Blog

  • যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

    যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

    মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচিতি সভা হয়। নবনির্বাচিত পৌর কমিটির আহ্বায়ক হলেন মো. হারুন অর রশীদ ও সদস্যসচিব বশির রাঁড়ি।

    বাংলাদেশ যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মো. সৈয়দ নজরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব মো. শাহ আলম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি মোহেবুল্লাহ এনিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শোয়েব মাস্টার, সদস্য সচিব মো. জাকির মুন্সি, উপজেলা শ্রমিক অধিকারের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন, সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ, গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ, সদস্য সচিব আরিফ হাসান , শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. রিয়াজ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। সভা সঞ্চালনা করেন শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আমির হোসেন প্রমুখ। এছাড়াও পরিচিতি সভায় গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, পটুয়াখালী ৩ (গলাচিপা- দশমিনা) আসন থেকে ভিপি নরুল হক নুর আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার হাতকে শক্তিশালী করতে ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নুর পটুয়াখালীর গর্ব সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা রয়েছে। আমাদের লক্ষ্য নুরুল হক নুরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথ থেকে উঠে আসা নেতা ভিপি নুরুল হক নুর। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশের বিনির্মাণ হবে।

    এর আগে পরিচিতি সভার শুরুতে গলাচিপা ফেরিঘাট থেকে জেলার নেতৃবৃন্দদের অভ্যর্থনা জানিয়ে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়কে শোডাউন দিয়ে অনুষ্ঠান স্থলে এসে জমায়েত হয়।

  • মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার মুহতামিম ও হিফজ বিভাগীয় প্রধান শায়খ হাফেজ ফারুক আহমদ নির্বাচিত

    মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার মুহতামিম ও হিফজ বিভাগীয় প্রধান শায়খ হাফেজ ফারুক আহমদ নির্বাচিত

     

     

     

     

    জেলা প্রতিনিধি।

    মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদরাসার সদরে মুহতামিম ও হিফজ বিভাগীয় প্রধান নির্বাচিত হয়েছেন শায়খ হাফেজ ফারুক আহমদ।কুলাউড়া পৌর শহরের মনসুর সাইনবোর্ড সংলগ্ন, মনসুর দাওয়াতুল কুরআন মহিলা মাদরাসা আসহাবে বদরীন পরিষদ ও কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে মনসুর মহিলা মাদরাসার “সদরে মুহতামিম” ও হিফজ বিভাগীয় প্রধান, নির্বাচিত হয়েছেন ঐতিহ্যেবাহী বাগাজুরা মাদরাসা ও এতিমখানা এর স্বনামধন্য মুহতামিম, মনসুর আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এর প্রবিন উস্তাদ, মনসুর আশরাফিয়া জামে মসজিদ এর দীর্ঘ দিনের পেশ ইমাম শায়খ হাফেজ ফারুক আহমদ।

  • কুলাউড়ায় বেশিরভাগ জায়গায় প্রতিমার কাজ শেষের দিকে

    কুলাউড়ায় বেশিরভাগ জায়গায় প্রতিমার কাজ শেষের দিকে

    জেলা প্রতিনিধি : রুবেল বখস পাভেল।

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এবারে ২১৫টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ নিয়ে পূজা অনুষ্ঠিত হবে। বুধবার ২ অক্টোবর কুলাউড়ার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা জায়,চলছে শেষ মুহুর্তের কর্মযজ্ঞ ও প্রস্তুতি দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন, ‍বছর ঘুরে আবারও শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা,এই উৎসবকে কেন্দ্র করে কুলাউড়ার  পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়া কাজ শেষের দিকে, শুরু হচ্ছে রঙের কাজ উপজেলায় এ বছর ২১৫টি মণ্ডপে পালিত হবে দুর্গা উৎসব, ইতোমধ্যে প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আকছার, শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে আনসার ও পুলিশ সদস্যরা।আগামী ৮ অক্টোবরের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, ১২ অক্টোবর দশমীতে বিসর্জন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাৎসব, এদিকে বছর ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত এই উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। অপরদিকে পূজা মণ্ডপ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।

  • মৌলভীবাজারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ ‘ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মৌলভীবাজারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ ‘ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল।
    মৌলভীবাজার জেলায় সোমবার (৩০শে সেপ্টেম্বর ২০২৪ ) বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৪ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক,এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র)  এটিএসআই পদে পদোন্নতি পরীক্ষার ১৫ দিন ব্যাপী ক্যাম্প প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে  পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার  পুলিশ সুপার  এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা ।পুলিশ সুপার সালা গ্রহণ করেন এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসহ বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন।এছাড়াও পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিলেট  ডি এম হাসিবুর বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেন,আরআই, পুলিশ লাইন্স, মৌলভীবাজারসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
  • কুলাউড়ায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার  আসামী গ্রেফতার-২

    কুলাউড়ায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার  আসামী গ্রেফতার-২

     

    জেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল।

    মৌলভীবাজার জেলার  পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের তদারকীতে ও অফিসার ইনচার্জ  মোঃ গোলাম আপছারের  নেতৃত্বে ২৯ সেপ্টেম্বর  রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল রাজ্জাক, এসআই (নি:)/ আব্দুর রহিম জিবান, এসআই (নি:)/ শাহ হিমেল, এএসআই (নি:)বাবুল মিয়া,এএসআই(নি:)আরিফুল ইসলাম, এএসআই (নি:)/তপন দেব ও ফোর্স সহ বিশেষ  অভিযান পরিচালনা করিয়া ডাকাতি প্রস্তুতি মামলার ১। তাজুদ আলী প্রকাশ তাজুদ (৪০), পিতা-মৃত আমজদ আলী, সাং-চক কবিরাজী, ৮নং ওয়ার্ড, ২নং পতনেশা ইউপি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার এবং ২। তালেব (৪২), পিতা-নুর মিয়া, সাং-সঞ্জবপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামীকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।প্রকাশ থাকে যে আসামি তাজুদ আলীর বিরুদ্ধে ডাকাতি ০২ টি , অস্ত্র মামলা ১ টি, চুরি মামলা ০২ টি সহ মোট ০৭ টি মামলার আসামি তালেবের বিরুদ্ধে ০২ টি মামলা বিচারাধীন রয়েছে।

  • কুলাউড়ার সাবেক  সংসদ সদস্য সুলতান ডিবি হেফাজতে

    কুলাউড়ার সাবেক সংসদ সদস্য সুলতান ডিবি হেফাজতে

    জেলা প্রতিনিধি।

    ডাকসুর সাবেক ভিপি ও মৌলভীবাজার -২ (আসন) কুলাউড়ার সাবেক সাংসদ সুলতা মোহাম্মদ মনসুর আহমেদকে কানাডা থেকে ফেরার পর বিমানঝবন্দরে আটক করা হয়েছে।
    সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কানাডা থেকে দেশের ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটা সুনির্দিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সেজন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

  • মৌলভীবাজারে জমিয়তের শায়খুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত।

    মৌলভীবাজারে জমিয়তের শায়খুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত।

     

    জেলা প্রতিনিধি।

    প্রতিটি নেতাকর্মীদেরকে শায়খুল হিন্দের চেতনায় উজ্জীবিত হতে হওয়ার আহবান।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে আজ ২৮ অক্টোবর শনিবার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।জেলা আহবায়ক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা জামিল আহমদ আনসারী ও যুগ্ম সদস্য সচিব মুফতি আশরাফুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, জেলা জমিয়তের উপদেষ্ঠা মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমী, সিলেট জেলা সভাপতি মুফতি মজিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহিমুল হক প্রমুখ।

  • কুলাউড়া জাফির কালেকশনের স্বত্বাধিকারী রুমান আর নেই।

    কুলাউড়া জাফির কালেকশনের স্বত্বাধিকারী রুমান আর নেই।

    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।কুলাউড়া দক্ষিন বাজারের স্থানীয় বাসিন্দা,জাফির কালেকশনের সত্ত্বাধীকারি মাজহারুল ইসলাম রুমান আর নেই। আজ রাত ১.৩০ মিনিটের সময় সিলেট একটি প্রাইভেট হাসপাতালে পৃথিবীর মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানানো হবে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই ছোট ভাই জামান।

  • কুলাউড়ায় আগামী পৌরসভার নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী কে হবেন বাচ্চু না সজল 

    কুলাউড়ায় আগামী পৌরসভার নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী কে হবেন বাচ্চু না সজল 

    জেলা প্রতিনিধি: আমি মো: জয়নাল আবেদীন বাচ্চু,১৯৭৮ সালে ন্যাপ (মশিউর রহমান) এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করি। ১৯৭৯ সালে ১লা জানুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা হলে ছাত্রদলে আমি যোগদান দেই, কুলাউড়া উপজেলায় ছাত্রদলকে সংগঠিত করে ১৯৭৯ সালের জুলাই মাসে উপজেলা ছাত্রদলের কাউন্সিলে উপজেলা সভাপতি নির্বাচিত হই, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ (হাসনপুর) পরবর্তীতে ১৯৮৩ সালে ছাত্রদলের দ্বিতীয় কাউন্সিলে পুনরায় তিন বৎসরের জন্য সভাপতি নির্বাচিত হই, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ১৯৮৭ সাল থেকে যুবদলের রাজনীতিতে জড়িত হয়ে ৫/৬ বছর যুবদলের সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি,১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করি। 
    
    ২০০১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পৌর বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করি। ২০০৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। ২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করি। ২০১৯ সালে উপজেলা বিএনপির কাউন্সিলারদের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে আজ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ১৯৯৯ সালে পৌরসভার প্রথম নির্বাচনে কমিশনার নির্বাচিত হয়ে পরপর ৫ বার ৯নং ওয়ার্ডের ভোটাদের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে তাদের সেবা করে আসছি। 
    
    ২০০৪ সাল থেকে ২০১১ সাল এবং ২০১৮ সালে প্যানেল মেয়র হিসাবে পৌরবাসীর। আগামীতে পরিবেশ পরিস্থিতি অনুকুলে থাকলে মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবা করতে চাই। পরিবেশ পরিপস্থিতি অনুকুল বলতে বুঝাইতে চেয়েছি যে, আগামী জাতীয় নির্বাচনের পর আল্লাহর রহমতে বিএনপির ক্ষমতায় গিয়ে দলীয় সমর্থনের ভিত্তিতে নির্বাচন হলে আর দল যদি আমার রাজনৈতিক ভাবে আমাকে সমর্থন করে আমি মেয়র পদে নির্বাচন করবো। 
    
    গত ০৫/০৮/২০২৪ইং তারিখে দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নানের বাড়ীতে আমি নিজে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৩ বারের নির্বাচিত সভাপতি মো: বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সুফিয়ান আহমদ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মন্নান সহ আমরা মৌখিক ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মেয়র পদে নির্বাচন করবো আর বদরুজ্জামান সজল, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আমি বর্তমানে আমার ৯নং ওয়ার্ড ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যখন আমার পরিচিত লোকদের মতামত জানার জন্য যোগাযোগ করতেছি তখন, অনেকে বলতেছেন সজল ও নাকি যোগাযোগ করতেছেন।
    
    আমি তখন তাহাদেরকে বলতেছি যোগাযোগ করা প্রত্যেকের অধিকার আছে, সব কিছু বিবেচনা করে সিদ্ধান্তের পয়জন আমি মনে করি। দলের মতের ভিত্তিতে নির্বাচন হলে দল যদি আমাকে ওতবা (সজল কে) বা অন্য কাউকে প্রার্থী কে সমর্থন দেয় তাহলে আমি ও উপজেলা সভাপতি হিসাবে তার পক্ষে কাজ করব। স্বৈরাচারী সরকারের আমলে গত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক দুইজন একি পদে প্রার্থী হওয়ায় দুজনের কি পরিনতী হয়েছে তাহাতো সবার অজানা নয়। নির্বাচন হলে সজলের কাছে আমার অনুরোধ দুই জন প্রতিদন্দীতা করে দুইজন ক্ষতিগ্রস্থ না হয়ে, আমি ও আপনি পৌর সভার নয়টি ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ড থেকে আপনার মনোনীত ৫১ একান্ন জন ভোটারের তালিকা করুন (পুরুষ মহিলা) ৫১  ৯ = ৪৫৯ জন হবে।
    
    এ ৪৫৯ জন সম্মানিত লোকদেরকে নিয়ে আমরা দুইজন মিলে একটি সভার আয়োজন করব ঐ সভা থেকে অধিকাংশের মতামত যাহার পক্ষে আসবে তিনি প্রার্থী হবো। প্রয়োজনে ঐ ৪৫৯ জনের মধ্যে গোপন ভোটের ব্যবস্থা করে মতামত নেওয়া যেতে পারে। ৯নং ওয়ার্ড আমার নিজের ওয়ার্ড ঐ ওয়ার্ডের লোকজন আমাকে পরপর ০৫ বার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে কাউন্সিলার নির্বাচিত করেছে। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আগামী পৌর নির্বাচনের আগে আমি ৯নং ওয়ার্ডবাসী পুরুষ/মহিলা নিয়ে বসে তাদের মতামতের ভিত্তিতে আমি চুড়ান্ত সিদ্ধান্ত নেব। সম্মানিত পৌরবাসীর কাছে আমার আকুল আবেদন আমি আগামী পৌর নির্বাচনে মেয়র হিসাবে প্রার্থী হলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমার মার্কায় আপনাদের মুল্যবান ভোট দিলে চির কৃতজ্ঞ থাকিব।
    
    সজল স মনোনীত পৌরসভার ৯ ওয়ার্ডের ৪৫৯ জনকে আমি ও সজল মিলে দাওয়াত দিয়ে তাদের সাথে বসে সিদ্ধান্ত নিলে ভালো হয়। সজল সহ যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ আমার এই লেখাটি পড়বেন তাদের মতামত ফেইসবুকের মাধ্যমে জানালে কৃতজ্ঞ থাকিবো।
  • কুলাউড়ায় আগামী পৌর নির্বাচনে ভোটার ও দলের সিদ্ধান্তে বিএনপির মেয়র প্রার্থী বাচ্চু – সজল 

    কুলাউড়ায় আগামী পৌর নির্বাচনে ভোটার ও দলের সিদ্ধান্তে বিএনপির মেয়র প্রার্থী বাচ্চু – সজল 

     

     

     

     

     

    জেলা প্রতিনিধি।

    আমি মো: জয়নাল আবেদীন বাচ্চু,১৯৭৮ সালে ন্যাপ (মশিউর রহমান) এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করি। ১৯৭৯ সালে ১লা জানুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদলের প্রতিষ্ঠা হলে ছাত্রদলে আমি যোগদান দেই,  কুলাউড়া উপজেলায় ছাত্রদলকে সংগঠিত করে ১৯৭৯ সালের জুলাই মাসে উপজেলা ছাত্রদলের কাউন্সিলে উপজেলা সভাপতি নির্বাচিত হই, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ (হাসনপুর) পরবর্তীতে ১৯৮৩ সালে ছাত্রদলের দ্বিতীয় কাউন্সিলে পুনরায় তিন বৎসরের জন্য সভাপতি নির্বাচিত হই, সাধারণ সম্পাদক  আব্দুল মজিদ, ১৯৮৭ সাল থেকে যুবদলের রাজনীতিতে জড়িত হয়ে ৫/৬ বছর যুবদলের সহ সাধারণ সম্পাদকের  দায়িত্ব পালন করি,১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করি। ২০০১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পৌর বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করি। ২০০৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। ২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করি। ২০১৯ সালে উপজেলা বিএনপির   কাউন্সিলারদের  ভোটে সভাপতি নির্বাচিত হয়ে আজ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ১৯৯৯ সালে পৌরসভার প্রথম নির্বাচনে কমিশনার নির্বাচিত হয়ে পরপর ৫ বার ৯নং ওয়ার্ডের ভোটাদের ভোটে  কাউন্সিলর নির্বাচিত হয়ে তাদের সেবা করে আসছি। ২০০৪ সাল থেকে ২০১১ সাল এবং ২০১৮ সালে প্যানেল মেয়র হিসাবে পৌরবাসীর। আগামীতে পরিবেশ পরিস্থিতি অনুকুলে থাকলে মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবা করতে চাই। পরিবেশ পরিপস্থিতি অনুকুল বলতে বুঝাইতে চেয়েছি যে, আগামী জাতীয় নির্বাচনের পর আল্লাহর রহমতে বিএনপির ক্ষমতায় গিয়ে দলীয় সমর্থনের ভিত্তিতে নির্বাচন হলে আর দল যদি আমার রাজনৈতিক ভাবে  আমাকে সমর্থন করে আমি মেয়র পদে নির্বাচন করবো। গত ০৫/০৮/২০২৪ইং তারিখে দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নানের বাড়ীতে আমি নিজে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৩ বারের নির্বাচিত সভাপতি মো: বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সুফিয়ান আহমদ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মন্নান সহ আমরা মৌখিক ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মেয়র পদে নির্বাচন করবো আর বদরুজ্জামান সজল, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আমি বর্তমানে আমার ৯নং ওয়ার্ড ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যখন আমার পরিচিত লোকদের মতামত জানার জন্য যোগাযোগ করতেছি তখন, অনেকে বলতেছেন সজল  ও নাকি যোগাযোগ করতেছেন। আমি তখন তাহাদেরকে বলতেছি যোগাযোগ করা প্রত্যেকের অধিকার আছে, সব কিছু বিবেচনা করে সিদ্ধান্তের পয়জন আমি মনে করি। দলের মতের ভিত্তিতে নির্বাচন হলে দল যদি আমাকে ওতবা (সজল কে) বা অন্য কাউকে প্রার্থী কে সমর্থন দেয় তাহলে আমি ও উপজেলা সভাপতি হিসাবে তার পক্ষে কাজ করব। স্বৈরাচারী সরকারের আমলে গত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক  দুইজন একি পদে প্রার্থী হওয়ায় দুজনের কি পরিনতী হয়েছে তাহাতো সবার অজানা নয়।  নির্বাচন হলে সজলের কাছে আমার অনুরোধ দুই জন প্রতিদন্দীতা করে দুইজন ক্ষতিগ্রস্থ না হয়ে, আমি ও আপনি  পৌর সভার নয়টি ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ড থেকে আপনার মনোনীত ৫১ একান্ন জন ভোটারের তালিকা করুন (পুরুষ মহিলা) ৫১  ৯ = ৪৫৯ জন হবে। এ ৪৫৯ জন সম্মানিত লোকদেরকে নিয়ে আমরা দুইজন মিলে একটি সভার আয়োজন করব ঐ সভা থেকে অধিকাংশের মতামত যাহার পক্ষে আসবে তিনি প্রার্থী হবো। প্রয়োজনে ঐ ৪৫৯ জনের মধ্যে গোপন ভোটের ব্যবস্থা করে মতামত নেওয়া যেতে পারে। ৯নং ওয়ার্ড আমার নিজের ওয়ার্ড ঐ ওয়ার্ডের লোকজন আমাকে পরপর ০৫ বার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে  কাউন্সিলার নির্বাচিত করেছে। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আগামী পৌর নির্বাচনের আগে আমি ৯নং ওয়ার্ডবাসী পুরুষ/মহিলা নিয়ে বসে তাদের মতামতের ভিত্তিতে আমি চুড়ান্ত সিদ্ধান্ত নেব। সম্মানিত পৌরবাসীর কাছে আমার আকুল আবেদন আমি আগামী পৌর নির্বাচনে মেয়র হিসাবে প্রার্থী হলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমার মার্কায় আপনাদের মুল্যবান ভোট দিলে চির কৃতজ্ঞ থাকিব।

    সজল স মনোনীত পৌরসভার ৯ ওয়ার্ডের ৪৫৯ জনকে আমি ও সজল  মিলে দাওয়াত দিয়ে তাদের সাথে  বসে সিদ্ধান্ত নিলে ভালো হয়। সজল  সহ যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ আমার এই লেখাটি পড়বেন তাদের মতামত ফেইসবুকের মাধ্যমে জানালে কৃতজ্ঞ থাকিবো।