Blog

  • দৈনিক জালালাবাদ’র বিশেষ সম্মাননা পেলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী

    দৈনিক জালালাবাদ’র বিশেষ সম্মাননা পেলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী

     

    জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
    সিলেটের সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় পত্রিকা দৈনিক জালালাবাদ-এর প্রতিনিধি সম্মেলনে বিশেষ সম্মাননা পেয়েছেন জালালাবাদের প্রতিনিধি ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। শুক্রবার (৭ মার্চ) বিকেলে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে শাকিল রশীদ চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
    পত্রিকার সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটেন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সেক্রেটারী ইমদাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ,দৈনিক জালালাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরল ইসলাম বাবুল।

  • কুলাউড়ায় নব মুসলিম পরিবার’কে রিকশা ক্রয়ের জন্য নগদ অর্ধ লক্ষ টাকা  প্রদান

    কুলাউড়ায় নব মুসলিম পরিবার’কে রিকশা ক্রয়ের জন্য নগদ অর্ধ লক্ষ টাকা প্রদান

     

    জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল।

    মৌলভীবাজারের কুলাউড়ায রিকশা ক্রয়ের জন্য, নব মুসলিম আব্দুল্লাহ ও আমেনা ওমরের পরিবার’কে অর্ধ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।রোজ-বৃহস্পতিবার (৬ মার্চ) কুলাউড়া থানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা জুড়ী ও কুলাউড়া (সার্কেলে’র)অতিরিক্ত পুলিশ সুপার  কামরুল হাসান, কুলাউড়া থানা’র অফিসার ইনচার্জ গোলাম আফসার, সঞ্চালন ায় কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মোক্তাদির হোসেন, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, দেশের কন্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, এনটিভি প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, দেশপত্র প্রতিনিধি সাম সুদ্দিন বাবু, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখস পাভেল, সংবাদ কর্মী রানা প্রমুখ। নব মুসলিম আবদুল্লাহ ও আমেনার হাতে নগদ ৫১০০০ হাজার টাকা তুলে দেওয়া হয় রিকশা ক্রয়ের জন্য,এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন জাতির বিবেক হচ্ছে সাংবাদিক ভাইয়েরা, তারা চাইলে যেকোনো কাজ সহজে করতে পারে, নব মুসলিম পরিবারের জীবিকা নির্বাহের জন্য রিকশা ক্রয়ের জন্য ৫১ হাজার টাকা সংগ্রহ করে দিয়ে দৃষ্টান্ত তৈরি করল, কুলাউড়ার এক চাক মেধাব ও সাহসী সাংবাদিক ভাইয়েরা তারা শুধু তাদের লেখনীর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করছে, তাদের এই কাজে আমি ও আমার পুলিশ প্রশাসন সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আপনাদের যেকোনো ভালো কাজে আমাদের’কেপাশে পাবেন ইনশাআল্লাহ।

  • কুলাউড়ার মনু নদীতে ভেসে উঠল নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

    কুলাউড়ার মনু নদীতে ভেসে উঠল নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

     

     

    জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর উজান থেকে ভেসে আসা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৩ মার্চ) বিকেলে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানিয়েছে, লাশটি মিয়ানমারের নাগরিকের।

    স্থানীয়রা জানায়, লাশের পচন ধরায় চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। চুল লম্বা থাকায় পরিচয় হচ্ছে লাশটি একজন নারীর। পরনে কামিজ ও গায়ে জিন্সের শার্ট পরিহিত ছিল।

    কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছার বলেন, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    তিনি বলেন, লাশের সাথে একটি মোবাইল ফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

  • কুলাউড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন

    কুলাউড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন

     

     

    কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

     

    ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ’ এই ¯স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় ২ মার্চ পালিত হয়েছে ৭ম জাতীয় ভোটার দিবস।

    রোববার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগ এক র‌্যালি পৌর শহর প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন অফিসার মোঃ আবুল বাশারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃজসিম উদ্দিন , প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া,

    উপজেলা  পরিবার পরিকল্পনা  সহকারী কর্মকর্তা নুসরাত জাহান,

    হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: আব্দুল হাই , সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা তথ্য আপা তাসফিয়া রহমান।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের সম্পাদক মো: ফয়জুর রহমান চৌধুরী, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, আশরাফুল ইসলাম জুয়েল, উপজেলা নির্বাচন অফিস সহকারী মাসুক আহমদ।

  • কুলাউড়ার কর্মধায় হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান 

    কুলাউড়ার কর্মধায় হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান 

     

     

    ভ্রাম্যমাণ প্রতিনিধি

    মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিবন্ধী-অসহায় মানুষদের মাঝে হুইলচেয়ার ও রমজানের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতায় শনিবার (১ মার্চ) উপজেলার কর্মধা ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়।

     

    প্রবীণ শিক্ষক মো. আব্দুল খালিকের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আব্দুল ওয়াদুদ সুহাইলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির মৌলভীবাজার জেলা আমির ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলী।

     

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা আমির, সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জামায়াতে ইসলামীর শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, সহকারী অধ্যাপক মো: আব্দুল আজিজ, কর্মধা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ আবু সুফিয়ান, পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি তাওহীদুর রহমান সিদ্দিকী, কাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আহমদ আল রিপার প্রমুখ।

     

    প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির মো: সায়েদ আলী জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মজিদ লাল মিয়া এবং তাঁর সহধর্মিণী রাবেয়া তাহেরা মজিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে উত্তম প্রতিদানের জন্য দোয়া করেন।

     

    সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মধা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬০ জন হতদরিদ্র প্রতিবন্ধী মানুষকে ৬০ টি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় এলাকার অসহায় দরিদ্র ৬০ টি পরিবারের হাতে রমজানের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। #

  • গলাচিপায় ইউএনও’র অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

    গলাচিপায় ইউএনও’র অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

    পটুয়াখালী জেল প্রতিনিধি: গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গলাচিপা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইউএনও মিজানুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলেন। তারা দাবি করেন, ইউএনও আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের উপস্থিতি বিভিন্ন কর্মসূচিতে নিশ্চিত করছেন। এছাড়া, তার নেতৃত্বে সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগও উত্থাপন করেন তারা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী উম্মে হাবিবা ওয়াফা, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান অহনা, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান সিয়াম এবং বরিশাল মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম মুন্না।

    শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারুণ্যের উৎসবে নিষিদ্ধ ছাত্র সংগঠনের উপস্থিতি নিশ্চিত করেছেন ইউএনও। এছাড়া, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনসহ তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন তিনি। প্রাক্তন ইউএনও যে ফান্ড রেখে গেছেন, তা তিনি আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

    গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান অহনা বলেন, “বর্তমান ইউএনও ফ্যাসিবাদীদের দোসর। রাঙ্গাবালী উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন। জুলাই আন্দোলনের সময় তিনি সরাসরি ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এছাড়া, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।”

    গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান সিয়াম বলেন, “তিনি স্বৈরাচারী শক্তির সহযোগী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে এখনো মিটিং করেন।”

    বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও মিজানুর রহমানের অপসারণের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “তাদের কোনো দাবি-দাওয়া আছে, তা আগে কখনো আমাকে জানানো হয়নি। তবে আমি সবসময় সবার দাবি অনুযায়ী স্বাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি।” তিনি, “আওয়ামী লীগ ও ছাত্রলীগ পুনর্বাসনের অভিযোগের বিষয় বলেন, “এরকম কোন বিষয় নাই।”

  • পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের ছাতা বিতরণ সম্পন্ন।

    পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের ছাতা বিতরণ সম্পন্ন।

    অদ্য ২৫-০২-২০২৫ ইং বিকাল ৩ ঘটিকায় পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল ২০২৪-২০২৫ অর্থ বছরের বরাদ্দ কৃত প্রকল্প দ্বারা ইউনিয়নের প্রায় ২০ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানে অসহায়, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান সাহেবের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখ আব্দুল করিম ও উদ্যোক্তা ছালা উদ্দিন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুজিত কুমার চন্দ স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত প্রশাসনিক কর্মকর্তা জনাব রেজুওয়ান আহমদ রাসেল, ইউপি সদস্য জনাব খলিলুর রহমান খলকু, মির্জা আবু নাসের মোহাম্মদ রাহেল, সোহেল আহমদ, হাবিবুর রহমান, সাবুল আহমদ, ইউপি মহিলা সদস্যা ছালেমা বেগম, অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ সদস্য বৃন্দ ও উপকারভোগী ছাত্র-ছাত্রী প্রমূখ।

  • পাটখড়ির গুদামে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীর অর্ধকোটি টাকার ক্ষতি

    পাটখড়ির গুদামে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীর অর্ধকোটি টাকার ক্ষতি

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় একটি পাটখড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী কুদ্দুস হাওলাদারের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আটখালী বাজার সংলগ্ন ওই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গলাচিপা ও দশমিনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল।

    এ ঘটনায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে একযোগে কাজ করছে গলাচিপা থানা পুলিশ, স্থানীয় বাসিন্দারা এবং গ্রাম পুলিশ।

    জানা গেছে, আটখালী গ্রামের পাটখড়ি ব্যবসায়ী কুদ্দুস হাওলাদার (৪৫) দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছেন। গুদামের সঙ্গে তার বসবাসের ঘরও রয়েছে। পুরো বিল্ডিং ছিল পাটখড়িতে ভর্তি। শনিবার সকালে তার স্ত্রী খাদিজা বেগম (৩৫) ও ছেলে নাহিদ ইসলাম (৭) ঘরে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশী সুরাইয়া বেগম (২৫) গুদামে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে বাবা সেলিম হাওলাদার (৫০) ছুটে এসে গুদামে আগুন দেখতে পান। পরে গুদামঘরে কুদ্দুস হাওলাদারের চিৎকার শুনে তিনি দ্রুত গেইটের তালা ভেঙে তাদের উদ্ধার করেন। ততক্ষণে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

    দশমিনা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার কামরুল ইসলাম জাকির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহায়তা করেছে।

    ব্যবসায়ী কুদ্দুস হাওলাদার বলেন, “সকালবেলা পাটখড়ি বিক্রি করে গেইট তালা মেরে ভেতরে বসে ভাত খাচ্ছিলাম। হঠাৎ পাটখড়ি পোড়ার শব্দ শুনে চিৎকার করি। এরপর প্রতিবেশী সেলিম হাওলাদার শাবল দিয়ে তালা ভেঙে আমাকে, আমার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করেন। কিন্তু আগুনের ভয়াবহতায় পুরো গুদামঘরে ছড়িয়ে পড়ে।” তিনি আরও বলেন, “আগুনে ৪৮ লক্ষ টাকার ৮ বোর্ড পাটখড়ি ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। আমার ধারণা, বিদ্যুৎ লাইন থেকে এই আগুন লেগেছে।”

    গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব নয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা সম্মিলিতভাবে কাজ করছে।

  • পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাতফেরীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ব্যানার, বিএনপির বিক্ষোভ

    পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাতফেরীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ব্যানার, বিএনপির বিক্ষোভ

    পটুয়াখালী জেল প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয় এর অপসারণ ও বিচার দাবি করেন। এর আগে, সকাল ৮টায় আয়োজিত প্রভাতফেরিতে শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। র‍্যালির সামনের সারিতে শিক্ষার্থীদের হাতে ওই ব্যানার দেখা যায়। যেখানে প্রধান শিক্ষক নিহার রঞ্জনের উপস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। পরে ব্যনারটি শহীদ মিনারের পাশে টানিয়ে রাখা হয়।

    বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মৃধা, আবুল কালাম ও মাসুম বিল্লাহ অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয় ইচ্ছাকৃতভাবে ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ও ছবি ব্যবহার করেছেন। তারা বলেন, “এটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবি জানাচ্ছি।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয় বলেন, এ বছর স্কুলের পক্ষ থেকে ব্যানার তৈরি করা হয়নি। ওই ব্যানারটি গতবছরের, স্কুল শিক্ষার্থীরা কোথায় পেয়েছে আমি জানি না।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, “এ ধরনের রাজনৈতিক বার্তা থাকা উচিত নয়। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

  • কুলাউড়া সরকারি কলেজের প্রয়াত অধ‍্যক্ষ আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    কুলাউড়া সরকারি কলেজের প্রয়াত অধ‍্যক্ষ আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

     

    রুবেল বখস পাভেল: জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

     

    মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মো. আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালামের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান শামীম আহমদ,

    রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান সাহেদা খাতুন, অর্থনীতি বিভাগীয় প্রধান জমসেদ খান, প্রভাষক বদরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভুইয়া খোকন, সাংবাদিক মহি উদ্দিন রিপন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আদনান চৌধুরী, মরহুমের ছেলে আবির হান্নান।

    শেখ বদরুল ইসলাম রানা, কলেজ ছাত্রদল নেতা সাইদুর রহমান নিশান, রিয়াদ ইসলাম ইমন, সিয়াম আহমদ।

    এ ছাড়াও প্রভাষক সিপার আহমদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন কুলাউড়া গ্রাম মসজিদ-এর ইমাম হাফেজ আনোয়ার হোসেন।