Category: Uncategorized

  • শ্রীমঙ্গলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সদস্য নিহত

    শ্রীমঙ্গলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সদস্য নিহত

    নিউজ ডেস্ক (এডি পিনব):

    শ্রীমঙ্গল থানার সিন্দুরখাঁন ইউনিয়নে বেলতলী গ্রামে ট্রান্সমিটার এর জরুরী কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন পল্লী বিদ্যুৎ সদস্য। নিহতের নাম রেজওয়ান (২৯) ঘটনাটি ১২ অক্টোবর দুপুর ২ টায় ঘটে বলে জানা যায়, অন্যদিকে উনাড সহযোগী মোস্তাফিজ রহমান গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তী আছেন এবং অবস্থা ভাল নয় বলে জানা গেছে।

    এরকম ঘটনায় স্থানীয় এলাকাবাসী খুবি দূঃখ প্রকাশ করেছেন।
    ঘটনাটির বিস্তারিত পরে জানিয়ে দেয়া হবে।

  • চট্টগ্রামের পূজামণ্ডপে ইসলামী সংগীত বিতর্কিত, গ্রেপ্তার আরো এক

    চট্টগ্রামের পূজামণ্ডপে ইসলামী সংগীত বিতর্কিত, গ্রেপ্তার আরো এক

    চট্টগ্রাম নগরে বৃহস্পতিবার ১০ অক্টোবর পূজা মন্ডপে গিয়ে ইসলামিক গান পরিবেশন করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পর গত রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এবং এ ঘটনায় মন্ডপের যুগ্ম সম্পাদক সজল দত্তকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।

    জানা যায়, ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপে। পূজা কমিটির অনুমতি নিয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য মঞ্চে বাদ্যযন্ত্র ছাড়া দুটি গান পরিবেশন করেন। যা পরে বিতর্কের জন্ম দেয়।

    এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অনুষ্ঠানের ভিডিও যাচাই করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের ফেসবুক পেজে জানিয়েছে, পূজামণ্ডপে গানের ভিডিওটি আসল, এডিটেড নয়।

    কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই দুটি গানের মধ্যে একটি গান ছিল গ্রামের নও জুয়ান হিন্দু-মুসলমান’ অপরটি হচ্ছে ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এর কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। ছড়িয়ে পড়া তিন মিনিটের একটি ভিডিওটিতে দেখা যায়, মণ্ডপের অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করছেন ছয়জন তরুণ।

    পূজা উদযাপন পরিষদ সূত্র বলছে, সন্ধ্যায় মঞ্চে নাচের অনুষ্ঠান হচ্ছিল। এ সময় কয়েকজন তরুণ সেখানে উপস্থিত হয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করবেন বলে মঞ্চে ওঠেন। পরে তারা দুটি গান পরিবেশন করেন। এরপর তারা ‘ধন্যবাদ’ দিয়ে নেমে চলে যান।

  • টাঙ্গাইলের ট্রাক ক্যাভার্ডভ্যান মুখোমুঝি সংঘর্ষ  চালক ও হেলপার নিহত

    টাঙ্গাইলের ট্রাক ক্যাভার্ডভ্যান মুখোমুঝি সংঘর্ষ চালক ও হেলপার নিহত

    নিউজ ডেস্ক ( এডি পিনব) :-
    ১১ অক্টোবর শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টর দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের শল্লা এলাকায় চলন্ত ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হোন। ঘটনাটি টাংগাইলের কালিহাতীতে ঘটে।

    নিহতদের মধ্যে একজন ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে, আনোয়ারুল ইসলাম।অপরজনের পরিচয় জানা যায়নি।অপরদিকে আহত কাভার্ডভ্যান চালকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দূর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতোয়ার হোসেন ও তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ও আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী খবর পাওয়া মাত্র জানানো হবে ধন্যবাদ।

  • শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ

    শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে পটুয়াখালীর গলাচিপায় ২৮টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিকে শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ অবস্থায় রয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ২৪ ঘন্টা নিয়স্ত্রন কক্ষ খোলা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, গলাচিপা পৌরসভার ৩ টি  মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এছাড়া আমখোলা ইউনিয়নে ২ টি মণ্ডপে, গোলখালী ৪টি মণ্ডপে, রতনদী তালতলী ইউনিয়নে ১ টি, ডাকুয়া ইউনিয়নে ৫ টি, চিকনিকান্দি ইউনিয়নে ৪ টি, কলাগাছিয়া ইউনিয়নে ১ টি , বকুলবাড়িয়া ইউনিয়নে ৩টি, চরকাজল ইউনিয়নে ৩টি মণ্ডপে ও চরবিশ্বাস ইউনিয়নে ২টি মণ্ডপে দুর্গাপূজার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, দ্রুতগতিতে চলছে দুর্গোৎসবের প্রস্তুতির কাজ। দম ফেলার ফুরসত নেই কারিগর থেকে শুরু করে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা প্রতিষ্ঠানগুলোর। মণ্ডপে মণ্ডপে কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও। প্রতিমায় চলছে শেষ মুহূর্তের রং তুলির আঁচড়। প্রতিমা তৈরিতে ভাস্করদের কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই কাজ। কোথাও কোথাও প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমা সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। প্রতিটি প্রতিমাকে রং-তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। চলছে সাজসজ্জার কাজও। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় সেজে উঠছে দেবী দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুরসহ অন্যান্য প্রতিমা। এ ছাড়া কোনো কোনো প্রতিমায় আবার পরানো হচ্ছে শাড়ি, হাতের বালাসহ অন্যান্য গহনা। পাশাপাশি আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি, মণ্ডপ ও তার আশপাশে সাজসজ্জার কাজসহ নানা কাজেও ব্যস্ত হয়ে পড়েছেন পূজার সঙ্গে সংশ্লিষ্টরা।

    প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততায় জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। ফলে দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও বিরাজ করছে সাজ সাজ রব। কেউ কেউ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। সার্বিক নিরাপত্তা নিয়ে সহকারী পুলিশ সুপার মোঃ মোর্সেদ তোহা জানান, দুর্গা পূজা সামনে রেখে এরই মধ্যে উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে।পূজা মণ্ডপের নিরাপত্তায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার,স্বেচ্ছাসেবক মোতায়ন থাকবে ও বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক টহলে থাকবেন।

  • কুলাউড়া নিয়ম না মেনে ইচ্ছেমতো স্কুলে যান শিক্ষকরা মানেন না সরকারি নিয়ম

    কুলাউড়া নিয়ম না মেনে ইচ্ছেমতো স্কুলে যান শিক্ষকরা মানেন না সরকারি নিয়ম

    রুবেল বখস পাভেল : জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম না মেনে ইচ্ছামাফিক স্কুলে যান প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা। এমনকি স্কুলে নিজেদের সুবিধামতো গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তারা। শিক্ষকদের এমন খামখেয়ালিপনায় শিক্ষার্থীরাও স্কুলে আসতে আগ্রহ হারাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।

    রবিবার (৬ অক্টোবর) সকাল ৯-১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা।

    স্থানীয় সূত্র জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা। কিন্তু প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা ১০টার আগে বিদ্যালয়েই আসেন না। এমন অভিযোগ পাওয়ার পর রবিবার সকাল ৯-১০টা পর্যন্ত কাদিপুর ইউনিয়নে অবস্থিত আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

    জয়চণ্ডী ইউনিয়নে অবস্থিত গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। এ সময় অভিযোগের সত্যতা পান তারা। উপজেলার আরো ১৪টি প্রাইমারি স্কুল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা।

    শিক্ষার্থীরা জানায়, স্যাররা ১০টায় আসেন।

    এরপর ক্লাস শুরু হয়। এ কারণে তারা সাড়ে ৯টার পর স্কুলে আসে। ওই তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাওয়া না গেলেও অন্য শিক্ষকরা জানান, অনেক সময় বিভিন্ন কাজ থাকার কারণে এবং বাড়ি দূরে হওয়ায় বিদ্যালয়ে ঠিক সময়ে আসা যায় না।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়গুলো পরিদর্শনে যাই। সকাল ৯-১০টা পর্যন্ত এসব বিদ্যালয়ে সব শিক্ষক ও শিক্ষার্থীরা আসেনি।

    তিনি বলেন, ‘সকাল ৯টা ৫০ মিনিটে গিয়ে মীরশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষক, ১১ জন শিক্ষার্থী, ৯টা ২৭ মিনিটে গৌরিশংকর বিদ্যালয়ে তিনজন শিক্ষক, শিক্ষার্থী একজনও নেই, ৯টা ৩৯ মিনিটে আলমপুর বিদ্যালয়ে তিনজন শিক্ষক ও চারজন শিক্ষার্থীকে পাওয়া যায়। এমন দৃশ্য দেখে মনে হয়েছে, শিক্ষকরা সব সময় সরকারি নিয়ম না মেনে নিজেদের মতো বিদ্যালয়ে যাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করব।’

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘আমতৈল প্রাইমারি স্কুলে সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান শিক্ষকসহ আরেকজন শিক্ষক অনুপস্থিত ছিলেন। তখন ক্লাস শুরু হয়নি। হোসেনপুর প্রাইমারি স্কুলে সকাল ১০টায় তিনজন শিক্ষক উপস্থিত থাকলেও কোনো ক্লাস শুরু হয়নি। এমন দৃশ্য দেখে খুবই হতবাক হয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রাথমিক শিক্ষা অফিসারকে সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছি। এ ছাড়া সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য উপজেলার সব শিক্ষককে নিয়ে সোমবার শিক্ষক সমাবেশ করা হবে, যাতে করে শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা ও গতিশীলতা ফিরে আসে।’

    এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা বলেন, প্রথম দিনের উপজেলার ২০টি স্কুল পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ স্কুলে শিক্ষক-শিক্ষার্থী সময়মতো উপস্থিত হয় না এমন অভিযোগের সত্যতা মিলেছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য সরকারি সময়সূচি নির্ধারণ করা আছে। নির্ধারিত সময়ে যেসব শিক্ষক স্কুলে উপস্থিত হন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

    যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

    মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচিতি সভা হয়। নবনির্বাচিত পৌর কমিটির আহ্বায়ক হলেন মো. হারুন অর রশীদ ও সদস্যসচিব বশির রাঁড়ি।

    বাংলাদেশ যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মো. সৈয়দ নজরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব মো. শাহ আলম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি মোহেবুল্লাহ এনিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শোয়েব মাস্টার, সদস্য সচিব মো. জাকির মুন্সি, উপজেলা শ্রমিক অধিকারের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন, সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ, গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ, সদস্য সচিব আরিফ হাসান , শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. রিয়াজ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। সভা সঞ্চালনা করেন শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আমির হোসেন প্রমুখ। এছাড়াও পরিচিতি সভায় গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, পটুয়াখালী ৩ (গলাচিপা- দশমিনা) আসন থেকে ভিপি নরুল হক নুর আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার হাতকে শক্তিশালী করতে ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নুর পটুয়াখালীর গর্ব সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা রয়েছে। আমাদের লক্ষ্য নুরুল হক নুরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথ থেকে উঠে আসা নেতা ভিপি নুরুল হক নুর। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশের বিনির্মাণ হবে।

    এর আগে পরিচিতি সভার শুরুতে গলাচিপা ফেরিঘাট থেকে জেলার নেতৃবৃন্দদের অভ্যর্থনা জানিয়ে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়কে শোডাউন দিয়ে অনুষ্ঠান স্থলে এসে জমায়েত হয়।

  • খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: মহানগর আমীর 

    খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: মহানগর আমীর 

     

    জেলা প্রতিনিধি : রুবেল বখস পাভেল।

    বন্যা-খরায়, বিপদে-আপদে, দূর্যোগ-দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে জামায়াতের মূল লক্ষ্য। মানব সেবাকে ইবাদত মনে করেই মানুষের কল্যাণে হাঁটেঘাটে ছুঁটছে জামায়াত কর্মীরা। সবমিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায়। রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন উপহার দেওয়ার সময় উপরোক্ত কথাগুলো বলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম।

     

    জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও টিলাগাও ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অসহায় দিনমজুর মানুষের কাঁচাঘর। ক্ষতিগ্রস্ত এসব ঘর পুনঃনির্মাণের জন্য ৫২ টি পরিবারের মধ্যে (জনপ্রতি এক বান্ডিল করে) ঢেউটিন উপহার দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

     

    প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।

     

    এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, নায়েবে আমীর মো: জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।