Blog

  • গলাচিপায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

    গলাচিপায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ‘ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন হয়। 
    সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, ওয়াকাথন এবং কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা। 

    অনুষ্ঠানে বক্তারা সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবির। 

    এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুফলভোগী ব্যক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

  • লালমনিরহাট জেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের নির্মাণ বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ।

    লালমনিরহাট জেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের নির্মাণ বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ।

    স্টাফ রিপোর্টার লালমনিরহাট: লমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণকালে বিজিবির বাধায় পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১ জানুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন সীমান্তে নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

     

    এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইল পিলারের কাছে আনুমানিক ৮০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে। এ সময় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি বাধা প্রদান করে।

    এ সময় বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্ত লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৬ ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় সীমান্ত পিলার ডিএএমপি ৮/৫১-এস থেকে আনুমানিক ৮০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন কাজ শুরু করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

    সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া নির্মাণে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হন। এরপর মালামাল সরিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা।

    এ বিষয়ে বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। উক্ত এলাকায় বিজিবি টহল দলের সার্বক্ষণিক অবস্থানসহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও আহ্বান করা হয়েছে। বলে আমাদেরকে জানান।

  • সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফ্রি ভর্তি কার্যক্রম শুরু

    সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফ্রি ভর্তি কার্যক্রম শুরু

    সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সিলেট বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের ফ্রি’তে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিকৃত দৃষ্টিহীন শিশুদেরকে বিনা মূল্যে থাকা খাওয়া সহ ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলাচল প্রশিক্ষণ, প্রাত্যহিক কার্যক্রম প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

    গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালিত হচ্ছে। নগরীর জল্লারপার রোডের পশ্চিম জিন্দাবাজাস্থ জিডিএফ কার্যালয়ে এই বিদ্যালয় অবস্থিত।

    এই বিদ্যালয়ের জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দানের লক্ষ্যে কেবলমাত্র সিলেট বিভাগের ৬ থেকে ৯ বছর বয়সের সম্পূর্ণ দৃষ্টিহীন বালক-বালিকাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবাসিক ও অনাবাসিক ভাবে ভর্তি হতে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারী ২০২৫ ইং তারিখের মধ্যে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে মোবাইল নাম্বার ০১৭১১-৪৮৫০৯০-এ যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। বিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা সীমিত। প্রাপ্ত আবেদন পত্র সমূহ যাচাই-বাছাই করে সাংগঠনিক ভাবে সুযোগ দানের ক্ষমতা অনুযায়ী জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টদের অবহিত করবেন।

    গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, দৃষ্টিহীন ছাত্রাবাসে সিলেট বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী বালক-বালিকাদের শিক্ষার ক্ষেত্রে সার্বিক অগ্রগতির ব্যাপারে দেশ-বিদেশের সকল শেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।

  • সিলেটে একটি কমলা নিলাম হলো; দুই লক্ষ টাকা

    সিলেটে একটি কমলা নিলাম হলো; দুই লক্ষ টাকা

    এডি পিনব (সিলেট):- অদ্য ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেটের পৌর উপজেলারইসলামিয়া মতিলা মাদরাসা (গোঘারগুল এলাকায়) একটি মাহফিল চলাকালে সন্ধ্যা বেলায় এক প্রবাসী আওলাদে রাসুল আছজাদ আল মাদানীকে (র) খাওয়ার জন্য কমলা দান করেন তিনি সে সময়ে ঐ কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। ওয়াজে থাকা নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কিনে নেন। বিষয়টি তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে পড়ে এবং সর্বোত্র ভাইরাল হয়ে যায় ঘটনাটি। এ নিয়ে সিলেটি গণমাধ্যম সহ সকল মিডিয়ায় ব্যপক শেয়ার হতে শুরু করেছে।

  • দেবহাটায় আব্দুল গফুর খাঁন প্রি-ক্যাডেট মাদ্রাসায় অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    দেবহাটায় আব্দুল গফুর খাঁন প্রি-ক্যাডেট মাদ্রাসায় অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    ডেস্ক রিপোর্টঃ দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় আব্দুল গফুর খাঁন প্রি-ক্যাডেট মাদ্রাসা ও এতিম খানা কমপ্লেক্সে অবিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর মাঘরী গ্রামের ঈদগাহ হাট সংলগ্ন মাদ্রাসা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মাদ্রাসার পরিচালক হাফেজ আল আমিন-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হযরত আলী। তিনি তার বক্তব্যে দ্বীনি শিক্ষা প্রদানের জন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার আহবান জানান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সখিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দক্ষিণ সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু মুসা, সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন ময়না।

    এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: তবিবুর রহমান, শিক্ষক সখিপুর ফাজিল মাদ্রাসা, দেবহাটা রিপোটার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, অবিভাবকবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মাঝে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটি অলাভজনক প্রতিষ্ঠান, এটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়।

  • মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

    মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

    স্টাফ রিপোর্টার,মোঃ আব্দুস সালাম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর (ছলিমগঞ্জ)-এ তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগম।

    আলোচক এবং অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সালাহ উদ্দিন, সেলিম আহমদ চৌধুরী সহযোগী অধ্যাপক সফাত আলী সিনিয়র মাদ্রাসা, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী, প্রধান শিক্ষক শংকর দেবনাথ, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রধান শিক্ষক আছমা বেগম, মোঃ আব্দুস সালাম সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা, এম এ ওয়াহিদ রুলু আহবায়ক কমলগঞ্জ প্রেসক্লাব, আহাদুজ্জামান আলম সদস্য সচিব কমলগঞ্জ প্রেসক্লাব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, মাওলানা আব্দুল বাসিত সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, মহিবুল চৌধুরী, ও জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, সমরেন্দু সেন গুপ্ত বুলবুল, আফিকুল ইসলাম হেলাল, পিন্টু ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বক্তারা তাদের বক্তব্যে মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণ করেন, তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বক্তারা প্রতিষ্ঠাতা পরিবারের উদ্যোগে বিদ্যালয়টি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হওয়ার প্রশংসা করেন এবং এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার এবং কলম বিতরণ করা হয়। সবশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • মিরপুরে জেলের জালে ধরা পড়া কুমিরকে পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্তকরণ

    মিরপুরে জেলের জালে ধরা পড়া কুমিরকে পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্তকরণ

    অনলাইন ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া কুমিরটিকে অবমুক্ত করেছে কুষ্টিয়া বন বিভাগ।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্ত করা হয়েছে।

    উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন এলাকায় পদ্মা নদী থেকে জেলে শরিফুল ইসলামের জালে ধরা পড়ে প্রায় ১০ ফুট লম্বা কুমিরটি।

    জেলে শরিফুল ইসলাম ও তার সহযোগীরা জানান, সকালে মাছ ধরার জন্যই পদ্মা নদীতে জাল ফেলেন। প্রথমে বড় কোনো মাছ আটকা পড়েছে ভাবলেও জাল কাছে আসার পর দেখতে পান জালে একটি কুমির আটকা পড়েছে।
    কুমির দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও পরে কৌশলে জাল টেনে নদীর পাড়ে এসে স্থানীয় লোকজনকে খবর দেয়। এরপরই সেখানে জড়ো হন উৎসুক জনগণ। জনগণের সহায়তায় কুমিরটি ধরে বেঁধে ফেলি।পরে বন বিভাগ কুমিরটি নিয়ে গেছে।

    বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়াস্থ বিভাগীয় বন-কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে কুমিরটিকে অবমুক্ত করা হয়েছে। কুমিরের বাসযোগ্য স্থান মিঠা পানি। সেখানে ছেড়ে দেয়া হয়েছে। নদী-তীরবর্তী মানুষদের সতর্কতা করার জন্য মাইকিংসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে।

  • গলাচিপায় সুদের মহাজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    গলাচিপায় সুদের মহাজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় সুদের মহাজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকসহ সাধারণ ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুর ১২টায় গলাচিপা প্রেস ক্লাবে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওষুধ ব্যবসায়ী সুশাÍন্ত কুমার দাসের বিরুদ্ধে ভুক্তভাগীরা এ সংবাদ সম্মেলন করেন।

    গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো: খোর্শেদ আলম লিখিত অভিযোগ পাঠ করে বলেন, গলাচিপায় শিক্ষকসহ সাধারণ ব্যবসায়ীদেরকে আদালতে চেক দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঔষুধ ব্যবসায়ী হিসেবে পরিচিত সুদের মহাজন প্রতারক সুশান্ত কুমার দাস। সময়মতো চড়া সুদের টাকা পরিশোধ করেও তার কাছ থেকে ভুক্তভোগীরা চেকের পাতা ও অন্যান্য কাগজ উদ্ধার করতে পারে নাই। বরং এ কাগজ ও চেক আটক রেখে ইচ্চামত অংক বসিয়ে বিভিন্ন আদালতে সুশান্ত মিথ্যা মামলা দিয়ে ভুক্তভোগীদেরকে মামলার জালে আটকে দেয়।ভুক্তভোগী আরও বলেন,কাগজ উদ্ধারের জন্য ৯৮ ধারায় মামলা করেও কাগজ উদ্ধার করা যায়নি।

    এ বিষয় অভিযুক্ত সুশাÍন্ত কুমার দাস বলেন, সম্প্রতি খোর্শেদসহ কয়েকজন গলাচিপা আর্মির কাছেও আমার বিরুদ্ধে অভিযােগ করেছেন। এর আগে ওরা আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কোর্টের কাছওে মামলা দিয়েছিল। এগুলো নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ##

  • ধান মাড়াইতে সিন্ডিকেট অন্য এলাকা থেকে মেশিন আনায় কৃষককে মারধর

    ধান মাড়াইতে সিন্ডিকেট অন্য এলাকা থেকে মেশিন আনায় কৃষককে মারধর

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ধান মাড়াইয়ের মেশিন মালিকদের সিন্ডিকেট গড়ে ওঠার কারণে কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই সিন্ডিকেটের কারণে প্রায়ই সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

    রোববার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃষক আলম প্যাদা (৫৫) অন্য এলাকা থেকে মাড়াই মেশিন ভাড়া করে আনায় মারধরের শিকার হন। হামলায় মাড়াই মেশিনের মালিক মো. জলিল ফকিরও (৩৫) আহত হন। গুরুতর অবস্থায় তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আলম প্যাদার গোলাভরা প্রায় ১০০ আটা ধান বৃষ্টির কারণে নষ্ট হওয়ার উপক্রম হয়। তিনি এলাকার মাড়াই মেশিন মালিকদের একজন দেলোয়ারের কাছে ধান মাড়াই করে দিতে বলেন। কিন্তু দেলোয়ার মেশিন নষ্টের কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। বাধ্য হয়ে আলম পাশের এলাকা থেকে মেশিন ভাড়া করেন এবং রোববার রাতে ধান মাড়াই শুরু করেন।

    এতে স্থানীয় মেশিন মালিক দেলোয়ার (৩৫), জাহাঙ্গীর (৩৫), আলমগীর (৩০), রাজ্জাক (৪০), রিপন (৩০) এবং আলতু খাঁ (৫৫) ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে আলম প্যাদার ওপর হামলা চালান। এসময় মাড়াই মেশিনের মালিক জলিল, কৃষক আলমের ছেলে ও মেয়ে মারধরের শিকার হন। মাড়াই মেশিনেও ভাংচুর চালানো হয়।

    আলম প্যাদার মেয়ে নুপুর বলেন, “ধান নষ্ট হওয়া থেকে বাঁচাতে পাশের এলাকা থেকে মেশিন আনতে হয়েছিল। এ কারণে বাবাকে মারধর করা হবে, তা ভাবতেও পারিনি। সিন্ডিকেটের কারণে কৃষকরা জিম্মি হয়ে পড়ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

    অভিযুক্তের মধ্যে একজন রিপন হাওলাদার বলেন, “স্থানীয় মেশিন ব্যবহার না করে অন্য এলাকার মেশিন আনায় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। তবে আমরা মীমাংসার চেষ্টা করছি।”

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন,”লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার জানিয়েছেন, ধান মাড়াইয়ের ক্ষেত্রে এক এলাকার মাড়াই মেশিন অন্য এলাকায় যেতে পারবে না—এমন কোনো নিয়ম নেই।

    স্থানীয় কৃষকরা এ ধরনের সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেন, এই ঘটনা যেন আর কখনও পুনরাবৃত্তি না ঘটে। সিন্ডিকেটের শৃঙ্খল ভেঙে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

  • বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদের রুশ আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন

    বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদের রুশ আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন

    ডেস্ক রিপোর্টঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ রাশিয়ার একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে জানা গেছে। মস্কোতে জীবনযাপনে অসন্তোষ প্রকাশ করে তিনি যুক্তরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আসমা আল-আসাদ রাশিয়ার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। সিরিয়ার গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং মস্কোতে বসবাসের কঠিন বাস্তবতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

    আসমা আল-আসাদ আদালতে অভিযোগ করেছেন যে, মস্কোতে তার বর্তমান জীবন তাকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করছে। তিনি যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে তার পরিবার এবং বন্ধুরা আছেন।

    আসমা আল-আসাদ সিরিয়ার ফার্স্ট লেডি এবং একজন প্রাক্তন বিনিয়োগ ব্যাংকার। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ব্রিটিশ নাগরিক। বাশার আল-আসাদের সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি সিরিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন

    এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন এটি সিরিয়ার অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন, আবার কেউ এটিকে ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেছেন।

    আসমা আল-আসাদের বিবাহবিচ্ছেদ আবেদন সিরিয়া এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন একটি অধ্যায় যুক্ত করতে পারে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাব এখন দেখার বিষয়।

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ রুশ আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। যুক্তরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন।