Blog

  • মাদক ও অপরাধ নির্মূলে গ্রামবাসীর বৈঠক

    মাদক ও অপরাধ নির্মূলে গ্রামবাসীর বৈঠক

    স্থানীয়ভাবে মাদক ও অপরাধ নির্মূলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রামে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে গ্রামের পুরাতন জামে মসজিদের বারান্দায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    গ্রামের প্রবীণ মুরব্বি ইসকন্দর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সাম্প্রতিক সময়ে গ্রামে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন- আতিকুর রহমান আতাই, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ সেলিম, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, গিয়াস মিয়া, ব্যবসায়ী ফজলুর রহমান, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নংওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল, এম. মামুনুর রশিদ মামুন, সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ রনি, শামীম আহমদ শাহিন, মিজানুর রহমান ও রফিক আহমদ।

    বক্তারা বলেন, গ্রামে সম্প্রতি দুই দফা চুরির ঘটনা ঘটেছে। প্রথম দফায় একরাতে চার বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে চোরেরা। এর একদিন পরই ফের চুরির ঘটনায় ৩টি গরু হারান আব্দুল জলিল জলু। এছাড়া, গভীর রাতে গ্রামের ভিতর বহিরাগতদের গমনাগমন ও মাদকদ্রব্য সেবন-বিক্রির বিষয়টি ইদানিং পরিলক্ষিত হচ্ছে। গ্রামটি বাজার কেন্দ্রিক হওয়াতে অপরাধীরা সহজে যেকোনো অপরাধ করে গ্রামের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাছাড়া, গ্রামের বুক চিরে প্রবাহিত সিলেট-জকিগঞ্জ সড়কেও কোনো অপরাধ সংঘটিত হলে এর জন্যও গ্রামের মান-সম্মান ক্ষুণ্ন হয়। এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে বাজারের পার্শ্ববর্তী গ্রামগুলোকে নিয়ে আগামীকাল সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে হেতিমগঞ্জ বাজারের সুরমা ডেকোরেটার্সের সামনে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে সবাইকে উপস্থিত থাকার আহ্বানও জানান বক্তারা।

    বৈঠকের শেষাংশে মাদক ও অপরাধ নির্মূলে করণীয় ঠিক করা হয়। গ্রামের তিনটি সড়কে স্বেচ্ছাসেবী টহলটিম জোরদার করা হয়। অপরাধীদের অনতিবিলম্বে ভালো হওয়ার সুযোগ, অন্যথায় পুলিশে সোপর্দের সিদ্ধান্ত গৃহীত হয়। রাত ১০টার পর থেকে গ্রামের ভিতরে বহিরাগত কাউকে দেখা গেলে তার পরিচয় ও গন্তব্যস্থল জানার চেষ্টা করা এবং গন্তব্যস্থলের ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে আগমনের বিষয়ে নিশ্চিত হওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সন্দেহভাজন কাউকে পেলে সাথে সাথে ইউপি সদস্যকে অবগত করা বাধ্যতামূলক করে বৈঠকটি সম্পন্ন করা হয়।

    এসময় মোল্লাগ্রামের প্রবীণ মুরব্বি ছালেক আহমদ, চুনু মিয়া, আব্দুল হাই শিফা, শাহাব উদ্দিন, বিরাই মিয়া, আব্দুস সামাদ, আতিকুর রহমান, এনাম উদ্দিন, কবির আহমদ, হাফিজ সাহেদ আহমদ, ফারুক আহমদ, আব্দুল কাইয়ুম, আজাদ আহমদ-সহ গ্রামের প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • বড়লেখায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে যৌথ র‍্যালি

    বড়লেখায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে যৌথ র‍্যালি

     

     

     

    হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি।

     

    ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    এর আগে মূহুর্মূহু স্লোগানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা অস্থায়ী কার্যালয়ের সম্মূখে জড়ো হতে থাকেন পরে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে সহস্রাধীক নেতা-কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ের সম্মূখে গিয়ে শেষ হয়।

    এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন, সহ সভাপতি আব্দুল হাফিজ ললন। উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম শরিফুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন,পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুহাম্মদ মুজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ, সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন।

    উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান, সিরাজুল ইসলাম রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদসহ যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • কুলাউড়ায় জমিয়তের এমপি পদপ্রার্থীতার প্রস্তাবনা

    কুলাউড়ায় জমিয়তের এমপি পদপ্রার্থীতার প্রস্তাবনা

     

     

    জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২ নং ভুকশিমইল ইউনিয়ন শাখার উদ্যোগে কাউন্সিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীনকে আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে এমপি পদপ্রার্থী হিসেবে প্রস্তাবনা পেশ করেন।

    গতকাল ৮ নভেম্বর, ভুকশিমইল ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জমিয়তের আহবায়ক মাও. আলাউদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাও. আব্দুল আজিজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাও. আজির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. নেজাম উদ্দীন, উপদেষ্টা মাও. আহমদ হোসাইন, মাও. আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. মাহদী হাসান, মাও. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, প্রবীণ আলেম জমিয়ত নেতা মাওলানা মঈনুদ্দীন, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, যুবনেতা মাওলানা আব্দুল বাছিত, উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম সাঈমী, সহ সভাপতি ফুজায়েল আহমদ, সাধারণ সম্পাদক আবু নছর খালেদ প্রমুখ।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজির উদ্দীন বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। জনগণের দুঃখ কষ্ট লাঘবের জন্য। এজন্য আলেমদের সাথে সাধারণ জনতাকে জমিয়তের রাজনীতি করতে তিনি উদাত্ত আহবান জানান।

    বিশেষ বক্তার বক্তব্যে উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীন বলেন, এই কুলাউড়ার রাজনীতিতে জমিয়ত নতুন দল নয়, বরং এর আগেও এই কুলাউড়ায় জমিয়ত নেতা মাওলানা বছির উদ্দীন শায়খে গৌড়করনী জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করেছেন।

    উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান বক্তব্যে, কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীনকে আগামী জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চাওয়ার প্রস্তাবনা পেশ করেন। তিনি বলেন, জমিয়ত এককভাবে জমিয়তের একক প্রার্থী হিসাবে মাওলানা আজির উদ্দীন নির্বাচন করবেন। জোটিও ভাবে নির্বাচনে জমিয়ত অংশগ্রহণ করলে যোগ্য প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে জমিয়তের প্রার্থী আনতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা জোর দাবী জানাবো। তবে এই প্রস্তাবনা কেন্দ্রীয় মনোনয়নের মাধ্যমেই চূড়ান্ত হবে বলে তিনি জানান।

  • বড়লেখায় বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন

    বড়লেখায় বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন

     

     

    হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি।

     

     

    মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ সহযোগি সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।

    এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খানের সঞ্চালনায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠু।

    অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, ময়নুল হক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু,পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি প্রমুখ।

  • গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল জনসভা

    গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল জনসভা

    মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় গলাচিপা পৌর শহরের হাইস্কুল খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।

    প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের স্বৈরচারী কার্যক্রম থেকে ছাত্র জনতার আন্দোলনে শত শত তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে একটি স্বাধীনতা ফিরে পেয়েছি। তাই এই স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে জনসাধারণের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দল থেকে যাকে মনোনয়ন দিবেন বিএনপির নেতাকর্মীরা সার্বিকভাবে তাকে সহযোগিতা করবে। এসময় তিনি বলেন, দল থেকে তাকে মনোনয়ন দিলে পটুয়াখালী -৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণকে সাথে নিয়ে গলাচিপা-দশমিনা উপজেলাকে একটি পূর্ণাঙ্গ আধুনিক উপজেলা উপহার দিতে কাজ করবেন। এসময় সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

    জনসভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন, গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সত্তার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, সহ সভাপতি খন্দকার মিজানুর রহমান, আব্দুস সালাম মৃধা, বাবু পঙ্কজ দেবনাথ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব ফরাজি, সৈয়দ আলম, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্যাদা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন খান।

    এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান সবুজ ও শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম দূর্জয় রুবেল, দশমিনা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু প্রমুখ।

    এর আগে দুপুর থেকে সমাবেশ স্থলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দুপুরের পর ৩ টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

  • আবাসিক এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানা বন্ধের দাবি

    আবাসিক এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানা বন্ধের দাবি

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ নিয়মনীতির তোয়াক্কা না করে পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়া ইউনিয়নের বড়চত্রা গ্রামে বসতবাড়ীর আঙিনায় গড়ে তোলা হয়েছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। লোকালয়ের ভেতর আবাসিক এলাকায় প্লাস্টিক কারখানা করার নিয়ম না থাকলেও প্রকাশ্য চলছে এই কারখানা। এখান থেকে প্লাস্টিক রিসাইকল এর কেমিক্যাল যুক্ত বিষাক্ত পানি ফেলা হচ্ছে খালের পানিতে। এতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে খালের পানি , নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা।

    অন্যদিকে কারখানার বর্জ্য পোড়ানোর কালো ধোঁয়া ও দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। প্লাস্টিক কুচি করার মেশিনের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ও ছেলেমেয়েদের পড়াশোনায় বিগ্ন ঘটছে। এছাড়া চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার নারী, শিশু, বৃদ্ধ ও কারখানার শ্রমিকরা।

    জানা যায়, ঢাকায় প্লাস্টিক কারখানায় কাজ করার সুবাদে ডাকুয়া ইউনিয়নের মালেক সরদারের ছেলে মো. আল আমিন প্লাস্টিক রিসাইকল করার কাজ শিখে। পরে নিজ এলাকায় বসতবাড়ির আঙিনায় মেসার্স লিমন প্লাস্টিক নামে কারখানা গড়ে তোলে। সেখানে প্রতিদিন ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করেন। মূলত হকারদের কাছ থেকে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী কিনে প্রথমে তার রং অনুযায়ী আলাদা করা হয়। এরপর টুকরো করে ধুয়ে শুকানোর পর মেশিনে ভেঙে তৈরি করা হয় কুচি। এসব কুচি এখান থেকে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন বাজারে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, একদিকে বোতল ও বিভিন্ন ভাঙা প্লাস্টিক স্তূপ করে রাখা হয়েছে। একপাশে পুরাতন প্লাস্টিক ভর্তি বস্তা সাজিয়ে রাখা হয়েছে। অন্যদিকে প্লাস্টিকের রঙ অনুযায়ী টুকরো করে আলাদা করার কাজ করছেন শ্রমিকরা। কারখানার আশেপাশে যত্রতত্র পড়ে আছে বিভিন্ন বর্জ্য ও প্লাস্টিকের টুকরা। এসবের মধ্যে রয়েছে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য ইনজেকশনের সিরিঞ্জ, স্যালেইনের ব্যাগসহ অন্যান্য বর্জ্য রয়েছে। এসব বর্জ্যের মধ্যে কারখানাটিতে দেখা যায় শিশুরা হাঁটাহাঁটি ও খেলা করছে। আবার প্লাস্টিকের টুকরা আলাদা করে কেমিক্যাল যুক্ত পানিতে ধোয়ার পরে পানি ফেলা হচ্ছে খালের পানিতে। যে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন করা হয়, সেখানে জমে আছে ময়লা পানি, মশা মাছি সহ পোকামাকড় উড়ছে। এক পাশে পোড়ানো হয় প্লাস্টিকের বিভিন্ন বর্জ্য সেখানে পড়ে আছে প্লাস্টিকের বিভিন্ন টুকরা। জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এর আগে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল প্রশাসন।

    স্থানীয় শাকিল, সুলতান মৃধা, জব্বার, ইউসূফ, শেফালি, কোহিনুর ও আখিনুরসহ একাধিক বাসিন্দারা জানায় রান্নার পানি, গোসলের কাজে ব্যবহৃত খালে কেমিক্যাল যুক্ত বিষাক্ত পানি মিশে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ছে গ্রামে। বিষাক্ত পানির কারণে ফসলের জমির উর্বরতা কমে গেছে। দিনে রাতে প্লাস্টিক কুচি করার মেশিনের বিকট শব্দে ঘুম ও পড়াশোনায় বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনার সংবাদ বা বিপদে পরে একজন অন্যজনকে ডাকলেও কোন কিছু শোনা যায় না। শব্দে মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ার অবস্থা শিশু ও বৃদ্ধদের। প্লাস্টিকের বর্জ্য পোড়ানোর কালো ধোঁয়া পরিবেশ ও বায়ু দূষণ করছে। এলাকায় বেড়ে চলছে হাঁপানি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগবালাই। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মশা মাছির উপদ্রব বেড়ে গেছে। ডেঙ্গুজ্বর সহ বিভিন্ন অসুখে ভুগছেন অনেকে। স্থানীয় বাসিন্দারা আবাসিক এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানা বন্ধ করে নির্দিষ্ট জায়গা বরাদ্দ দিয়ে জনস্বাস্থ্য, প্রকৃতি, পরিবেশ ও ফসল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ বিষয়ে এলাকাবাসী গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    এব্যাপারে মেসার্স লিমন প্লাস্টিক কারখানার মালিক আলা আমিন বলেন, “পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স সবকিছু ওকে করে আমি ব্যবসা-প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। মানুষের ভালো মন্দ মিলিয়ে কারখানা চালাতে হয়।” এসময় তার পরিবেশ ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স দেখালে সেখানে দেখা যায় ক্রয় বিক্রয়ের জন্য ট্রেড লাইসেন্স আনা হয়েছে। কিন্তু বর্তমানে সেখানে কারখানা খুলে বসেছে আল আমিন।

    স্থানীয়দের অভিযোগের বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পরে বিষয়টি তদন্ত করার জন্য একজন কর্মকর্তাকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। আমি নিজেও সরেজমিনে কারখানাটি পরিদর্শন করে দেখবো। মানুষের ক্ষয়ক্ষতি ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিবো”। তিনি দ্রুত বিষয়টি সমাধান করবেন বলেও জানান।

    পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, “পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পরে কোন কারখানা যদি পরিবেশ দূষণ করে, তাদের দ্বারা মানুষের ক্ষতি হয় তাহলে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নিবে”।

  • আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

    আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

    নিজস্ব প্রতিবেদক:
    আর’ডি’এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন এর ৪র্থ বর্ষপূর্তি এবং বিউটিফিকেশন কোর্স শেষে স্টুডেন্টদের সার্টিফিকেট গত ৩ নভেম্বর ২০২৪ রবিবার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডা. সোহানা আফরিন সুলতানা, চিফ কন্সালেন্ট, টিয়ারা লেজার এন্ড এস্থেটিক সেন্টার।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন, উম্মে হাবীবা বর্ষা, ফাউন্ডার এন্ড সিইও, আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন, এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন লুৎফর রহমান এমজেএফ, বিশিষ্ট ব্যাবসায়ী, মেম্বার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর, ডিস্ট্রিক্ট ৩১৫বি১, বাংলাদেশ লায়ন্স ইন্টারন্যাশনাল, ভাইস চেয়ারম্যান OISCA ইন্টারন্যাশনাল জাপান, বাংলাদেশ ন্যাশনাল চ্যাপ্টার।

    এছাড়াও উপস্থিত ছিলেন, লায়ন শিরিন আক্তার রুবি, ডেপুটি ডাইরেক্টর এডমিনিস্ট্রেশন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইমিডিয়েট পাস্ট ফার্স্ট লেডি অব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ৩১৫ বি১, বাংলাদেশ লায়ন্স ইন্টারন্যাশনাল; সুমা মন্ডল , ওনার শ্রেয়া ও রেড রোজ বিউটি পার্লার, ফাউন্ডার বাংলাদেশ নারী উন্নয়ন সংস্থা, সভাপতি বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি; শামীমা আক্তার কুসুম, ইন্টারন্যাশনাল মেকাপ, হেয়ার স্টাইল ট্রেইনার এন্ড বিউটি এক্সপার্ট; রোকসানা পারভিন দিপু, ডাইরেক্টর প্রতিবেশী প্রশিক্ষণ কেন্দ্র; কে.এম. শহীদুল্লাহ্, ব্রাঞ্চ ম্যানেজার, মিরপুর ব্রাঞ্চ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড; লায়ন হারুন অর রশিদ বাবুল, ডাইরেক্ট আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন, এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন; লায়ন নাসরিন বেগম, ডাইরেক্ট, আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন, এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন।

    আমন্ত্রিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

    প্রধান অতিথি ডা. সোহানা আফরিন সুলতানা বলেন, বিউটি একটি মেয়েকে তার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয়, একজন মেয়ে যে কোন সেক্টরে  কাজ করুক সেটা কর্পোরেট সেক্টরে হোক অথবা গৃহিণী হোক অথবা স্কুল কলেজ গোয়িং হোক, প্রতিটি সেক্টরেই রিকন্সেপটিভ সার্জারি এবং বিউটি পার্লারে বিভিন্ন সার্ভিসের মাধ্যমে তার কনফিডেন্স লেভেল বাড়াতে সাহায্য করছে। তিনি আরো বলেন উম্মে হাবিবা বর্ষা একজন কনফিডেন্ট লেডি এবং নারী উদ্যোক্তার একজন উদাহরণ।

    আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
    আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

    বিশেষ অতিথি লায়ন লুৎফর রহমান এমজেএফ বলেন, উম্মে হাবিবা বর্ষা একজন আত্মবিশ্বাসী এবং ভিশনারি লেডি, তার ভিশন আর ডি এইচ কে একটি ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। উপস্থিত নারী উদ্যোক্তাদের ঢাকা চেম্বার অব কমার্সে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান।

    ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক, মিরপুর ব্রাঞ্চ ম্যানেজার কে.এম. শহীদুল্লাহ্ বলেন হাটি হাটি পা পা করে চার বছর সবার আস্থার প্রতিক হিসেবে গড়ে উঠেছে আর ডি এইচ ব্যাংকিং পার্টনার হিসেবে এমন একজন উদ্যোক্তার পাশে থাকতে পেরে ধন্য মনে করছি, তিনি আরো বলেন “আমি বিশ্বাস করি এই, আর ডি এইচ একদিন বিশাল ব্রান্ড হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করবে।” কে,এম,শহীদুল্লাহ্ বলেন, বর্তমানে নারী উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে ব্যাংক মাত্র ৪%-৫% সুদে লোন দিয়ে থাকে। আগে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আনসিকিউর লোন দেওয়া হতো বর্তমানে সেটা ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়, আর মরগেজ দেওয়া থাকলে এক কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারে।

    উম্মে হাবীবা বর্ষা, (ফাউন্ডার এন্ড সিইও, আর ডি এইচ) তার বক্তব্য বলেন আর ডি এইচ এর যাত্রা শুরু ২০২০ সালে, এই শুরু থেকে এখন পর্যন্ত  আর ডি এইচ মেকওভার নিজেকে মেকওভার করে এখন একটি বিশ্বাস এবং আস্থার স্থানে পৌঁছিয়েছে, এই পুরোটা সময় ধরে যারা যারা পাশে ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেছেন। সার্টিফিকেট গ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আর ডি এইচ থেকে আপনাদের বিউটিফিকেশন যাত্রা শুরু, আমি চাই আপনারা এই সেক্টরে প্রত্যেকে সফল হন এবং সব সময় আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন।

    মিরপুর ৬ নম্বরে অবস্থিত আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন, এবং আর ডি এইচ একাডেমি অফ বিউটিফিকেশন অত্যান্ত সুনামের সাথে শুধুমাত্র মেয়েদের বিভিন্ন সার্ভিস সমুহ যেমন ফেসিয়াল, মেকওভার, রিবন্ডিং, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, হ্যান্ড কেয়ার, ফুট কেয়ার ইত্যাদি দিয়ে থাকে এবং পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বিভিন্ন বিউটিফিকেশন কোর্সের  ব্যবস্থা করে থাকে যেমন বেসিক বিউটিফিকেশন কোর্স, বেসিক টু এডভান্স বিউটিফিকেশন কোর্স ইত্যাদি।

  • বড়লেখায় ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত 

    বড়লেখায় ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত 

     

     

    হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার)‌ প্রতিনিধি।

     

     

    মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এক জরুরী সভা পৌর মার্কেটের ২য় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

     

    গতকাল ৪ঠা নভেম্বর রাত ৯টায় সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জুনাইদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাজারে চুরি প্রতিরোধে নৈশ প্রহরী বৃদ্ধি, রাত ১২টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

     

    সভায় সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে ট্রেড লাইসেন্সের সাথে নতুন করে দোকানের সাইনবোর্ড এর উপর আরোপিত টেক্স আদায় না করতে দাবির প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার আশ্বাস প্রদান করেন। সমিতির নেতৃবৃন্দ সাইনবোর্ড এর টেক্স বাতিলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় পৌর প্রশাসক সহ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    উক্ত সভায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শৈলেন্দ্র দেবনাথ, হারুনুর রশীদ, সিনিয়র সাংবাদিক এম.এম আতিকুর রহমান, মীর শামীমুর রহমান, প্রভাষক তারেক আহমদ, শামীম আহমদ, হাজী রুয়েল আহমদ, ফরিদ আহমদ, আব্দুল হক, আব্দুল হাসিব, মোহাম্মদ আবুল হোসাইন, দেলোয়ার হোসেন বাদশা, জাকারিয়া আহমদ প্রমুখ। সভায় সকল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দ্রুত নবায়ন করে পৌরসভার ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান নেতৃবৃন্দ।

  • বড়লেখায় জামায়াতের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বড়লেখায় জামায়াতের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

     

    হানিফ পারভেজ : প্রতিনিধি বড়লেখা(মৌলভীবাজার)

    মৌলভীবাজারের বড়লেখায় ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২ নভেম্বর) রাতে স্থানীয় ইয়েলো ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহত্তর গাজিটেকা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

    এতে বৃহত্তর গাজিটেকা গ্রামের প্রবীণ মুরব্বি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের শেরে বাংলা নগর থানা জামায়াতে ইসলামীর আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

    বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভার সভাপতি জুবায়ের আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা সরকারি কলেজের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হাসান, বৃহত্তর গাজিটেকা যুব সমাজের সভাপতি ও বড়লেখা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নাজমুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা শহর শাখা সভাপতি হুমায়ন কবির সাজু, বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ।

    এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক এমাদ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মামুন হুসাইন। ইসলামি সংগীত পরিবেশন করেছেন বড়লেখা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও দিশারী শিল্পীগোষ্ঠী সিলেট।

  • বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রবাসী 

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রবাসী 

     

    হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার)

     

    মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী যুবক মারা গেলেন। রোববার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেলে করে দুধ বিক্রয় করার জন্য পৌরশহরস্থ হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে বড়লেখা- বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের পাখিয়ালা চৌমুহনী এলাকায় রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কায় মারা যান এই প্রবাসী যুবক ।

     

    নিহত ব্যক্তি উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তরভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব উদ্দিনের ২য় ছেলে জিয়াবুর রহমান (৩৬)।

     

    প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে জিয়াবুর রহমান মোটরসাইকেল যোগে  বাড়ি হতে দুধ বিক্রয় করতে বাজারে যাওয়ার পথে  পৌরশহরের পাখিয়ালা চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।স্থানীয়রা প্রচন্ড রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জিয়াবুর রহমান দীর্ঘদিন থেকে প্রবাসে (কাতার) ছিলেন।গত ২ মাস পূর্বে তিনি ছুটি পেয়ে বাড়িতে আসেন।

     

    বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সকাল ১১ টায় দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে  ধাক্কায় প্রবাস থেকে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।