Blog

  • গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন

    গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ‘সমলয় পদ্ধতিতে’ ধান চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  বুধবার উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামে ব্লকে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে রবি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে শুরু হয়েছে হাইব্রিড ব্রী-ধান-৯২  ধানের সমলয় পদ্ধতিতে চাষাবাদ চারা রোপণের উদ্বোধন করা হয়।

    উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ পদ্ধতিতে ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, পরিচর্যার জন্য যন্ত্রপাতি ও ধান বপণ, রোপণ থেকে শুরু করে কাটাই মারাই ঝাড়া ও বস্তাবন্দি পর্যন্ত অত্যাধুনিক মেশিন সরবরাহ করা হবে। সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধান চাষে বীজ বপনে ২৫ দিন ও চারা রোপণে ১২০ দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারে।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার ১০ টায় প্রদর্শনী চারা রোপণের উদ্বোধন অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী  জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নজরুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক জেলা প্রশিক্ষণ অফিসার প্রশিক্ষণ অফিসার পটুয়াখালী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রেসক্লাব সভাপতি খালিদ হাসান মিল্টন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মোঃ সিদ্দিক হাওলাদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হালদার, গণধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামাত ইসলাম সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

  • কৃষক পরিবারের মেয়ে ফারজানা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন

    কৃষক পরিবারের মেয়ে ফারজানা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবারের মেয়ে ফারজানা আক্তার তামান্না। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় স্বপ্ন দেখেছিল বড় হয়ে ডাক্তার হবেন। সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম দিয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০২৩ সালে এইচএসসি পাস করে অংশ নেন মেডিকেল ভর্তি পরীক্ষায়। কিন্তু সেবার উত্তীর্ণ হয়েও কোন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়নি তামান্না। মানুষের কটুকথা ও হতাশাকে পেছনে ফেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ৪৭২৮ তম মেধাতালিকা নিয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দরিদ্র কৃষক পরিবারের মেয়ে তামান্না বাবা মায়ের মুখেও হাসি ফুটিয়েছেন। তার স্বপ্ন একদিন সুচিকিৎসক হয়ে গ্রামের অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করবেন।

    গত রোববার (১৯ জানুয়ারি) প্রকাশিত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর তার পরিবার ও আত্মীয় স্বজনরা খুশিতে আত্মহারা। ফারজানা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মো. আলাউদ্দিন এবং মিসেস সেলিনা বেগমের ছোট মেয়ে। বাবা একজন কৃষক এবং মা গৃহিণী। তার একজন বড় বোন রয়েছেন তিনি বিএ পাস করেছেন।

    শিক্ষাজীবনের শুরু ফারজানার হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। সেখান থেকে ২০১৫ সালে পিএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে জেএসসি ও ২০২১ সালে এসএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। এাবার নিজ উপজেলা ছেড়ে ভর্তি হন বরিশাল সরকারি মহিলা কলেজে। সেখানে ২০২৩ সালে এইচএসসি পাস করেন জিপিএ ৪.৯২ পেয়ে। পাস করার পর প্রথমবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ভর্তির সুযোগ না পেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এম.বি.বি.এস. ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণ করে টেস্ট স্কোর ৭৮ ও মেরিট স্কোর ১৭৪.২ নম্বর অর্জন করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষাজীবনে ধারাবাহিক মেধা এবং কঠোর পরিশ্রম তাকে এই অসামান্য সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তার গ্রামের আশেপাশের কোন গ্রামে মেডিকেল পড়া কোন শিক্ষার্থী নাই। ছোটবেলায় থেকে পড়াশোনার প্রতি ছিল মনোযোগী। তার মেধার কৃতিত্ব রেখেছেন সর্বত্র। দরিদ্র কৃষক বাবা মো. আলাউদ্দিন কষ্ট করে টাকা লোন করে, জমিজমা বিক্রি করে মেয়ের পড়াশোনা করিয়েছেন। সবসময় তার ইচ্ছে ছিল শত কষ্টের মধ্যে মেয়েদের পড়াশোনা চালিয়ে নিবেন। তাই আজ লোনের টাকা পরিষদের জন্য ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিতে হয়েছে তাকে। তবুও মেয়ের এমন সাফল্য খুশি তিনি। তার কষ্ট ও শ্রম আজ সার্থক বলে মনে করছেন। তবে ভর্তি ও পরবর্তী পড়াশোনা চালিয়ে নিতে দুশ্চিন্তাও রয়েছে তার।

    ফারজানার বাবা মো. আলাউদ্দিন বলেন, আমার মেয়ে আজ আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমরা গর্বিত এবং আশা করি সে একদিন দেশের একজন সেরা চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। আমার এতদিনের পরিশ্রম আজ সার্থক। আমার আবাদি জমি মেয়েদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে বিক্রি করতে হয়েছে। এখন বিক্রি করার মত কোন জমি নেই। তাছাড়া আমি এখন ধার দেনা ও ঋণে জর্জরিত। সামনে মেয়ের ভর্তি ও পড়াশুনার খরচ চালিয়ে নিতে এবং মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা প্রয়োজন।

    ফারজানা তার সাফল্যের জন্য বাবা-মা,শিক্ষকদের এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, গতবার ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে যখন চান্স পায়নি তখন হতাশায় ভেঙে পড়ি। মানুষের বিভিন্ন কটুকথা শুনতে হয়েছে আমাকে ও আমার পরিবারের সবাইকে। আমার বাবা মা সবসময় কষ্ট করে আমার পড়াশোনা করিয়েছেন। আমার পড়াশোনা চালিয়ে নিতে জমিজমা বিক্রি করতে হয়েছে। কোচিং করেও যখন প্রথমবার চান্স হয়নি এই ব্যর্থতা আমাকে খুব কষ্ট দিয়েছে। পরে বরিশালের আমার কলেজের এক সিনিয়র বড় বোন তামান্না বেগম ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তার কাছে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা পাই। তার দেয়া দিকনির্দেশনা ও পরামর্শ অনুযায়ী কোচিং ছাড়াই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় আবার অংশগ্রহণ করি। পরীক্ষার পরপরই মনে হয়েছে আমি চান্স পাবো। ফলাফল দেখার পর আমি খুশিতে কান্না করে দিয়েছি।

    ফারজানা আরও বলেন, আমার গ্রামের আশেপাশের কোন গ্রামে মেডিকেল পড়া শিক্ষার্থী নাই। তাই আমি চাই একজন সুচিকিৎসক হয়ে গ্রামে ফিরে আসবো। আমার গ্রামের মানুষের চিকিৎসা নিশ্চিত করবো। এখানকার দরিদ্র মানুষেরা চিকিৎসার জন্য খুবই কষ্ট করে। আমি আমার স্বপ্ন পূরণে তাই পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাধান্য তালিকা রেখেছিলাম।

    তিনি আরোও বলেন, দরিদ্র পরিবারের সন্তান হয়ে পড়াশোনা চালিয়ে নিতে অনেক কষ্ট করতে হয়েছে। এ বছর অর্থাভাবে কোচিং করতে পারি নাই। কলেজের সিনিয়র বোন তামান্নার পরামর্শ ও অনলাইনে বিভিন্ন গাইডলাইন ফলো করে পড়াশোনা করেছি। সকল কিছুতে আমার শিক্ষকরা সহযোগিতা করেছেন। তাছাড়া উপবৃত্তির টাকা দিয়ে আমার পড়াশোনা চালিয়ে নিয়েছি। আমি আমার শিক্ষক, বোন ও পরিবারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    এদিকে তার সাফল্যে এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে এবং সবাই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেছেন। স্থানীয়রা মনে করেন, ফারজানার এই অসাধারণ সাফল্য প্রমাণ করে, কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব।

    গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, ফারজানা আমাদের বিদ্যালয়ের গর্ব। তার ধারাবাহিক মেধা এবং কঠোর পরিশ্রম সকল শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা।

  • কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে!

    কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে!

    রুবেল বখস পাভেল। কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান এলাকা থেকে একটি সংঘবদ্ধ চক্র রাতদিন ২৪ ঘন্টা মাটি পাচার করতো। বুধবার (২২ জানুয়ারি) সকালে সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল আলম অভিযান চালিয়ে মাটি ভর্তি ৩টি ট্রাক আটক করেন। এসময় এসিল্যান্ডকে দেখে আরও ৩টি মাটি বোঝাই ট্র্রাক পালিয়ে যায়।
    কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে!
    জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর ও দিলদারপুর গ্রামের লোকজন জানান, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যসহ একটি প্রভাবশালী চক্র বেশ কিছুদিন থেকে দিলদারপুর চা-বাগানের পাথরটিলা এলাকা থেকে মাটি বিক্রি করে আসছে। রাতদিন ৮-১০টি ট্রাক মাটি টানে। দিনের বেলায় ধুলোবালির কারণে মানুষ এলাকায় টিকা মুশকিল হয়ে পড়ে। আর সারা রাত মাটি টানার কারণে গাড়ীর শব্দে মানুষের ঘুম হারাম। এসব মাটি ভুয়াই এলাকার শাপলা ব্রিক ফিল্ডে বিক্রি করা হয়।

    কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে!
    কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে!
    কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে!
    অবিরত মাটি টানার কারণে দিলদারপুর হতে আছুরিঘাট প্রায় ৪ কিলোমিটার এলজিইডির পাকা রাস্তা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। তাছাড়া সড়ক ও জনপদের দেড় কিলোমিটার রাস্তাও ক্ষতিগ্রস্থ হয়েছে। রাস্তায় মাটি পড়ে সড়ক বিনষ্ট হচ্ছে। তাছাড়া একপশলা বৃষ্টি হলেই রাস্তা যান চলাচলের অনুপযোগি হয়ে পড়বে।

    মিটুপুর গ্রামবাসী জানান, বিষয়টি তারা একাধিকবার সহকারি কমিশনার (ভুমি)কে জানিয়েছেন। একাধিক মারফতে খবর পেয়ে তিনি বুধবার অভিযান চালানোয় কিছুটা হলেও রাস্তা বক্ষা পাবে। স্থানীয় লোকজন সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করেন। এতে কয়েকটি গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেন।

    গ্রামবাসী জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যর মাটির কাটার (এসকেভেটর) যন্ত্র ও নিজস্ব ট্রাক রয়েছে। ফলে কেউ সাহস করে এসব অপকর্মের প্রতিবাদ করে না। বাগান এলাকা থেকে মাটি কাটার ফলে এলাকার পরিবেশও হুমকির মুখে। মাটি কাটার ফলে জমির শ্রেণিও পরিবর্তণ হয়। যা আইনত দন্ডনীয় অপরাধ হলেও শুধু জয়চন্ডী ইউনিয়নে নয় গোটা উপজেলা মাটি বিক্রি ও পাচারকারী চক্র সক্রিয় রয়েছে।

    এ বিষয়ে জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য মোবাইল ফোনে জানান, তিনি ব্যক্তিগত জমিতে ফিসারী করার জন্য খননযন্ত্র দিয়ে মাটি তুলছিলেন। তবে তিনি কোন মাটি বিক্রি করছেননা বলে দাবী করেন।

    কুলাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন জানান, এলাকার লোকজন বিষয়টি তাকে একাধিকবার জানানোর পর তিনি অভিযান চালান। অভিযানকালে মাটি ভর্তি ৩টি ট্রাক আটক করতে সক্ষম হলেও আরও ৩টি মাটি ভর্তি ট্রাক পালিয়ে যায়। ট্রাকগুলো আটক আছে। মালিক পেলে জরিমানা করা হবে।

  • জমিসংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত

    জমিসংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত

    মোঃ ছালা উদ্দিন বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল গফুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আতাসন গ্রামের সাবেক মেম্বার মরহুম আহমদ আলীর বড় ছেলে

    শনিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এই সংঘর্ষ হয়। নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। দেড় মাস আগে দেশে এসেছেন, কিছু দিন পর ছুটি শেষে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল।

    স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। একই জেরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আব্দুল গফুর মারাত্মক আহত হন। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

    এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • পুর্ব গৌরীপুর লতিফিয়া সমাজসেবা পরিষদের উদ্যোগে তমে কুরআন ও খানেকা মাহফিল সম্পন্ন

    পুর্ব গৌরীপুর লতিফিয়া সমাজসেবা পরিষদের উদ্যোগে তমে কুরআন ও খানেকা মাহফিল সম্পন্ন

    মোঃ ছালা উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ অদ্য ১১ জানুয়ারি শনিবার বাদ মাগরিব মুসলিমাবাদ বায়তুল মামুর জামে মসজিদে পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বদরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা ও খানেকা পরিচালনা করেন মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদোয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বাজার সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদি, মোকাম বাজার সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, মুসলিমাবাদ হাফিজিয়া আলিম মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ ফাতির আহমদ, সহকারী শিক্ষক হাফিজ মির্জা কমর উদ্দিন, বালাগঞ্জ তাহফিযুল কোরআন একাডেমির শিক্ষক হাফিজ নাজমুল ইসলাম শিহাব

    এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদুর রহমান, প্রচার সম্পাদক মো. ছালা উদ্দিন, সহ প্রচার সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শেখ শাহজাহান, অফিস সম্পাদক ক্বারী মো. গোলাম মস্তফা, সহ অফিস সম্পাদক হাফিজ শেখ জয়নুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আবু সালেহ হোসাইন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ জুবেল আহমদ।

    আরো উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ারসহ এলাকার সর্বস্তরের মুসল্লীগণ।

  • “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠান সম্পন্ন।

    “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠান সম্পন্ন।

    অদ্য ০৯-০১-২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ০৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়৷

    অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ ছালা উদ্দিন এর পরিচালনায় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাম মুজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সুরমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক জনাব নিজাম উদ্দিন।

    এছাড়া উপস্থিত ছিলেন জমসেদ আলী, গ্রাম পুলিশ সদস্য মহেশ বিশ্বাস, মঈন উদ্দিন, সন্তোষ দাস, রসেন্দ্র দাস, রিংকু বিশ্বাস, রনজিৎ বিশ্বাস, মন্টু বিশ্বাস, গৌরাঙ্গ বিশ্বাস সহ পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্র ছাত্রী বৃন্দ।

  • শিক্ষানুরাগী মো. বজলুর রহমান স্মৃতি সম্মাননা পদক-২০২৫” পেলেন গুণী শিক্ষক মরহুম জৈন উদ্দিন

    শিক্ষানুরাগী মো. বজলুর রহমান স্মৃতি সম্মাননা পদক-২০২৫” পেলেন গুণী শিক্ষক মরহুম জৈন উদ্দিন

    স্টাফ রিপোর্টার: ৫/০১/২০২৫ ইং, রোজ রবিবার বাদ মাগরিব মো. বজলুর রহমান ফাউন্ডেশন কর্তৃক “শিক্ষানুরাগী মো. বজলুর রহমান দরিদ্র মেধাবৃত্তি ও স্মৃতি সম্মাননা পদক-২০২৫ বিষয়ক করণীয় নির্ধারণ করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন হয়।।

    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকলের পরামর্শক্রমে ও ফাউন্ডেশনের সিদ্ধান্ত মোতাবেক – স্থানীয় শিক্ষায় অবদানের জন্য – কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত সিনিয়র শিক্ষক (অবসরপ্রাপ্ত) জনাব জইন উদ্দিন চৌধুরী কে মনোনীত করা হয়।

    উল্লেখিত স্মৃতি সম্মাননা পদকে যা থাকবে: একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা মূল্য বাবদ দশ হাজার টাকার চেক, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কবি খালিদ সাইফুল্লাহ রহমান বলেন, ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পদক কার্যক্রম সম্পন্ন করা হবে। এবং পুরো প্রক্রিয়াটি পরামর্শক প্যানেল কর্তৃক পরিচালিত হয়েছে।এছাড়াও তিনি জানান, প্রতি দু’বছর অন্তর স্থানীয় শিক্ষায় অবদানের জন্য একজনকে এই পদক প্রদান করবে মো. বজলুর রহমান ফাউন্ডেশন, কেরামতনগর, কমলগঞ্জ।

    এছাড়া আরও জানা যায়, সফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসা, কমলগঞ্জ দাখিল মাদরাসা, মকবুল আলী উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ আইডিয়েল কেজি এন্ড হাই স্কুল এর ৬ষ্ঠ শ্রেণীর ১৭ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ‘শিক্ষানুরাগী মো. বজলুর রহমান দরিদ্র মেধাবৃত্তি-২০২৫’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

    শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে স্মৃতি সম্মাননা পদক, সার্টিফিকেট ও পদক মূল্যবাবদ দশ হাজার টাকার চেক প্রদান করা হবে।

    উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন। সেক্রেটারি শামসুর রাজা চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন জনাব কাওসার শোকরানা (মাধ্যমিক শিক্ষা অফিসার), অধ্যক্ষ মাসুক মিয়া (অধ্যক্ষ, কমলগঞ্জ আইডিয়েল কেজি এন্ড হাই স্কুল, সালমান আলী (প্রধান শিক্ষক, মকবুল আলী উচ্চ বিদ্যালয়, সৈয়দ হাবিব উল্লাহ্ হাবীব (এজিপি, মৌলভীবাজার জজ কোর্ট) জনাব বাহার আলী (সিনিয়র শিক্ষক, সফাত আলী মাদরাসা, সোলেমান হোসেন (প্রধান শিক্ষক, কমলগঞ্জ দাখিল মাদরাসা)।

  • বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ ২০২৫-২০২৭ সেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

    বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ ২০২৫-২০২৭ সেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

    মোঃ ছালা উদ্দিন, বালাগঞ্জ প্রতিনিধি: ০৪জানুয়ারী শনিবার তাহফিযুল কুরআন একাডেমী বালাগঞ্জ হল রুমে উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী মাও: লুৎফুর রহমান সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিমের পরিচালনায়
    অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ প্রচার সম্পাদক শেখ মুহা.বদরুল আলম।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আল ইসলাহ সহ সভাপতি অধ্যক্ষ মাও:শেহাব উদ্দিন আলিপুরি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল আলম।

    বক্তব্য রাখেন আল ইসলাহ উপজেলার সাবেক সভাপতি মাও:কুহিনূর উদ্দিন চৌধুরী,লতিফিয়া কারী সোসাইটির সাধারন সম্পাদক হাফিজ তৌরিছ আলী,তালামিযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সহ-সাধারন সম্পাদক হাফিজ নাজমুল ইসলাম শিহাব,
    উপস্থিত ছিলেন,উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি,মাও:কাজী মনজুর হোসেন মীরপুরী, সহ-সভাপতি,মাও:গিয়াস উদ্দিন তালুকদার, সহ-সাধারন সম্পাদক,মাও:শেখ আব্দুল করিম (মেম্বার),সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল কালাম,উপজেলা তালামিযের সভাপতি মারুফ তালুকদার মিজু,সহ-সাংগঠনিক সম্পাদক মাও:শাহ মুজাহিদ আলী,সহ-প্রচার সম্পাদক ময়নুল ইসলাম রিপন,প্রশিক্ষন সম্পাদক হাফিজ জহি উদ্দিন চৌধুরী,সহ-প্রশিক্ষন সম্পাদক কারী সাবুল আহমদ,অর্থ সম্পাদক শরিফ আহমদ জায়েদ,সমাজ কল্যান সম্পাদক কারী রওশন আহমদ বেগ,অফিস সম্পাদক নুরুল ইসলাম দলা মিয়া,সদস্য মাও:সুমন আহমদ নিজামী,মাও:মনজুর হোসেন
    হাফিজ রুহেল আহমদ,প্রমুখ।

  • পটুয়াখালীর ইউপি চেয়ারম্যান উদ্ধার, অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

    পটুয়াখালীর ইউপি চেয়ারম্যান উদ্ধার, অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

    কামরুল হাসান তামিম, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মৌকরন ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণের ৩৪ ঘণ্টা পর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল। অপহরণের ঘটনায় ডিবি-মিরপুর বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।

    পটুয়াখালীর ইউপি চেয়ারম্যান উদ্ধার, অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
    পটুয়াখালীর ইউপি চেয়ারম্যান উদ্ধার, অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

    ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন সেলিম। ভোরে কেরানীগঞ্জের ইকরিয়া এলাকায় বাস থামানোর পর ১৪-১৫ জন সশস্ত্র ব্যক্তি বাসে উঠে তাকে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা তার স্ত্রীর কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

    অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযানে নামে ডিবি পুলিশ। ২ জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জের একটি তালাবদ্ধ ঘরের বাথরুম থেকে আহত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামিরা:

    ১. মোহাম্মদ ফরহাদ (৩৪)
    ২. তৌফিক রাহাত (২০)
    ৩. রিপন মাহমুদ নয়ন (২৭)
    ৪. মো. আমির হোসেন (৬৫)
    ৫. মোহাম্মদ দিদার (২৫)

    আসামিদের জবানবন্দি: গ্রেফতারকৃতদের মধ্যে ফরহাদ জানিয়েছে, পান্নু শেখের নেতৃত্বে ১৫-২০ জন ব্যক্তি এই অপহরণে জড়িত ছিল। ভিকটিমকে হাসনাবাদের একটি ভবনে আটকে রাখা হয়েছিল। মুক্তিপণ আদায়ের জন্য বিভিন্ন বিকাশ নম্বরে এক লাখ টাকা নেওয়া হয়।

    উদ্ধারের সময় সেলিম চেয়ারম্যান গুরুতর আহত ছিলেন। তার পরিবার জানিয়েছে, তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেডকোয়ার্টারে আছেন এবং চিকিৎসাধীন।

    এ ঘটনায় পটুয়াখালী এবং কেরানীগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে তাকে উদ্ধার করা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

  • গলাচিপায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের  দ্বি-বার্ষিক সম্মেলন

    গলাচিপায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

    মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি: ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই স্লোগানকে সামনে রেখে গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    গলাচিপায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের
 দ্বি-বার্ষিক সম্মেলন

    শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলম প্যাদা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মো. শাহ আলম, জেলা উপদেষ্টা অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আ. রাজ্জাক, পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান খান, গলাচিপা উপজেলা আমীর ডা. মাওলানা মো. জাকির হোসেন এবং জেলা সাধারণ সম্পাদক আল মামুন।
    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোকছেদুল ইসলাম রুপম, বেল্লাল বিন সুলতান, শহিদুল ইসলাম শান্ত এবং সানাউল্লাহ শামীম।
    সম্মেলন শেষে দুপুরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন স্থানীয়, জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। র‍্যালিতে অংশ নেন গলাচিপা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী ও নেতাকর্মীরা।