Blog

  • কুলাউড়ায় হাজীপুর ইউপি সদস্য হেলালের কান্ড- স্ত্রী ৪ সন্তান রেখে করলেন বাল্যবিয়ে

    কুলাউড়ায় হাজীপুর ইউপি সদস্য হেলালের কান্ড- স্ত্রী ৪ সন্তান রেখে করলেন বাল্যবিয়ে

     

    জেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল।

    বাল্যবিয়ে প্রতিরোধে লড়াই করছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সচেতন মহল। বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেলেই ইউপি সদস্য, চেয়ারম্যানদের মাধ্যমে প্রশাসনের কাছে খবর যাচ্ছে, সেই বিয়ে বন্ধও হচ্ছে। কিন্তু একি কান্ড- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের? এখানকার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী হেলাল এক কিশোরীকে (১৫) পালিয়ে নিয়ে বিয়ে করেছেন। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সমগ্র উপজেলা জুড়ে জানাজানি হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় লোকজন বলছেন, একজন ইউপি সদস্য যেখানে বাল্যবিয়ে ঠেকাবেন, সেখানে ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলাল নিজে অপরাধমূলক কাজ করেছেন। সদ্য বিয়ে করা ইমা বেগম হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের রোকন উদ্দিন ভূঁইয়ার মেয়ে। ওই মেয়ে স্থানীয় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে কিছুদিন পড়ালেখা করে। পরে আর স্কুলে যায়নি। ওই মেয়েকে নানাভাবে ফুঁসলিয়ে তার সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলাল। এরপর ওই ইউপি সদস্য তাকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি চাউর হলে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে পরিস্থিতি বুঝে ইউপি সদস্য ওই মেয়ের বয়স বাড়িয়ে গত বৃহস্পতিবার কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে বিয়ে করেন। প্রায় ২০-২২ বছর আগে মনিরুজ্জামান চৌধুরী হেলাল প্রথম বিয়ে করেন। তার স্ত্রী, দুই ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, দ্বিতীয় মেয়ে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছে। বড় ছেলে মৌলভীবাজারে একটি মাদ্রাসায় ও ছোট ছেলে স্থানীয় পাইকপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ে।

    স্থানীয় সচেতন মহল বলছে, একজন জনপ্রতিনিধি তাঁর কর্তব্য পালন না করে বাল্যবিয়ে করে অপরাধ করেছেন। তাঁর শাস্তি হওয়া উচিত।

    ওই মেয়ের আত্মীয় ওয়াহিদ আলী চান মিয়া বলেন, মেয়েটি আমার সম্পর্কে নাতিন হয়। প্রায় ৩-৪ মাস ধরে আমার গ্রামের বাড়িতে রোকন উদ্দিন ভুঁইয়া তার দুই মেয়েকে নিয়ে বসবাস করছে। ইউপি সদস্য হেলাল আমার নাতিনকে নিয়ে পালিয়ে যায়। পরে গত বৃহস্পতিবার কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে। বর্তমানে মেয়েটি মৌলভীবাজারে আছে।

    এ ব্যাপারে জানতে চাইলে বাল্যবিয়ে করা ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

    এ বিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল বলেন, বাল্যবিয়ে করা দন্ডনীয় অপরাধ। মেয়েটির বয়স কম হতে পারে। তবে ইউপি সদস্য ১৮ বছর বয়স উল্লেখ করা একটি জন্মনিবন্ধন দেখিয়েছেন আমাকে। কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করার পর দুইপক্ষের লোকজন বিষয়টি সমাধান করেছেন বলে জেনেছি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন,‘বিষয়টি শুনে খুবই অবাক হয়েছি। স্কুলে ভর্তির সময় জমা দেয়া বয়স প্রমাণের কাগজাদি ও বর্তমান জন্মনিবন্ধনটি সংগ্রহ করবো। পরবর্তীতে তদন্তক্রমে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

  • কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল দিনমজুর বেনু মালাকারের পরিবার

    কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল দিনমজুর বেনু মালাকারের পরিবার

    জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ার জনতা বাজার এলাকায় মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল বেনু মালাকারের পরিবার। সোমবার ২৩ শে সেপ্টেম্বর, সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে আগামী কাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘর টি হস্তান্তর করবে মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম. মোক্তাদির হোসেন , এ বিষয়টি নিশ্চিত করেছেন, বেনু মালাকার বলেন আমরা হিন্দু ধর্মের হলেও মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেয়ে আমি ও আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারব, এর জন্য আমি ঈশ্বরের কাছে আপনাদের সর্বাধিক মঙ্গল কামনা করি ও আমার পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দদেরকে, আসছে আমাদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজার আগে আগেই নতুন ঘর পেয়ে আমি ও আমার  পরিবার অনেক আনন্দিত।

  • কুলাউড়া’য় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১

    কুলাউড়া’য় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১

    কুলাউড়া’য় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে জমশেদ মিয়া ৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

     

    সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রবিবার রাতে জমশেদকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা।

     

    জমশেদ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

     

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, জমশেদ ভুক্তভোগী কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে আসছে।

     

    রবিবার রাতে জমশেদ ভুক্তভোগীর বাড়ি কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলিতে আবারও ধর্ষণের উদ্দেশ্যে গেলে স্থানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে জমশেদকে গ্রেপ্তার করেন।

    ওসি আরও বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী থানায় বাদী হয়ে জমশেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। জমশেদ বিবাহিত এবং তার স্ত্রী-সন্তানও রয়েছে বলেও জানান তিনি।

  • কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল দিনমজুর বেনু মালাকার

    কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল দিনমজুর বেনু মালাকার

    জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ার জনতা বাজার এলাকায় মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল বেনু মালাকারের পরিবার। সোমবার ২৩ শে সেপ্টেম্বর, সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে আগামী কাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘর টি হস্তান্তর করবে মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম. মোক্তাদির হোসেন , এ বিষয়টি নিশ্চিত করেছেন, বেনু মালাকার বলেন আমরা হিন্দু ধর্মের হলেও মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেয়ে আমি ও আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারব, এর জন্য আমি ঈশ্বরের কাছে আপনাদের সর্বাধিক মঙ্গল কামনা করি ও আমার পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দদেরকে আসছে আমাদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা আগে আগেই নতুন ঘর পেয়ে আমিও আমার পরিবার অনেক আনন্দিত

  • রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল  বেনু মালাকারের পরিবার 

    রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল বেনু মালাকারের পরিবার 

     

     

     

     

     

     

    জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ার জনতা বাজার এলাকায় মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল বেনু মালাকারের পরিবার। সোমবার ২৩ শে সেপ্টেম্বর, সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরের  কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে  আগামী কাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘর টি হস্তান্তর করবে মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম. মোক্তাদির হোসেন , এ বিষয়টি নিশ্চিত করেছেন, বেনু মালাকার বলেন আমরা হিন্দু ধর্মের হলেও মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেয়ে আমি ও আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারব, এর জন্য আমি ঈশ্বরের কাছে আপনাদের সর্বাধিক মঙ্গল কামনা করি ও আমার পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দদেরকে আসছে আমাদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা আগে আগেই নতুন ঘর পেয়ে আমিও আমার পরিবার অনেক আনন্দিত

  • পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেওয়া:এসপি জাহাঙ্গীর

    পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেওয়া:এসপি জাহাঙ্গীর

    জেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল।
    মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের ম্যানেজারদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার  এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা মহোদয় । রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়, পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেওয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে।এছাড়া বাগানে মদ,জুয়া এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ সুপারের আলোচনা সভা।এ‌ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেন প্রমুখ
  • আব্দুল মতিনের মমতাময়ী মা আর নেই

    আব্দুল মতিনের মমতাময়ী মা আর নেই

     

    জেলা প্রতিনিধি

    শোক সংবাদ কুলাউড়া ৬নং কাদিপুর ইউনিয়নের  কৌলারশি গ্রামের বাসিন্দা,কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুল মতিন এর   মমতাময়ী মা  আর নেই,আজ সন্ধ্যা ৭:২০ মিনিটের সময় ওনার নিজ বাসভবনে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  মরহুমার জানাজার নামাজ আগামী কাল সকাল ১০-৩০ মিনিটের সময় কৌলারশি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে,  মরহুমার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হলো, মরহুমার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করি আমিন।

  • খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: মহানগর আমীর 

    খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: মহানগর আমীর 

     

    জেলা প্রতিনিধি : রুবেল বখস পাভেল।

    বন্যা-খরায়, বিপদে-আপদে, দূর্যোগ-দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে জামায়াতের মূল লক্ষ্য। মানব সেবাকে ইবাদত মনে করেই মানুষের কল্যাণে হাঁটেঘাটে ছুঁটছে জামায়াত কর্মীরা। সবমিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায়। রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন উপহার দেওয়ার সময় উপরোক্ত কথাগুলো বলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম।

     

    জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও টিলাগাও ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অসহায় দিনমজুর মানুষের কাঁচাঘর। ক্ষতিগ্রস্ত এসব ঘর পুনঃনির্মাণের জন্য ৫২ টি পরিবারের মধ্যে (জনপ্রতি এক বান্ডিল করে) ঢেউটিন উপহার দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

     

    প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।

     

    এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, নায়েবে আমীর মো: জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।

  • কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় (ওসি) মোঃ গোলাম আপছা

    কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় (ওসি) মোঃ গোলাম আপছা

     

    জেলা প্রতিনিধি রুবেল বখস (পাভেল )
    মৌলভীবাজারের কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম আপছার, ও নবাগত (তদন্ত) ওসি পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক , রোজ শনিবার ২২ শে সেপ্টেম্বর রাত ৮টায় কুলাউড়া থানার ওসি’র কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা ওসি বলেন কুলাউড়া গরু চুরি, সিএনজি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কটর ব্যবস্থা গ্রহণ করা হবে হোক সে পুলিশ অফিসার অথবা রাজনীতিবিদ যেই দলের হোক না কেন, সভায় আরো বলেন বিগত দিনে কুলাউড়া থানায় কি হয়েছে তা আমি কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের কাছ থেকে আমি জানতে পেরে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা থানায় যেকোন সেবা নিতে আপনারা ছুটে আসন আপনাদের জন্য থানার দরজা ২৪ ঘণ্টা আপনাদের সেবা দেওয়ার জন্য খোলা (ওসি) গোলাম আপছার।

  • কুলাউড়ায় সরকারি জলমহাল জবরদখল করে মাছ লুটের অভিযোগ

    কুলাউড়ায় সরকারি জলমহাল জবরদখল করে মাছ লুটের অভিযোগ

    কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
    মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় অবস্থিত গোগালীছড়া (বদ্ধ) জলমহালটি জবর দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে ৪ ইউপি সদস্যসহ প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দুই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শাপলা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

    লিখিত অভিযোগ থেকে জানা যায়, কুলাউড়া উপজেলার মীরশংকর ও দৌলতপুর মৌজা এবং জুড়ী উপজেলার কুরবানপুর মৌজায় ২৬ একর আয়তন বিশিষ্ট গোগালীছড়া বদ্ধ জলমহাল রয়েছে। জলমহালটি ভুকশিমইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার সমছু মিয়া, ৮নং ওয়ার্ডের মেম্বার ফজলু মিয়া, গৌড়করণ গ্রামের বাসিন্দা নজরুল মিয়া, মহেষগৌরীর কামাল মিয়া ও জয়চন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বিমলেন্দু শেখর দাস (বিমল) এবং জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মতছিন আলী ও তার সহযোগিরা মিলে দীর্ঘ ৬ বছর থেকে জবরদখল রেখেছেন।

    গোগালীছড়া (বদ্ধ) জলমহালটি (১৪২৫-১৪৩০ বাংলা) ৬ বছর মেয়াদে প্রথম ৪ বছর বার্ষিক ১ লাখ ৭২ হাজার ৬২০ টাকা এবং শেষ ২ বছরে আরও ২৫ শতাংশ বর্ধিত হারে শাপলা মৎস্যজীবি সমবায় সমিতিকে উন্নয়ন প্রকল্পে ভূমি মন্ত্রণালয় হতে ইজারা বন্দোবস্ত প্রদান করা হয়। ইজারা গ্রহিতা সমিতি তাদের ইজারা মূল্য সরকারি কোষাগারে জমা দেয়। কিন্তু কুলাউড়া ও জুড়ী উপজেলার কয়েকজন ইউপি সদস্য ও তাদের সহযোগিরা মিলে জলমহালে অবৈধভাবে বেড়জাল বসিয়ে মাছ লুটপাট ও ভোগদখলে রেখেছেন। ফলে সরকার উক্ত জলমহাল থেকে বছরে লাখ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে।

    এব্যাপারে ২০১৯ সনে জুড়ী থানায়, ২০২০ সনে জেলা প্রশাসকের কাছে একাধিক লিখিত অভিযোগ দেন ইজারাদার। জুড়ী উপজেলা প্রশাসন এবং পুলিশি তদন্তে মাছ লুটসহ ইজারাদারকে মাছ আহরণে বাঁধার ঘটনা প্রমানিত হয়। কিন্তু অভিযুক্তরা জনপ্রতিনিধি ও প্রভাবশালী হওয়ায় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি।

    শাপলা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, জলমহাল লিজ দেয়া হলেও প্রভাবশালীদের কারণে তিনি জলমহাল ভোগদখল করতে পারেননি। ৬ বছরে প্রায় ১২ লাখ টাকার রাজস্ব প্রদান করেছেন। কিন্তু লাভের মুখ দেখা তো দুরের কথা, উল্টো ক্ষতির শিকার হয়েছেন।

    অভিযোগ প্রসঙ্গে জায়ফরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো: ফজলু মিয়া জানান, এটা বিল নয়, চলমান একটি নদী। এলাকার স্বার্থে তিনি একটা বেড়াজাল বসিয়েছেন। বছরে ৬০ থেকে ৮০ বা এক লাখ টাকায় বিক্রি হয়। এই টাকা বোরো মৌসুমে ক্ষেতের পানি সেচে লাগানো হয়। এরপর যে অর্থ থাকে তা মাদরাসায় দান করা হয়।

    ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মো. মতছিন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, এসব তিনি কিছু জানেন না। শাপলা মৎস্যজীবি সমবায় সমিতিও তিনি চিনেন না। জয়চন্ডীর ইউপি সদস্য বিমল দাসের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

    এ বিষয়ে কুলাউড়া সহকারি কমিশনার (ভুমি) শাহ্ জহুরুল হোসেন জানান, অবৈধভাবে জোরপূর্বক মাছ ধরার একটা অভিযোগ তিনি পেয়েছেন। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।