Category: Uncategorized

  • গলাচিপায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ

    গলাচিপায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ

    মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ৪ টায় গলাচিপা পৌর মঞ্চে জামায়াতে ইসলামী গলাচিপা  উপজেলা শাখার আয়োজনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর ডা. মাওলানা জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরার সদস্য ও পটুয়াখালী জেলা আমীর  অধ্যাপক মু. শাহ আলম।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.সানাউল্লাহ শামিম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর সহ সম্পাদক এ্যাড.আব্দুর রাজ্জাক।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে  ইসলামী পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমীর এ্যাড.মু.নাজমুল আহসান। এছাড়াও বক্তব্য রাখেন, গলাচিপা পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতান, জেলা সদস্য মো. হবিবুর রহমান ফোরকান, গলাচিপা উপজেলা সাবেক আমীর ও জেলা সদস্য অধ্যাপক মাওলানা মো. ইয়াহিয়া খাঁন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোঃ আবুল বাশার সাইফুল্লাহ, কেন্দ্রীয় শুরা পরিষদের নায়েবে আমীর মাওলানা মো. আব্দুস সালাম খান প্রমুখ।

    প্রধান অতিথি  অধ্যাপক মু.শাহআলম তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

    তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ হবে, নিপীড়ন বন্ধ হবে, অত্যাচার, নির্যাতন বন্ধ হবে। যার অধিকার সে পাবে, যিনি অন্যায়ের শিকার হবে আইনের আশ্রয় নিবে। আইন হাতে তুলে নিতে দেয়া হবে না। যেই স্বাধীন দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে কাউকে অন্যায় করতে দেয়া হবে না। তিনি বলেন, আল কোরআনের আইন, ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া রাষ্ট্রে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। এসময় জেলা আমীর শাহ আলম বলেন, যদি আমাকে কখনো দ্বায়িত্ব দেন অঙ্গীকার করছি সকল প্রকার অসত্য, অন্যায় ও অবিচারকে দমন করে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবো। গলাচিপা শহরে বহমান খাল খননের বিষয় তিনি সরকারকে আহ্বান জানান খালের দুইপাশের বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা করে তারপর উন্নয়ন কার্যক্রম চালাতে হবে।

    গণ সমাবেশে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানাতে ও বরণ করতে বিশাল শহরে বিশাল মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। সমাবেশস্থলে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সমর্থকরা উপস্থিত হয়। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন যুব বিভাগ ও ছাত্রশিবিরের সদস্যরা। পরে সন্ধ্যায় পৌর মঞ্চ চত্বরে ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

  • যারা রাজনীতি করবেন জনগণের সেবা করার জন্য করবেন : ভিপি নুর

    যারা রাজনীতি করবেন জনগণের সেবা করার জন্য করবেন : ভিপি নুর

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: যারা রাজনীতি করবেন তারা জনগণের সেবা করার জন্য রাজনীতি করবেন। জনগণের প্রতি দায় ও দরদের জায়গা থেকে রাজনীতি করবেন। এত অত্যাচার, নির্যাতন ও দাম্ভিকতার সাথে শেখ হাসিনা এত কথা বলেছে তারও কিন্তু নিষ্ঠুর পতন হয়েছে। হেলিকপ্টার করে পালিয়ে যেতে হয়েছে সাথে কিছু নিয়ে যেতে পারে নাই। সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ থাকবে এমন বাড়াবাড়ি, পিড়াপিড়ির কাজ করবেন না যাতে আপনাদের ওইরকমই পালিয়ে যেতে হয়”। মঙ্গলবার নিজ উপজেলা গলাচিপায় এক জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর গলাচিপায় হাইস্কুল মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে গণসংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিপি নুরুল হক নুর।

    বক্তব্যে তিনি বলেন, ”আমি আপনাদের এই অঞ্চলের সন্তান। আমরা বাবা কোন জমিদার না, কোন লালবাহাদুর না। আপনাদের মত খেটে খাওয়া সাধারণ মানুষ। সেই জায়গা থেকে আপনাদের সন্তান হিসেবে আজকে গণঅধিকার পরিষদ নামে দেশের শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই দল ট্রাক মার্কায় নিবন্ধন পেয়েছে।”

    এছাড়া তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র ছাত্রীদের ভালোবাসা নিয়ে ডাকসুর ভিপি হয়েছিলাম। এটা আপনাদের গর্ব। ভিপি হওয়ার পর নিজ এলাকায় যখন আসি তখন ফ্যাসিষ্ট সরকারের ছাত্রলীগ কতৃক নিযার্তিত হই।  তাদের বিরুদ্ধে মামলা করিনি কারন মনে করেছি কুকুরের কাজ কুকুরে করেছে , কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় ? ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে ২৫বার  নিযার্তনের শিকার হয়েছি। গুম খুন ও টাকা পাচার করে শেখ হাসিনা দেশকে পঙ্গু করে দিয়েছে। জনগনের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। জুলাই আগস্টের বিপ্লবে রাজপথে থেকে লড়াই করেছি। নিহত সকলকে শ্রদ্ধা ভরে স্মরন করছি। বিগত ৫০ বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই বিরোধী দলকে দমন পিড়ন  করেছে। তারা টেন্ডারবাজী চর দখল করেছে আর এসব চলবে না। আমি এ এলকার সন্তান আমার বাবা একজন খেটে খাওয়া মানুষ।তাই এলাকার মানুষের প্রতি ভালোবাসা অপরিসীম। গন অধিকার পরিষদ সারা দেশে সম্প্রীতি ও সহনশীলতা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

    এসময় তিনি, বিএনপি , জামায়াত, গণঅধিকার পরিষদ ও চরমোনাই সবাই একত্রে চলাফেরা করবেন। কোন সংঘাত চাইনা। আগামী নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা ও সবাইকে মিলেমিশে থাকার আহবান জানান নুর।

    আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ কেন্দ্রীয় কমিটি মো. শহিদুল ইসলাম , সহসভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম , আনিসুর রহমান মোল্লা , প্রচার সম্পাদক শহিদুল ইসলাম , কৃষি বিষয়ক সম্পাদক ইউসূফ গাজী , ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আ. রহিম ও সাদ্দাম হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক নূর এর বাবা মো. ইদ্রিস হাওলাদার , মো. হাতেম মাস্টার , মো. রেজাউল হাওলাদার ও ডা: অনুতোষ দাস প্রমূখ। মঞ্চ ও সভা সঞ্চালনা করেন মোঃ মোহেবুল্লাহ এনিম ও সার্বিক পরিচালনায় ছিলেন গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির মুন্সি। দুপুর থেকে জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী সমর্থক আসতে শুরু করে। হাজার হাজার জনতার উপস্থিতিতে সমাবেশ স্থলে জনসমুদ্রে পরিণত হয়। এসময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা।

  • গলাচিপায় ছাত্রদলের উদ্যােগে ন্যায্য মূল্যের দোকান

    গলাচিপায় ছাত্রদলের উদ্যােগে ন্যায্য মূল্যের দোকান

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান বসেছে। এসময় দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ন্যায্য মূল্যের এই দোকান থেকে পণ্য কিনে খুশি ক্রেতারা।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) শহরের পৌর মঞ্চ চত্বরে এমন দৃশ্য দেখা গেছে। দোকানটি সকাল ১০টায় শুরু হয়। গলাচিপা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই দোকান পরিচালনা করেন।

    জানা যায়, ন্যায্য মূলের এ দোকানে ডিম প্রতি পিস ১১ টাকা, গাডা ৪০ টাকা কেজি, পটল ৪৫ টাকা কেজি, প্রতিপিস লাউ ৫০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা, ভেন্ডি (ঢেড়স) ৪০ টাকা, ধনিয়া প্রতি আঁটি ২৫ টাকা, করলা ৫৫ টাকা, কুমার ৫৫ টাকা, মুলা ৫০ টাকা, পাতাকপি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ও প্রতি কেজি সিম ১৩০ টাকা দরে বিক্রি করা হয়। যা খুচরা বাজারের মূল্যের চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

    দোকানে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, খুচরা বাজারের থেকে এখানে দাম কম শুনে তারা এসেছেন। যে বাজার ৪০০ টাকায় কিনতে হতো এখানে ২০০ টাকায় পাওয়া গেছে। এই দোকান চলমান রাখতে পারলে জনসাধারণ উপকৃত হবেন। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে উপজেলা প্রশাসনকে পদক্ষেপ নিতেও অনুরোধ করেন তারা।

    গলাচিপা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ প্রিতম বলেন, দ্রব্যমূল্য অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের ন্যায্য মূল্যের দোকান। প্রতি সপ্তাহে একদিন এই দোকান পরিচালনা করা হবে। মানুষজন দোকান শুরুর সাথেই পণ্য ক্রয় করতে ভিড় করছে। অল্প সময়ের মধ্যে সব বিক্রি হয়ে যাবে।

    উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে আমরা পাইকারি মূল্যে পণ্য কিনে ওই দরেই বিক্রি করছি। সাধারণ মানুষের দৈনন্দিন কাঁচামাল ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই উদ্যােগ। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাজার মনিটরিং করতে।

  • নড়াইল সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে রবি বিশ্বাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা

    নড়াইল সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে রবি বিশ্বাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা

    খন্দকার আছিফুর রহমান তোতা : নড়াইল সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে  নড়াইলের কলোড়া ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে নবনির্বাচিত সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জানায়।

    গত ২৭ অক্টোবর নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে কাউন্সিলরদের স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক।

    এ উপলক্ষে কলোড়া ইউনিয়নের কৃতি সন্তান সৌদি প্রবাসী  বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি বিশ্বাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন  ৮ নং কলোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

    ইউনিয়ন বিএনপির আহবায়ক বক্কার বিশ্বাসের নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক ও সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ -এর বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়।

    এ সময় আরো উপস্থিত ছিলেন- আগদিয়া ওয়ার্ড বিএনপির  সভাপতি হানিফ বিশ্বাস, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিনা, ইউনিয়ন যুবদল নেতা আনিস বিশ্বাস, শিমুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি শাকির মোল্যা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • কৃষি শিক্ষক থেকে বনে গেছেন গণিত শিক্ষক, খুলে বসেছেন কোচিং বাণিজ্য

    কৃষি শিক্ষক থেকে বনে গেছেন গণিত শিক্ষক, খুলে বসেছেন কোচিং বাণিজ্য

    মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাখাওয়াত হোসেন কৃষি শিক্ষক থেকে বনে গেছেন গণিতের শিক্ষক। অতিরিক্ত আর্থিক সুবিধাভোগের জন্য খুলে বসেছেন কোচিং বাণিজ্য। গণিত বিষয়ের শিক্ষক না হয়েও শিক্ষার্থীদের গাইডবই দেখে অঙ্ক শেখাচ্ছেন ওই শিক্ষক। শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণে ‘এসো পড়াশোনা করি’ নামে ফেইসবুক পেইজ খুলে চালিয়ে যাচ্ছেন কোচিং এর প্রচারণা। কোচিং মালিক শাখাওয়াত হোসেন নিজে ও ২জন শিক্ষক বেতন দিয়ে রেখে নিয়মিত ব্যাচ করে বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করান। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কোচিং ব্যবসা নিষিদ্ধ করে ২০১২ সালে ‘কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা’ জারি করে সরকার। এই প্রতিবেদন তৈরির এক অনুসন্ধানে রেরিয়ে এসেছে চমকপ্রদ বেশ তথ্য। 

    স্থানীয় সূত্রে জানা যায়, শাখাওয়াত হোসেন গলাচিপা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে গলাচিপা সরকারি কলেজের পাশে ২০২৩ সালে কোচিং চালু করে। সেখানে দুইটি রুম ভাড়া নিয়ে দুই বছর ধরে লোকচক্ষুর আড়ালে কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছেন। তিনি নিজে ও আরও দুইজন শিক্ষক বেতন দিয়ে রেখে সব বিষয়ে শিক্ষার্থীদের কোচিং এ পড়ান। তিনটি ব্যাচ করে প্রায় ৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে জন প্রতি ২০০০ টাকা বেতন আদায় করেন তিনি। সূত্র আরও জানায়, প্রতিদিন বিকাল ৪ টা থেকে কোচিং শুরু হয়ে চলে রাত ৮ টা পর্যন্ত। শাখাওয়াত হোসেন আমখোলা ইউনিয়নের দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কৃষি বিষয়ের সহকারী শিক্ষক। নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষকদের উপস্থিত থাকতে হয়। সেখানে স্কুল ফাঁকি দিয়ে এসে প্রতিদিন বিকাল ৪টায় কোচিং এ ক্লাস নেন তিনি।

    খোঁজ নিয়ে জানা যায়, তার অসৌজন্যমূলক আচরণের জন্য ইতোমধ্যেই কোচিং ছেড়েছে অনেক শিক্ষার্থী। সেখানে প্রায়ই ঘটছে বিভিন্ন ঘটনা। হাতেগোনা কিছু প্রকাশ পেলেও অধিকাংশই থাকছে আড়ালে। এদিকে শিক্ষকতা পেশার বাইরেও নামে বেনামে বিভিন্ন কোম্পানির ঔষধ এনে ব্ল্যাকে বিক্রি করেন ওই শিক্ষক। যা নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দিয়েছে। তার এমন কর্মকাণ্ড জন্ম দিয়েছে আলোচনা সমালোচনা। এদিকে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেমন গণিত, ইংরেজি ও বিজ্ঞান পড়ানোর জন্য বিষয়ভিত্তিক শিক্ষক অর্থাৎ যে সব শিক্ষক এ বিষয়গুলোতে অনার্স কিংবা মাস্টার্স করেছেন তাদেরই পড়ানোর কথা। বিষয়ভিত্তিক শিক্ষক না হওয়ার কারণে এ ঘাটতির প্রভাব স্বভাবতই শিক্ষার্থীদের শিখনফলে পড়ে।

    কোচিং এর বিষয় জানতে চাইলে অস্বীকার করেন শাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট পড়াই। কিন্তু দু’জন শিক্ষক বেতন দিয়ে রাখার বিষয় প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেননি।

    দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী কোচিং সেন্টার চালাতে পারে না। সে কোচিং খুলেছে কিনা এ বিষয় জানা নাই। 

    উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ বলেন, আইনগতভাবে কোচিং সেন্টার খোলার অনুমতি নাই। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, আমি শুনেছি এ কোচিং সেন্টারে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে, কোনো শিক্ষক বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা কোচিং সেন্টারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারেন না। নিজে কোচিং সেন্টারের মালিক হতে পারেন না। শিক্ষার্থীদের কোচিংয়ে পড়তে উৎসাহিত, উদ্বুদ্ধ বা বাধ্য করতেও পারেন না।

  • ভোলায় মাছের জালে ধরা পড়লো তিন শিশুর মরদেহ

    ভোলায় মাছের জালে ধরা পড়লো তিন শিশুর মরদেহ

    এডি পিনব(নিউজ ডেস্ক):-
    সোমাবারে ভোলায় তিন শিশু গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পার বিভিন্ন বাড়ি সহ খোঁজে না পাওয়ার পর পুকুরে জাল ফেলে তাদের খোঁজা শুরু হয়। এক পর্যায়ে জালে ধরা পড়ে ৩ জন শিশুর লাশ।দুপুর আড়াইটায় ভোলার তজুমদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা পরিচয় মারজিয়া বেগম (৯), মিম আক্তার (১১) ও রাফিয়া আক্তার (১০)। মৃত তিন শিশুর মধ্যে মিম ও মারজিয়া বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মো. হোসেনের মেয়ে। মিম ও মারজিয়া তারা আপন দুই বোন। অপর আরেক শিশু রাফিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে।

    এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, পানি ডুবে তিনজন নিহতের ঘটনায় তজুমদ্দিন থানায় তিনটি অপমুত্যুর মামলা দায়েরের হয়েছে।

  • মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান জন জীবন

    মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান জন জীবন

    মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান জন জীবন মুন্সীগঞ্জ শহরের প্রধান কাঁচা বাজারে মুন্সীগঞ্জ জেলার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের কর্মকর্তারা এক অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শহর কাঁচা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের সময় মুদি দোকান, ডিম, সবজি, মাছ ও গোশতের দোকান গুলোতে তদারকি করা হয়। এসময় গোশতের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো: কবির কে এক হাজার টাকা জরিমানা করা হয়। এরপর পৃথক পৃথকভাবে একই ঘটনায় দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মো: মহসিন শেখ কে এক হাজার টাকা ও গিয়াস উদ্দিন কে পাঁচশত টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম

    এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মুন্সীগঞ্জে টাস্কফোর্সের সদস্য সচিব আসিফ আল আজাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় সুমন গোস্ত ঘর কে এক হাজার টাকা জরিমানা ও খান খাসির গোস্ত ঘর কে এক হাজার টাকা জরিমানা এবং দেওয়ান সবজি ঘরকে পাঁচশত টাকা জরিমানা করেন। শুক্রবার টাস্কফোর্সের নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম।

    এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শহীদুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান, মাহমুদা আফরিন রজনী ও আজিম আহমেদ।

    আরও পড়ুন 

  • গলাচিপা উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরন সভা অনুষ্ঠিত

    গলাচিপা উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরন সভা অনুষ্ঠিত

    মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার গলাচিপা উপজেলা পরিষদ হল রুমে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান। উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচী(WFP) এর অর্থায়নে গলাচিপা উপজেলায় “বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে ঘূর্নিঝড় পূর্বাভাস ভিত্তিক শক প্রতিক্রিয়াশীল সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় (Project on Shock responsive social protection Programme in South Western Bangladesh) গলাচিপা উপজেলার ৫টি ইউনিয়নে আগাম সাড়াদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উপকূলীয় দ্বীপাঞ্চল উপজেলার পানপর্টি, গলাচিপা সদর, রতনদি তালতলী, চর কাজল এবং চর বিশ্বাস ইউনিয়নের মানুষকে সচেতন করা, ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি নিতে করনীয় এবং দুর্যোগকালীন সময়ে করনীয় বিষয়ে সুশীলন মাঠ পর্যায়ে যে সকল কাজ করে তার সার্বিক বিষয়ে আলোচনা করেন সুশীলন এর গলাচিপা উপজেলা সমন্বয়কারী সুব্রত কুমার গাইন, সহযোগী ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আরাফাত হোসেন এবং আফরোজা খাতুন পপি।

    উপজেলা এবং ৫টি ইউনিয়নে “দুর্যোগ কর্নার” হিসেবে একটি রুম নির্ধারন এবং দুর্যোগ কালীন ও পরবর্তী সময়ে উদ্ধার সরঞ্জাম সরবরাহ করার স্ত করা হয়। উক্ত আলোচনায় অংশগ্রহন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, অফিসার ইনচার্জ আসাদুর রহমান, স্টেশন অফিসার ফায়ার ও সিভিল সার্ভিস কামাল হোসেন, উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম সাইউম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম সাঈদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টিটু, পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা, ডাকুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ

  • চাঁদপুরে প্রয়োজনীয় টাকা না পাওয়ায় গেটে তালা দিলো গ্রাহকেরা

    চাঁদপুরে প্রয়োজনীয় টাকা না পাওয়ায় গেটে তালা দিলো গ্রাহকেরা

    নিউজ ডেস্ক (এডি পিনব):-
    চাঁদপুরের সোশ্যাল ইসলামি ব্যাংকের গ্রাহকের টাকা না তুলতে পারায় ক্ষুব্ধ হয়ে ব্যাংক গেটে তালা দিলেন গ্রাহকেরা, বিষয়টি জানতে পেরে চাঁদপুর থানার পুলিশ এসে গ্রাহক ও ব্যাংক কমিটির সাথে করে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন, পরে পুলিশের সমজতায় গেটের তালা খোলে দেয়া হয়।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেখানকার ব্যাংক ম্যানাজার মাহবুব আলম জানান যে বর্তমান পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই তবে তিনি সবাইকে আশ্বাস দিয়ে বলেন আগামী ২-৩ মাসের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে মনে হয়।

  • আজকে গীতিকার এবং সাংবাদিক “এডি পিনব” এর জন্মদিন

    আজকে গীতিকার এবং সাংবাদিক “এডি পিনব” এর জন্মদিন

    মো:- ফয়জুল আলি শাহ্ :- অনিমেশ দাশ পিনব যাকে সবাই এডি পিনব নামে চিনেন আজ ১৭ ই অক্টোবর তার ২৮ তম জন্মদিন। এফ এ সুমনের হাত ধরে মিডিয়াতে যার পদার্পন। আসোনা তুমি ফিরিয়া(এফ এ সুমন), রাত বিরাতে (মাসুম), মাহী বে(হিমেল সিয়াম), স্বপ্ন (নিপা সরকার), পিরিত করে তাহার সনে (এস রুহুল), বেঈমান ডিগ্রি পাশ (রিপন), মনের গহীন নদী ( বাউলিয়ানা শিমন) সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকবি এডি পিনব। গান লেখার পাশাপাশি টিকটক ভাইরাল একটা অচিন পাখি গানের কণ্ঠশিল্পী ও এডি পিনব।

    জন্মদিনের ব্যস্ততা নিয়ে পিনব জানান যে আমি এত ব্যস্ত কোন ব্যক্তি না যখন যে কাজে থাকি মনোস্তাতিক সেটাই আমার কর্ম, নিজের পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটছে আর গানে আবারো ফিরব আশা রাখছি ভাল কিছু নিয়ে সবাই আমার জন্য আশির্বাদ করবেন ধন্যবাদ।