Blog

  • কুলাউড়ায় আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার রাজকীয় বিদায়

    কুলাউড়ায় আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার রাজকীয় বিদায়

    রুবেল বখস পাভেল কুলাউড়া।
    কুলাউড়া কাদিপুর ইউনিয়নের মনসুর আব্দুল হান্নান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চিরশ্রী তালুকদার এর স্বেচ্ছায় অবসর জনিত বিদায়ী সংবর্ধনা,বুধবার (৩ সেপ্টেম্বর)
    প্রিয় শিক্ষিকার বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রাজিব মিয়া, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারীর শিক্ষিকা সঞ্চালনায় প্রধান অতিথি মো: ইফতেখায়ের হোসেন ভূঁঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বিশেষ অতিথি: মহিব উল্যাহ, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার,বিশেষ অতিথি কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন,মোহাম্মদ খোরশেদ আলম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,একলাছ মিয়া, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বদরুল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, তাহমিনা আক্তার প্রধান শিক্ষিকা উচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ।
     সংবর্ধনা শেষে মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে বাইরে এলেন তাঁদের প্রিয় শিক্ষিকা। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে অশ্রুশিক্ত নয়নে সুসজ্জিত একটি গাড়িতে তুলে দিলেন শিক্ষার্থীরা।
    বিদায়বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন সবার প্রিয় বিদায়ী শিক্ষিকা চিরশ্রী তালুকদার।
    আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, দিনব্যাপী বিদায়ের নানা আনুষ্ঠানিকতার শেষে, সুসজ্জিত একটি প্রাইভেট গাড়িতে সবার প্রিয় এই শিক্ষিকার বাড়ি পৌঁছিয়ে দেন শিক্ষার্থীরা।
    এর আগে বিদায় মঞ্চে দাঁড়িয়ে দেশ গড়ার লক্ষ্যে বিদায়ী এ শিক্ষিকা উপস্থিত সকলের কাছে তার জন্য দোয়া ও দীর্ঘ কর্মজীবনে কাউকে মনে কষ্ট দিলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।
     কর্মজীবন শেষে আজ থেকে অবসরে গেলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চিরশ্রী তালুকদা।
    প্রিয় শিক্ষিকা জানতেন না এমন আয়োজন, জানিয়েছেন শিক্ষার্থীরা।
  • গলাচিপায় জাল টাকাসহ  গ্রেফতার ১

    গলাচিপায় জাল টাকাসহ গ্রেফতার ১

    মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়ার ফুলখালী সুইস গেট এরিয়া থেকে গলাচিপা থানা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে ৩১ আগষ্ট রবিবার পৌনে ছয়টার দিকে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সলেমান তালুকদারের ছেলে মোঃ ইয়াসিন তালুকদার কে তেরোটি (১৩) ১০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করে। জানা যায়, দীর্ঘ দিন ধরে আটক কৃত আসামী জাল টাকা পাচারের সাথে জরিত রয়েছে।

    এবিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ আসাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি চৌকষ টিম জাল টাকা পাচারের সময় ইয়াসিন তালুকদার কে গ্রেফতার করা হয়েছে এবং জাল টাকা পাচার চক্রের সাথে জরিতদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আটক কৃত ব্যাক্তিকে আইনী প্রক্রিয়া শেষে ১’লা সেপ্টেম্বর দুপরে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সিলেটে সন্ত্রাসী নাহিদের হামলায় মৃত্যু পথযাএী শওকত ওসমানীতে নগদ টাকা লুট

    সিলেটে সন্ত্রাসী নাহিদের হামলায় মৃত্যু পথযাএী শওকত ওসমানীতে নগদ টাকা লুট

    নিজস্ব সংবাদদাতা: সিলেট সিটি কর্পোরেশন এর টুলটিকর ২৪ নং ওয়ার্ডে শাহ পরান থানাধীন কসবা কুইটুক পানি ট্যাংকি সংলগ্ন পাকা রাস্তায় সন্ত্রাসী নাহিদের হামলায় মৃত্যু পথযাএী শওকত ওসমানীতে নগদ টাকা ও মেবাইল ফোন লুট করেছে নাহিদ, শিমুল ও তার স্রী নাঈমা বেগম, বিউটি বেগম ,সহযোগিরা জানাযায় ঘটনার সূত্রপাত ঘটে ব্যাটারি চুরি কে কেন্দ্র করে শনিবার সিসি ক্যামেরা ফুটেছে দেখা যায় নাহিদ আহমদ ও আর ও দুইজন ব্যাটারি চুরি করেছে শওকত আহমদের গ্যারেজ থেকে।তারপর ২৩/৮/২৫/ শনিবার সন্ধ্যায় টুলটিকর জামে মসজিদের সামনে এলাকার পঞ্চায়েত সবাই মিলে নাহিদকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলে নাহিদ ব্যাটারি চুরির কথা স্বীকার করে তারপর ব্যাটারি দিয়ে যায় চোর নাহিদ আহমদ, তার কিছুকন পর শওকতের মুঠোফোনে হুমকি দেয় চুর নাহিদ যেখানে পাবে সেখানে খুন করবে।২৪/০৮/২০২৫/ইং পতিদিনের মত পরীক্ষার্থীদের সিএনজি দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে আসেন শওকত আহমদ।

    আসার পথে নাহিদ এর স্ত্রী কালো বোরকা পড়ে নাইমা বেগম কুসুমবাগ পানির টাংকির সামনে শওকত আহমদকে নিয়ে দেওয়ার কথা বলেন। তখন গাড়ি থেকে নামার সাথে সাথে শওকত আহমদ কে তার স্ত্রী এবং নাহিদ ইসলাম, শিমুল আহমদ ও তার সহযোগী দুইজন দাঁড়ানো অস্ত্র দিয়ে শওকত আহমদকে আঘাত করে নায়িদুল ইসলাম ও তার স্ত্রী ও সহযোগী দুইজন।
    নাহিদুল ইসলাম দাঁড়ানো অস্ত্র দিয়ে তার বাম খানের উপরসহ হাতে পায়ে ফেটে কূপ মারে সন্ত্রাসী নাহিদ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই বলেন সন্ত্রাসী নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।

    ঘটনার পর রবিবার দুপুরে শওকত আহমদকে তাহার পরিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইমারজেন্সি তে ভর্তি করেন ওসমানী মেডিকেলের চিকিৎসক জানান তার অবস্থা আশঙ্কাজনক তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে শরীর তেকে প্রচন্ড পরিমাণে রক্ত বের হয়ে রক্তশূন্যতা দেখা যাচ্ছে শওকত আহমদ ছিলেন তার ফ্যামিলির পরিবারের উপার্জনের একমাএ ব্যক্তি ওনার চার মেয়ে কোন ছেলে সন্তান নেই শওকত আহমদ সিএনজি চালিয়ে তার জীবিকা উপার্জন করেন তারপর রবিবার ঘটনার স্থল পরিদর্শন করেন শাহপরান থানার এসআই পিন্টু সংগীয় ফোর্স নিয়ে পরিদর্শন করে যান। এ ঘটনার পর রবিবার রাতে শাহপরান থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি (মামলা দায়ের করা হয় মামলা নং ১৮৭/২০২৫) শওকত আহমদের মেয়ে বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় তিনি নগদ ১৯,৫০০/- টাকা সিএনজি ভাঙচুরে ৭০ হাজার টাকা উল্লেখ করেন ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ আনেন। এদিকে মামলা দায়েরের পর মঙ্গবার পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন মামলার বাদী ও তাহার পরিবার।

  • চিকিৎসকের-জবানবন্দি-১৬৭-জনের-বেশির-ভাগের-মাথার-খুলি-ছিল-না

    চিকিৎসকের-জবানবন্দি-১৬৭-জনের-বেশির-ভাগের-মাথার-খুলি-ছিল-না

    ডেস্করিপোর্টঃ চব্বিশের জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আনা গুরুতর আহত ১৬৭ জনের বেশির ভাগের মাথার খুলি ছিল না।

    শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া সাক্ষীর জবানবন্দিতে একথা বলেন এই হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।

    সাক্ষীর জবানবন্দিতে চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, আমাদের হাসপাতালে ৫৭৫ জন গুলিবিদ্ধ ও পিলেটবিদ্ধ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা থাকলেও সিট সংকুলান না হওয়ায় এবং গুরুতর আহত রোগীর চাপ বেশি থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। আর গুরুতর আহত ১৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

    তাদের বেশির ভাগেরই মাথার খুলি ছিল না। চারজনকে মৃত অবস্থায় আনা হয় এবং ২৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইসিইউতে চিকিৎসা নেয়া সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে।
    জবানবন্দিতে চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, ৩৩টি অস্ত্রোপচার আমার নেতৃত্বে করেছি। ১৫ টির মত বুলেট ও পিলেট আহত আন্দোলনকারীদের শরীর থেকে বের করেছি। কিছু বুলেট বের করা যায়নি। অনেকগুলো গুলি ও পিলেট রোগীরা চেয়ে নিয়ে যায়।’

    জবানবন্দিতে মাহফুজুর রহমান আরও বলেন, গত বছরের ১৯ জুলাই যখন রোগীর সংখ্যা বাড়ছিল, তখন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) লোকেরা এসে নতুন গুলিবিদ্ধ ছাত্রদের ভর্তি না করার জন্য তাকে চাপ দেন। তারা (ডিবি) বলে, যাদের ভর্তি করেছেন, তাদের রিলিজ করবেন না।

    এ বিষয়ে ওপরের নির্দেশ আছে। তাদের (এগুলি বিদ্ধদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তখন আমরা কৌশলে ভর্তি রেজিস্ট্রারে রোগীদের জখমের ধরন পরিবর্তন করে গুলিবিদ্ধের স্থলে রোড অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কারণ লিপিবদ্ধ করে ভর্তি করি। এ রকম অমানবিক ঘটনার জন্য মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং যারা নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি চালিয়ে নিহত ও আহত করেছেন তাদের বিচার ও প্রকাশ্যে ফাঁসি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে সাক্ষ্য ও জেরা শেষ করেন এই চিকিৎসক।

    আজ ট্র্যাইব্যুনালে প্রসিকিউটসন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস এইচ তামিম। এ সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিকে এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

    আর এই মামলায় গ্রেফতার হয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

    মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দু’টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

    গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।

  • বরিশাল থেকে ডিবি হারুনের ভাতিজা Tawhid uddin Afridi গ্রেপ্তার

    বরিশাল থেকে ডিবি হারুনের ভাতিজা Tawhid uddin Afridi গ্রেপ্তার

    কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

    সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

    একই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তাঁর বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ১৭ আগস্ট তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে।

    এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল–মামুন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড় শ জনকে আসামি করা হয়েছে।

    তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান। সাম্প্রতিক বছরগুলোতে ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্টের জন্য তাঁর বড় অনুসারী গড়ে ওঠে।

  • সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার

    সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার

    নিখোঁজ থাকা সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিকেল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা নদীতে মরদেহ পাওয়া গেছে।

    এর আগে ২১ অগাস্ট সকাল সোয়া ৯টায় বিভুরঞ্জন সরকার এই লেখাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেইল করেন । ফুটনোটে তিনি লেখেন, “জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।”

    পরিবারের সদস্যরা জানান, ওইদিন ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। তার নিখোঁজ থাকার কথা জানিয়ে থানায় জিডি করেছে পরিবার।

  • দি কুলাউড়া 24-এর ১০ হাজার ফলোয়ার পূর্তিতে ব্যতিক্রমী পদক্ষেপ — মসজিদ নির্মাণে সহযোগিতা

    দি কুলাউড়া 24-এর ১০ হাজার ফলোয়ার পূর্তিতে ব্যতিক্রমী পদক্ষেপ — মসজিদ নির্মাণে সহযোগিতা

    কুলাউড়ার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম The Kulaura / কুলাউড়া 24 তাদের ১০ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কাটা বা উৎসবের আয়োজন না করে বেছে নিয়েছে এক মহৎ পথ — চলমান একটি মসজিদ নির্মাণে অর্থ সহযোগিতা।

    পেইজের প্রতিষ্ঠাতা মো. রেজাউল ইসলাম শাফি জানান— “আমরা প্রথমে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু পরে সিদ্ধান্ত নিই, অনুষ্ঠান না করে একটি মসজিদের পূর্ণ নির্মাণ কাজে শরিক হবো। এটি সওয়াবের কাজ, তাই সবাইকে এই মহৎ উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।”

    ১২ আগস্ট ২০২৫ তারিখে মৈশাজুরী উত্তরপাড়া জামে মসজিদে অনুদান প্রদান করা হয়, যার প্রমাণস্বরূপ মসজিদ কমিটির পক্ষ থেকে রসিদ প্রদান করা হয়েছে।

    এই নির্মাণাধীন মসজিদকে আধুনিক ও সুপরিসর কাঠামোর রূপ দিতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া এই মহৎ উদ্যোগ সফল করা সম্ভব নয়।

    সহযোগিতা পাঠানোর তথ্য:

    ব্যাংক একাউন্ট:

    ব্যাংকের নাম: পূবালী ব্যাংক লিমিটেড

    শাখা: ব্রাহ্মণবাজার শাখা

    একাউন্ট নাম্বার:১৩৯৮১০১১৬৯১২৩

    বিকাশ (পার্সোনাল):নাম্বার: ০১৭১৫৭২৯১৭৫

  • শেরপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান এর প্রচেষ্টায় লন্ডন ও আমেরিকার যৌথ উদ্যোগে দেশ মাতৃকার সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে

    শেরপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান এর প্রচেষ্টায় লন্ডন ও আমেরিকার যৌথ উদ্যোগে দেশ মাতৃকার সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে

    মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান এর প্রচেষ্টায় লন্ডন ও আমেরিকার যৌথ উদ্যোগে দেশ মাতৃকার সাংস্কৃতিক অনুষ্ঠান ৮ই সেপ্টেম্বর হতে যাচ্ছে আমাদের এবারের ইতিহাস খ্যাত চিরস্থায়ী কোনো এক গ্রাম বাংলার লাল সবুজের পতাকা কে এক নতুন রুপে বাংলার সবুজ শ্যামল হৃদয় স্পন্দন তৈরী করবে সকল দেশ প্রেমীদের মাঝে ।

    স্বপ্ন হবে বাংলার নতুনত্বের তারুন্যের এবং আনন্দিত গ্রাম বাংলার মানুষের , শপথ হবে জেগে আছি বাংলার পাহাড়াদার হিসাবে প্রতিফোটা রক্তের বিনিময়ে।

    উক্ত অনুষ্ঠানের পরিচালনা করবেন শেরপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখার তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি মোঃ মাহফুজুর রহমান,আবুল হোসেন, নুরুল আমিন সহ আরও অনেকে উপস্থিত থেকে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

    সাংস্কৃতিক অনুষ্ঠানের সনামধন্য শিল্পীদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে। সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী ইথুন বাবু,জাতীয় কণ্ঠ শিল্পী সাজ্জাদ হোসাইন পলাশ, কন্ঠ শিল্পী
    এ.কে. এম.সোহরাওয়ার্দী (পরাণ হাসান), কন্ঠ শিল্পী আকলিমা আক্তার,কন্ঠ শিল্পী নাজনীন আক্তার (মৌসুমী ) বিটিবির নিয়মিত কণ্ঠশিল্পী জেসমিন আক্তার সহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

  • গলাচিপার চরবাংলা খাসজমি নিয়ে কৃষকরা দুই পক্ষ মুখোমুখি

    গলাচিপার চরবাংলা খাসজমি নিয়ে কৃষকরা দুই পক্ষ মুখোমুখি

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় একসনা খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে মুখোমুখি চরবাংলার ভূমিহীন কৃষকরা। দুই পক্ষই নিজেদেরকে প্রকৃত ভূমিহীন দাবি করে আসছেন।

    বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেরাজ খান চাষযোগ্য খাস জমি একসনা ডিসিআর পাওয়ার দাবিতে গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

    সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় প্রায় ২ হাজার একর চাষযোগ্য খাস জমি রয়েছে। অপরদিকে সমিতিতে ভূমিহীন রয়েছে ৯৯৮ জন। তিনি চাষযোগ্য এসকল খাস জমি সমিতির সদস্যদের বন্দোবস্ত দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। অপরদিকে ওই চরের সমিতির সদস্য নয় অপর আরেকটি পক্ষ নিজেদেরকে ভূমিহীন দাবি করে একসনা বন্দোবস্ত পাওয়ার দাবি জানিয়ে গত সোমবার (১১ আগস্ট) উপজেলা ভূমি অফিসের সামনে মানববন্ধন করেছেন। এ নিয়ে চরবাংলা ভূমিহীন কৃষকরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন।

    গলাচিপা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, সহসভাপতি মো. হারুন হাওলাদার, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, সদস্য ফারুক মীর প্রমুখ।

    সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সেরাজ খান বলেন, ‘চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড রেজি নম্বর-৭৪, পি.ডি এর সদস্য সংখ্যা ৯৯৮ জন। এর মধ্যে প্রায় চার শ’ সদস্য প্রায় ৩০ বছর ধরে চরবাংলা সরকারি খাস জমিতে বসবাস করে কৃষিকাজ ও মৎস্য আহোরণ করে জীবিকা নির্বাহ করে আসছি।

    তিনি আরও বলেন, সরকারি নীতিমালা মোতাবেক কৃষি খাসজমি আমাদের প্রাপ্য হলেও স্থানীয় ও বহিরাগত কিছু ভূমি দখলদার জোতদার শ্রেণির লোকজন আমাদের উচ্ছেদ করে ভূমি দখলের পায়তারা করছে। তারা সহকারী কমিশনার (ভূমি) গলাচিপাকে ভুল বুঝিয়ে আমাদের দখলকৃত সরকারি খাসজমি একসনা চাষের অনুমতি নিয়ে আমাদের উচ্ছেদ করতে চাইলে আমরা মহামান্য হাইকোর্টের স্মরনাপন্ন হই। হাইকোর্ট সরকারকে সমিতির সদস্যদের একসনা ডিসিআর প্রদান করার জন্য আদেশ প্রদান করেন এবং অবৈধ দখলদারদের চাষের অনুমতিপত্র বাতিল করে আদেশ প্রদান করেন। আমরা দ্রুত এ আদেশের বাস্তবায়ন চাই।’

    তিনি আরো বলেন, ‘চরবাংলার বহিরাগত আনোয়ার হাওলাদার, মন্নান প্যাদা, রফিক সর্দার, সোহেল সর্দার, জালাল মৃধা, মোয়াজ্জেম মেম্বার, জসিম প্যাদার নেতৃত্বে কিছু লোক নিজেদেরকে ভূমিহীন দাবি করে গলাচিপা উপজেলা ভূমি অফিসের সামনে গত সোমবার ( ১১ আগস্ট) একটি মানববন্ধন করে। তারা আমাকে ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্যদের ভূমিদস্যু বলে বক্তব্য প্রদান করে। আমি উক্ত মানববন্ধনকারীদের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রকৃতপক্ষে মানববন্ধনকারীরা ভূমিদস্যু, জবরদখলকারী তাই তাদেরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি।

  • গলাচিপায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    গলাচিপায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে আহত করার ঘটনায় এবং সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতন-নিপীড়ন ও হুমকির প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

    সোমবার (১১ আগস্ট) সকাল ৯ টায় গলাচিপা থানা কমপ্লেক্সের সামনে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন দেশে একজন সাংবাদিককে এভাবে হত্যা ও আরেকজনকে হত্যাচেষ্টায় আহত করা চরম উদ্বেগজনক ও লজ্জাজনক। বাংলাদেশের সংবিধান সাংবাদিকদের খবর সংগ্রহ, তথ্য প্রচার ও মত প্রকাশের অধিকার দিয়েছে। এই অধিকার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় সংস্থা হুমকি দিয়ে কেড়ে নিতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নতুবা সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে।

    এ সময় বক্তব্য দেন—দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, দৈনিক প্রতিদিনের কাগজ উপজেলা প্রতিনিধি ইশরাত হোসেন মাসুদ, দৈনিক আমাদের অর্থনীতি উপজেলা প্রতিনিধি মাসুদ রহমান, এশিয়ান টিভির পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি ও দৈনিক খোলা কাগজ পত্রিকা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি মো. সোহেল আরমান, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি সোহাগ রহমান এবং দৈনিক স্বাধীনমত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হাফিজ উল্লাহ।

    এছাড়া উপস্থিত ছিলেন— দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মো. কাওসার আহমেদ, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মো. মুনতাসীর মামুন, মাই টিভির উপজেলা প্রতিনিধি হাসান এলাহী, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি আহসান উদ্দিন জিকু, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি সাব্বির আহমেদ ইমন, চ্যানেল এস-এর মো. উজ্জ্বল মিয়া, দৈনিক গণকণ্ঠ উপজেলা প্রতিনিধি মিঠুন চন্দ্র পাল,দৈনিক মানবকণ্ঠের মো. আল মামুন, দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মলি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ উপজেলা প্রতিনিধি আরেফিন লিমন, দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি মো. হাফিজ, দৈনিক মুক্ত খবর উপজেলা প্রতিনিধি মো. নেছার উদ্দিন, দৈনিক জনবানী উপজেলা প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদার, দৈনিক চিত্রের টিপু মৃধা, দৈনিক দেশ প্রতিদিন উপজেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক মাতৃজগত উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান, স্বদেশ বিচিত্রা উপজেলা প্রতিনিধি মো. হেলাল উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. মোস্তফা কামাল খান, দৈনিক কাগজের ডাক উপজেলা প্রতিনিধি মো. বাপ্পি, দৈনিক মাতৃজগত প্রতিনিধি খন্দকার জলিল, দৈনিক মুক্তির লড়াই প্রতিনিধি আবু তালেব মোতাহার এবং দৈনিক নববানী উপজেলা প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন শেষে বুধবার একদিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়।