামাল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ইউরোপিয়ান প্রবাসী মোহিতুর রহমান রাজু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান।

     

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মোতাহীর আলী চৌধুরী কনা স্যার, জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, সিজি সদস্য ও সাবেক মেম্বার লোকমান মিয়া, সিজি সদস্য আশুক আহমদ।

     

    বক্তব্যকালে প্রবাসী রাজু বলেন, সরকারের পাশাপাশি এই কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক ৫ বছর মেয়াদি একটি স্বাস্থ্যসেবা প্রজেক্ট হাতে নিয়েছি। এলাকার অসহায় গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে আগামী ৫ বছর এখানে আগত শিশুদের জন্য নেবু লাইগেশন, ডায়াবেটিস রোগীদের চেকআপ, গর্ভবতী মায়েদের চেকআপ, অটিস্টিক বাচ্চাদের উন্নত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়াসহ স্বাস্থ্যসেবামুলক বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রজেক্টটি আগামী ৫ বছর সুন্দরভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

  • কুলাউড়া নিয়ম না মেনে ইচ্ছেমতো স্কুলে যান শিক্ষকরা মানেন না সরকারি নিয়ম

    কুলাউড়া নিয়ম না মেনে ইচ্ছেমতো স্কুলে যান শিক্ষকরা মানেন না সরকারি নিয়ম

    রুবেল বখস পাভেল : জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম না মেনে ইচ্ছামাফিক স্কুলে যান প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা। এমনকি স্কুলে নিজেদের সুবিধামতো গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তারা। শিক্ষকদের এমন খামখেয়ালিপনায় শিক্ষার্থীরাও স্কুলে আসতে আগ্রহ হারাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।

    রবিবার (৬ অক্টোবর) সকাল ৯-১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা।

    স্থানীয় সূত্র জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা। কিন্তু প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা ১০টার আগে বিদ্যালয়েই আসেন না। এমন অভিযোগ পাওয়ার পর রবিবার সকাল ৯-১০টা পর্যন্ত কাদিপুর ইউনিয়নে অবস্থিত আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

    জয়চণ্ডী ইউনিয়নে অবস্থিত গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। এ সময় অভিযোগের সত্যতা পান তারা। উপজেলার আরো ১৪টি প্রাইমারি স্কুল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা।

    শিক্ষার্থীরা জানায়, স্যাররা ১০টায় আসেন।

    এরপর ক্লাস শুরু হয়। এ কারণে তারা সাড়ে ৯টার পর স্কুলে আসে। ওই তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাওয়া না গেলেও অন্য শিক্ষকরা জানান, অনেক সময় বিভিন্ন কাজ থাকার কারণে এবং বাড়ি দূরে হওয়ায় বিদ্যালয়ে ঠিক সময়ে আসা যায় না।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়গুলো পরিদর্শনে যাই। সকাল ৯-১০টা পর্যন্ত এসব বিদ্যালয়ে সব শিক্ষক ও শিক্ষার্থীরা আসেনি।

    তিনি বলেন, ‘সকাল ৯টা ৫০ মিনিটে গিয়ে মীরশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষক, ১১ জন শিক্ষার্থী, ৯টা ২৭ মিনিটে গৌরিশংকর বিদ্যালয়ে তিনজন শিক্ষক, শিক্ষার্থী একজনও নেই, ৯টা ৩৯ মিনিটে আলমপুর বিদ্যালয়ে তিনজন শিক্ষক ও চারজন শিক্ষার্থীকে পাওয়া যায়। এমন দৃশ্য দেখে মনে হয়েছে, শিক্ষকরা সব সময় সরকারি নিয়ম না মেনে নিজেদের মতো বিদ্যালয়ে যাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করব।’

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘আমতৈল প্রাইমারি স্কুলে সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান শিক্ষকসহ আরেকজন শিক্ষক অনুপস্থিত ছিলেন। তখন ক্লাস শুরু হয়নি। হোসেনপুর প্রাইমারি স্কুলে সকাল ১০টায় তিনজন শিক্ষক উপস্থিত থাকলেও কোনো ক্লাস শুরু হয়নি। এমন দৃশ্য দেখে খুবই হতবাক হয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রাথমিক শিক্ষা অফিসারকে সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছি। এ ছাড়া সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য উপজেলার সব শিক্ষককে নিয়ে সোমবার শিক্ষক সমাবেশ করা হবে, যাতে করে শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা ও গতিশীলতা ফিরে আসে।’

    এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা বলেন, প্রথম দিনের উপজেলার ২০টি স্কুল পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ স্কুলে শিক্ষক-শিক্ষার্থী সময়মতো উপস্থিত হয় না এমন অভিযোগের সত্যতা মিলেছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য সরকারি সময়সূচি নির্ধারণ করা আছে। নির্ধারিত সময়ে যেসব শিক্ষক স্কুলে উপস্থিত হন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কুলাউড়ায় কর্মচারী নিয়োগে প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্যের অভিযোগ

    কুলাউড়ায় কর্মচারী নিয়োগে প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্যের অভিযোগ

     

     

     

     

     জাকির আহমদ চৌধুরী : প্রতিনিধি কুলাউড়া।

    কুলাউড়া উপজেলার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদ ইসলামের বিরুদ্ধে ৩য় শ্রেণির কর্মচারী আয়া ও নৈশপ্রহরী পদে নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা নেয়াসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। মুজাহিদুল ইসলাম দুর্নীতিবাজ প্রধান শিক্ষক হিসেবে চিহ্নিত হওয়ায় তার স্থায়ীভাবে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। এ ঘটনায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। ইতোমধ্যে তদন্ত কমিটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্তর অভিযোগের প্রমাণ পেয়েছে।জানা যায়, ২০১২ সালের জুন মাসে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি রফিকুল ইসলাম রেনুর ক্ষমতার দাপট খাটিয়ে ছোট ভাই মুজাহিদুল ইসলাম জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নানা নাটকীয়তার মাধ্যমে নিয়োগ লাভ করেন। সেসময় ওই স্কুলের সহকারী শিক্ষক আবুল লেইছ নামে একজন প্রধান শিক্ষক পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় নিয়োগ পরীক্ষার দিন সকালে সে যাতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে সেজন্য দলীয় লোকজন দিয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে অনত্র বন্দি রাখে। পরে নিয়োগ পরীক্ষা শেষ হলে রাতেই থাকে মুক্ত করে দেওয়া হয়। এ নিয়ে মুজাহিদের বিরুদ্ধে সেসময় অভিযোগ উঠেছিল। সাম্প্রতি ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্ররা জালালাবাদ স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনে শিক্ষার্থীদের হুমকি প্রদান, স্কুলের নৈশপ্রহরীকে হত্যার হুমকি, নির্বাচন ছাড়াই তিনবার ম্যানেজিং কমিটির পকেট কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বড় ভাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রকাশ্যে স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে বড় ভাইয়ের জন্য ভোট চাওয়ার ঘটনাসহ নানা অনিয়ম দুর্নীতির তথ্য এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত দিয়েছেন। ইতোমধ্যে তদন্ত কমিটি ১৮ সেপ্টেম্বর সরেজমিন স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্ত সম্পন্ন করেছেন। এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র ভর্মা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আমরা সরেজমিন তদন্ত করেছি।
  • কুলাউড়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন: এসপি জাহাঙ্গীর

    কুলাউড়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন: এসপি জাহাঙ্গীর

     

     

     

     

    জেলা প্রতিনিধি।

    কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাদিপুর শিববাড়িসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।রোজ -বৃহস্পতিবার (৩ অক্টোবর ২৪)দুপুরে কুলাউড়াবিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন , এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, কুলাউড়া (সার্কেল) দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার (ওসি) মো: গোলাম আপছার, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং পূজায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, শিববাড়ি মন্দির সদস্য আচার্য্য পুলক সোম, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, ইউপি সদস্য, মো.আবুল ফাত্তাহ ফাহিম, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, মহিলা ইউপি সদস্য জেলি বেগম, জামায়াতে ইসলামী কাদিপুর (ইউপি)সভাপতি আব্দুল করিম, সেক্রেটারি সোলেমান আহমদ, সাবেক ইউপি সদস্য সাহিদ আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

  • কুলাউড়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ পরিদর্শন করেন জেলা রোভার স্কাউট  প্রতিনিধি

    কুলাউড়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ পরিদর্শন করেন জেলা রোভার স্কাউট  প্রতিনিধি

    স্টাফ রিপোর্ট:সামসু উদ্দিন বাবু

     কুলাউড়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ পরিদর্শনে  আসেন মৌলভীবাজার জেলা রোভার স্কাউট প্রতিনিধি দল।বৃহস্পতিবার(৩ অক্টোবর ২৪)পরিদর্শনের কারেন মৌলভীবাজার জেলা রোভার স্কাউট সম্পাদক শরিফুল রহমান, সিলেট বিভাগের আর.এস.এল প্রফেসর মো: সেলিম এ.এল.টি, মৌলভীবাজার জেলার কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ মো: ফজলুল আলী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজর অধ্যাক্য ( ভারপ্রাপ্ত) রোভার স্কাউট গ্রুপের সভাপতি আব্দুল হান্নান, সম্পাদক আর.এস.এল সঞ্জিত কুমার দাস, গার্ল ইন আর.এস.এল রোবাইয়া আক্তার চৌধুরী, গ্রুপের

    সিনিয়র রোভার আলো ইসলাম শামিম এস.আর.এম আল শাহরিয়ার রাফি, গ্রুপের সকল রোভার স্কাউট সদস্যরা,

  • কুলাউড়ায় প্রতিভা আদর্শ পাঠাগার ঘাগটিয়া কর্তৃক সংবর্ধিত পৃষ্ঠপোষক শরীফুজ্জামান 

    কুলাউড়ায় প্রতিভা আদর্শ পাঠাগার ঘাগটিয়া কর্তৃক সংবর্ধিত পৃষ্ঠপোষক শরীফুজ্জামান 

    কুলাউড়া সংবাদদাতা :ইব্রাহিম আলী: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের ঘাগটিয়া গ্রামে অবস্থিত প্রতিভা আদর্শ পাঠাগার এর অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী- সমাজসেবী জনাব শরিফুজ্জামান চৌধুরী তপন এর সাথে এক মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রতিভা আদর্শ সমাজ কল্যাণ সমিতির সভাপতি জনাব মো: ময়ুব উদ্দিন আহমেদ।
    
    উপস্থিত ছিলেন প্রতিভা আদর্শ পাঠাগারের স্থানীয় সহায়ক প্রতিনিধি জনাব মোঃ বজলুর রহমান ও সাবেক সভাপতি মোঃ রুমেল খান সহ পাঠাগারের বর্তমান সকল সদস্য-শুভাকাঙ্ক্ষী ও পরিচালক বৃন্দ। পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক মুরাদ খানের উপস্থাপনায় পাঠাগার পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক জনাব জুনাব আলী, সাবেক সাধারণ সম্পাদক জনাব ইফতেখার উদ্দিন আহমেদ, সহ- সভাপতি মো: আব্দুল আহাদ, সহ- সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী হেলাল, পাঠাগার সম্পাদক - আব্দুল ওয়াহিদ শাফিন প্রমুখ।
    
    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব তপন চৌধুরী বলেন " গ্রামীণ উন্নয়ন ও বিকাশে সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই, বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে সুশিক্ষিত-সুনাগরিক প্রজন্ম তৈরির প্রয়োজন আর তার জন্য বই পড়ার বিকল্প কিছুই নেই", তিনি সব বয়সের মানুষকে বেশি-বেশি করে বই পড়তে উৎসাহিত করেন এবং উপহার হিসেবে 'বই' সবার প্রথম পছন্দ হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।
    
    জানা যায় দেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদীদল বিএনপির সাথে সম্পৃক্ত থাকায় প্রতিপক্ষের রাজনৈতিক প্রতিহিংসায় পড়ে দেশের বাহির যুক্তরাজ্যে অবস্থান করছিলেন তিনি,গত ৫ আগষ্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর সুযোগ হলে দীর্ঘ একযুগ পর নিজ গ্রাম ও এলাকার মানুষের সাথে বসে কথা বলার সুযোগ হওয়ায় তৃপ্তির ছাপ পরিলক্ষিত হয় উনার। সামাজিক ও রাজনৈতিক সাবেক ও বর্তমান দায়িত্ব পালন করেছেন' ও করছেন : শরীফুজ্জামান চৌধুরী তপন', উপদেষ্টা: ইউ কে বিসমিল্লাহ চ্যারিটি।আহবায়ক: ইউ কে ব্লাড ডোনার গ্রুপ।সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার যুক্তরাজ্য। 
    
    যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।এ সময় উনার পৈতৃক নিবাস ঘাগটিয়া গ্রামেই হওয়ায় উপস্থিতি সকলেই গ্রামের উন্নতি সাধিত হওয়ার লক্ষে বিস্তর আলোচনা করেন এবং গ্রামের উত্তর উত্তর সাফল্য ও মর্যাদা অক্ষুন্ন রাখতে সকল ধরনের উদ্যোগে এক সাথে কাজ করার অঙ্গিকার বদ্ধ হন সবাই। 
    
    তিনি প্রতিভা আদর্শ পাঠাগারের সকল কার্যক্রমে নিজেকে আরো বেশি আত্মনিয়োগ করার আশাবাদ ব্যক্ত করেন।পাঠাগারের দায়িত্বশীল সকলেই সংবর্ধিত মহোদয়ের উদ্দেশ্যে বলেন 'আমরা প্রতিভা আদর্শ পাঠাগার এর পক্ষ থেকে জনাব শরিফুজ্জামান চৌধুরী তপন সাহেবের সুদীর্ঘ -সুস্থ জীবন কামনা করছি।  আমরা আশা করছি বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও বিকাশে তার শ্রম ও মেধার যোগ্য প্রতিদান হবে সমাজের সব জায়গায়, উনার উত্তরোত্তর মঙ্গল ও সাফল্য কামনা করছি।
  • মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার মুহতামিম ও হিফজ বিভাগীয় প্রধান শায়খ হাফেজ ফারুক আহমদ নির্বাচিত

    মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার মুহতামিম ও হিফজ বিভাগীয় প্রধান শায়খ হাফেজ ফারুক আহমদ নির্বাচিত

     

     

     

     

    জেলা প্রতিনিধি।

    মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদরাসার সদরে মুহতামিম ও হিফজ বিভাগীয় প্রধান নির্বাচিত হয়েছেন শায়খ হাফেজ ফারুক আহমদ।কুলাউড়া পৌর শহরের মনসুর সাইনবোর্ড সংলগ্ন, মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদরাসা আসহাবে বদরীন পরিষদ ও কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে মনসুর মহিলা মাদরাসার “সদরে মুহতামিম” ও হিফজ বিভাগীয় প্রধান, নির্বাচিত হয়েছেন ঐতিহ্যেবাহী বাগাজুরা মাদরাসা ও এতিমখানা এর স্বনামধন্য মুহতামিম, মনসুর আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এর প্রবিন উস্তাদ, মনসুর আশরাফিয়া জামে মসজিদ এর দীর্ঘ দিনের পেশ ইমাম শায়খ হাফেজ ফারুক আহমদ।

  • কুলাউড়ায় বেশিরভাগ জায়গায় প্রতিমার কাজ শেষের দিকে

    কুলাউড়ায় বেশিরভাগ জায়গায় প্রতিমার কাজ শেষের দিকে

    জেলা প্রতিনিধি : রুবেল বখস পাভেল।

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এবারে ২১৫টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ নিয়ে পূজা অনুষ্ঠিত হবে। বুধবার ২ অক্টোবর কুলাউড়ার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা জায়,চলছে শেষ মুহুর্তের কর্মযজ্ঞ ও প্রস্তুতি দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন, ‍বছর ঘুরে আবারও শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা,এই উৎসবকে কেন্দ্র করে কুলাউড়ার  পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়া কাজ শেষের দিকে, শুরু হচ্ছে রঙের কাজ উপজেলায় এ বছর ২১৫টি মণ্ডপে পালিত হবে দুর্গা উৎসব, ইতোমধ্যে প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আকছার, শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে আনসার ও পুলিশ সদস্যরা।আগামী ৮ অক্টোবরের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, ১২ অক্টোবর দশমীতে বিসর্জন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাৎসব, এদিকে বছর ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত এই উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। অপরদিকে পূজা মণ্ডপ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।

  • কুলাউড়ায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার  আসামী গ্রেফতার-২

    কুলাউড়ায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার  আসামী গ্রেফতার-২

     

    জেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল।

    মৌলভীবাজার জেলার  পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের তদারকীতে ও অফিসার ইনচার্জ  মোঃ গোলাম আপছারের  নেতৃত্বে ২৯ সেপ্টেম্বর  রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল রাজ্জাক, এসআই (নি:)/ আব্দুর রহিম জিবান, এসআই (নি:)/ শাহ হিমেল, এএসআই (নি:)বাবুল মিয়া,এএসআই(নি:)আরিফুল ইসলাম, এএসআই (নি:)/তপন দেব ও ফোর্স সহ বিশেষ  অভিযান পরিচালনা করিয়া ডাকাতি প্রস্তুতি মামলার ১। তাজুদ আলী প্রকাশ তাজুদ (৪০), পিতা-মৃত আমজদ আলী, সাং-চক কবিরাজী, ৮নং ওয়ার্ড, ২নং পতনেশা ইউপি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার এবং ২। তালেব (৪২), পিতা-নুর মিয়া, সাং-সঞ্জবপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামীকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।প্রকাশ থাকে যে আসামি তাজুদ আলীর বিরুদ্ধে ডাকাতি ০২ টি , অস্ত্র মামলা ১ টি, চুরি মামলা ০২ টি সহ মোট ০৭ টি মামলার আসামি তালেবের বিরুদ্ধে ০২ টি মামলা বিচারাধীন রয়েছে।

  • কুলাউড়ার সাবেক  সংসদ সদস্য সুলতান ডিবি হেফাজতে

    কুলাউড়ার সাবেক সংসদ সদস্য সুলতান ডিবি হেফাজতে

    জেলা প্রতিনিধি।

    ডাকসুর সাবেক ভিপি ও মৌলভীবাজার -২ (আসন) কুলাউড়ার সাবেক সাংসদ সুলতা মোহাম্মদ মনসুর আহমেদকে কানাডা থেকে ফেরার পর বিমানঝবন্দরে আটক করা হয়েছে।
    সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কানাডা থেকে দেশের ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটা সুনির্দিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সেজন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।