Tag: কুলাউড়া

  • কুলাউড়ায় দিগন্ত ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    কুলাউড়ায় দিগন্ত ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

     জেলা প্রতিনিধি।

    কুলাউড়ায় হাজীপুর ইউনায়নের বৃহত্তম সামাজিক সংগঠন, দিগন্ত ফাউন্ডেশনের প্রধান  উপদেষ্টা  মাহবুবুর রহমান মান্না,র সাক্ষরিত,  আতিক আল হাসান সভাপতি, আবিদুর রহমান জুবেল সাধারণ সম্পাদক, মাহফুজ আহমেদ মাহিন সাংগঠনিক সম্পাদক, করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ  কমিটি  করা হয়েছে।সংগঠন টি ২০১৯ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর হাজীপুর ইউনিয়নের মধ্যে নানারকম উন্নয়ন মূলক কাজ করে আসছে,। স্থানিয়দের মতে হাজীপুরের  দিগন্ত ফাউন্ডেশন টি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে,

    প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের উপদেষ্টাদের সার্বিক সহযোগীতা এবং সংগঠনের দায়ীত্বশীল ও সদস্যের প্রচেষ্টায় দিগন্ত পরিবার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে । উল্লেখ্য, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন‍্যাতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন,করোনাকালীন সময়ে লিফলেট বিতরণ সহ নানারকম সমাজের উন্নয়নমূলক কাজ করে আসছে এই সংগঠনটি।

     

     

     

     

  • বড়লেখা পাবলিকেশন সোসাইটির পক্ষ থেকে সৌরবিদ্যুৎ প্রদান 

    বড়লেখা পাবলিকেশন সোসাইটির পক্ষ থেকে সৌরবিদ্যুৎ প্রদান 

     

     

    হানিফ পারভেজ : প্রতিনিধি বড়লেখা

    শুক্রবার (১১ অক্টোবর)বেলা ৩ ঘটিকায় সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির ব্যবস্থাপনায় সংগঠনের কার্যকরী পরিষদের ভাইস চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী আকতার হোসেন চৌধুরী মাসুম এর অর্থায়নে বড়লেখা দারুল কোরআন মডেল মাদ্রাসায় সৌরবিদ্যুৎ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও সহ সভাপতি শিক্ষক আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ মোহাইমিন।

    এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক এম এম আতিকুর রহমান, হাফিজ মাওলানা মখলিছুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম,হাফিজ মাওলানা শিফাত উল্লাহ,সুমন আহমেদ ও সোসাইটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাকের আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র এহিয়া ইসলাম এবং হাফিজ মাওলানা মখলিছুর রহমানের মোনাজাত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।ড়ালেখায় পাবলিকেশন সোসাইটির পক্ষ থেকে সৌর বিদ্যুৎ প্রদান

     

     

  • বড়লেখায় বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়

    বড়লেখায় বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়

     

    হানিফ পারভেজ:প্রতিনিধি বড়লেখা

    প্রতিবারের মতো এবারও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় এবং সচেতনতামূলক প্রচারাভিযান করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ ১২ তম দিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

    শনিবার (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়, সচেতনতা মূলক প্রচারাভিযান ও
    শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব মো. জমির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এনাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক গণেশ কর, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যকরী সদস্য এহসান আহমদ, আফজাল হোসেন রুমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এসময় হাটবন্দ পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন দেবনাথ, পুরোহিত তপন চৌধুরী, সহ-সভাপতি অরুণ নাথ, সাধারণ সম্পাদক লিটন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ পাল, সহ-অর্থ সম্পাদক খোকন পাল,
    ধনঞ্জয় নাথ, সদস্য বিষ্ণু দেব নাথ, খোকন কুন্ডু। নিউ সমনবাগ পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ কালোয়ার, সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাওতাল, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত রবিদাসসহ অন্যান্য মণ্ডপের উদযাপন কমিটি ও দর্শনার্থীদের সাথে সচেতনতা বিষয়ে মতবিনিময় ও প্রচারণা করা হয়।

  • বড়লেখা-জুড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ব্যারিস্টার জহরত  চৌধুরী

    বড়লেখা-জুড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ব্যারিস্টার জহরত  চৌধুরী

     

    হানিফ পারভেজ, প্রতিনিধি বড়লেখা।

     

    হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

    শুক্রবার (১১ অক্টোবর) ও গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

     

    বৃহস্পতিবার জুড়ী উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, বিএনপি নেতা ময়িদ চৌধুরী, আব্দুল হাফিজ চৌধুরী, জুড়ী সেচ্ছাসেবক দলের নেতা দিবাকর দাস, শুভাস দাস, আব্দুল খালিক, মাসুক মেম্বার, সেলিম চৌধুরী, যুবদল নেতা হাসান, আমান, শামীমসহ জুড়ী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

     

    প্রসঙ্গত, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকট এবাদুর রহমান চৌধুরীর তৃতীয় কন্যা।

  • বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ দীপংকর ঘোষ 

    বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ দীপংকর ঘোষ 

     

    হানিফ পারভেজ : প্রতিনিধি,বড়লেখা ।

     

    মৌলভীবাজারের বড়লেখায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। এবার বড়লেখায় ১৩৪টি সার্বজনিন ও ১২টি ব্যক্তিগত মণ্ডপে চলছে পূজা অর্চনা।

     

    এদিকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ। এসময় তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

     

     

    পৌর শহরের হাটবন্দ পূজামণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম।

     

    এসময় সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী লিটন পাল, পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ, দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, ব্যবসায়ী রামকৃষ্ণ পাল প্রমুখ।

  • ৬ হাজার কেজি ইলিশ কুলাউড়া দিয়ে ভারতে গেলো

    ৬ হাজার কেজি ইলিশ কুলাউড়া দিয়ে ভারতে গেলো

     

     

     

    জেলা প্রতিনিধি।
    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দুই ধাপে ভারতে ৬ হাজার ১ শত ৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।

    বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ৩ হাজার ৪ শত ৫০ কেজি মাছ রপ্তানি করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৭ শত ২৫ কেজি ইলিশ রপ্তানি করা হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০০ টাকা।

    বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মাহফুজ হোসেন বলেন, সরকার অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাটিয়া ইন্টারন্যাশনাল দুই ধাপে ৬ হাজার ১ শত ৭৫ কেজি মাছ রপ্তানি করেছে।

  • বড়লেখায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সংবাদ সম্মেলন

    বড়লেখায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সংবাদ সম্মেলন

     

    হানিফ পারভেজ : প্রতিনিধি বড়লেখা।

    বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বড়লেখা উপজেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের নিয়ে গঠিত ‘বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম’ মাত্র চার বছরে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় জনকল্যাণে ৫০ লক্ষধিক টাকা ব্যয় করেছে। আগামিতে আরো বড় বাজেট নিয়ে সহায়-সম্বলহীন অসহায়, অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত, লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম দেখা দেওয়া মেধাবী শিক্ষার্থী, গৃহহীন, দুর্যোগে ক্ষতিগ্রস্থসহ নানাভাবে দূর্ভোগে থাকা মানুষের আর্থিক সহায়তার পরিকল্পনা গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী প্রবাসি এই সংগঠনটি।

    বুধবার (১০ অক্টোবর) রাতে বড়লেখা পৌরশহরের অভিজাত একটি রেস্ট্যুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ তাদের জনকল্যাণমুলক কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনাগুলো তোলে ধরেন। নেতৃবৃন্দ এসব মানবিক কার্যক্রম বাস্তবায়নের ব্যাপারে গণমাধ্যমকর্মীদের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন।

    বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি যুক্তরাজ্য প্রবাসি সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম জীবনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের উদ্দেশ্য, বাস্তবায়িত কার্যক্রম ও পরিকল্পনা তোলে ধরেন সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসি সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ, দপ্তর সম্পাদক মাহির উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক রায়হানুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান সামি, সদস্য আক্তার হোসেন প্রমুখ।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস, কার্যকরি সদস্য মস্তফা উদ্দিন, সদস্য হানিফ পারভেজ, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ প্রমুখ।

  • রাজনগরে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার আটক-১

    রাজনগরে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার আটক-১

     

     

     

     

     

    জেলা প্রতিনিধি।
    মৌলভীবাজারের রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়।

    বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্যরাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে থানা পুলিশ অভিযান চালায়।

    আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন বলে পুলিশ জানায়।

    রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মো: মুবাশ্বির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ‘

  • কুলাউড়ায় নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান সেনাবাহিনীর

    কুলাউড়ায় নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান সেনাবাহিনীর

     

    রুবেল বখস পাভেল: জেলা প্রতিনিধি

    কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লে: কর্ণেল সাজ্জাদুল আহসান। দূর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার দিনব্যাপী তিন উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

     

    মঙ্গলবার বিকালে সিলেট বিভাগের সবচেয়ে বড় এবং ভক্তপ্রিয় পূজা মণ্ডপ কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের শিববাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন লে: কর্ণেল সাজ্জাদুল আহসান। এসময় তাঁর সাথে ছিলেন মেজর আকিব ও ক্যাপ্টেন আল ইমরান আদনান।

     

    পরিদর্শন শেষে লে: কর্ণেল বলেন, আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে। বিশেষ করে সিলেট বিভাগের সবচেয়ে বড় এই শিববাড়ী পুজা মণ্ডপে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে। কাজেই শিববাড়ী পুজা মণ্ডপে যাতে সকল ধরনে নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যাবস্থা নিচ্ছে সেনাসহ আইনশৃংখলা বাহিনী।

    এব্যাপারে কুলাউড়া ক্যাম্পের ক্যাপ্টেন আল ইমরান আদনান জানান, দূর্গা পূজার সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। অত্যন্ত সৌহার্দপূর্ন পরিবেশে এবার দূর্গা পূজা পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • কুলাউড়ার জয়চন্ডীতে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতর

    কুলাউড়ার জয়চন্ডীতে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতর

     

    জেলা প্রতিনিধি

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের তত্ত্বাবধানে চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে জয়চন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩ শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুবের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক রাহাত সিপারের সঞ্চালনায় উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ হাসানুজ্জামান, ওয়ারেন্ট অফিসার মাহবুব রহমনা এবং সার্জেন্ট আমিনুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আবদুল বারী, ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল, মো: মনু মিয়া, বিমল দাস, আজমল আলী, শংকর উরাং, জাহাঙ্গীর হোসেন, মিলন বৈদ্য, আলিম আহমদ। সংরক্ষিত মহিলা সদস্য, নেহারুন বেগম, সীমা রানী চুনার প্রমুখ।

    জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে যারা একেবারে অসহায় তাদেরকে বাছাই করে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত এই খাদ্য সহায়তাগুলো দেওয়া হয়েছে।