Category: Uncategorized

  • মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

    মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

    স্টাফ রিপোর্টার,মোঃ আব্দুস সালাম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর (ছলিমগঞ্জ)-এ তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগম।

    আলোচক এবং অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সালাহ উদ্দিন, সেলিম আহমদ চৌধুরী সহযোগী অধ্যাপক সফাত আলী সিনিয়র মাদ্রাসা, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী, প্রধান শিক্ষক শংকর দেবনাথ, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রধান শিক্ষক আছমা বেগম, মোঃ আব্দুস সালাম সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা, এম এ ওয়াহিদ রুলু আহবায়ক কমলগঞ্জ প্রেসক্লাব, আহাদুজ্জামান আলম সদস্য সচিব কমলগঞ্জ প্রেসক্লাব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, মাওলানা আব্দুল বাসিত সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, মহিবুল চৌধুরী, ও জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, সমরেন্দু সেন গুপ্ত বুলবুল, আফিকুল ইসলাম হেলাল, পিন্টু ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বক্তারা তাদের বক্তব্যে মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণ করেন, তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বক্তারা প্রতিষ্ঠাতা পরিবারের উদ্যোগে বিদ্যালয়টি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হওয়ার প্রশংসা করেন এবং এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার এবং কলম বিতরণ করা হয়। সবশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • মিরপুরে জেলের জালে ধরা পড়া কুমিরকে পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্তকরণ

    মিরপুরে জেলের জালে ধরা পড়া কুমিরকে পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্তকরণ

    অনলাইন ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া কুমিরটিকে অবমুক্ত করেছে কুষ্টিয়া বন বিভাগ।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্ত করা হয়েছে।

    উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন এলাকায় পদ্মা নদী থেকে জেলে শরিফুল ইসলামের জালে ধরা পড়ে প্রায় ১০ ফুট লম্বা কুমিরটি।

    জেলে শরিফুল ইসলাম ও তার সহযোগীরা জানান, সকালে মাছ ধরার জন্যই পদ্মা নদীতে জাল ফেলেন। প্রথমে বড় কোনো মাছ আটকা পড়েছে ভাবলেও জাল কাছে আসার পর দেখতে পান জালে একটি কুমির আটকা পড়েছে।
    কুমির দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও পরে কৌশলে জাল টেনে নদীর পাড়ে এসে স্থানীয় লোকজনকে খবর দেয়। এরপরই সেখানে জড়ো হন উৎসুক জনগণ। জনগণের সহায়তায় কুমিরটি ধরে বেঁধে ফেলি।পরে বন বিভাগ কুমিরটি নিয়ে গেছে।

    বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়াস্থ বিভাগীয় বন-কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে কুমিরটিকে অবমুক্ত করা হয়েছে। কুমিরের বাসযোগ্য স্থান মিঠা পানি। সেখানে ছেড়ে দেয়া হয়েছে। নদী-তীরবর্তী মানুষদের সতর্কতা করার জন্য মাইকিংসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে।

  • গলাচিপায় সুদের মহাজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    গলাচিপায় সুদের মহাজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় সুদের মহাজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকসহ সাধারণ ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুর ১২টায় গলাচিপা প্রেস ক্লাবে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওষুধ ব্যবসায়ী সুশাÍন্ত কুমার দাসের বিরুদ্ধে ভুক্তভাগীরা এ সংবাদ সম্মেলন করেন।

    গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো: খোর্শেদ আলম লিখিত অভিযোগ পাঠ করে বলেন, গলাচিপায় শিক্ষকসহ সাধারণ ব্যবসায়ীদেরকে আদালতে চেক দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঔষুধ ব্যবসায়ী হিসেবে পরিচিত সুদের মহাজন প্রতারক সুশান্ত কুমার দাস। সময়মতো চড়া সুদের টাকা পরিশোধ করেও তার কাছ থেকে ভুক্তভোগীরা চেকের পাতা ও অন্যান্য কাগজ উদ্ধার করতে পারে নাই। বরং এ কাগজ ও চেক আটক রেখে ইচ্চামত অংক বসিয়ে বিভিন্ন আদালতে সুশান্ত মিথ্যা মামলা দিয়ে ভুক্তভোগীদেরকে মামলার জালে আটকে দেয়।ভুক্তভোগী আরও বলেন,কাগজ উদ্ধারের জন্য ৯৮ ধারায় মামলা করেও কাগজ উদ্ধার করা যায়নি।

    এ বিষয় অভিযুক্ত সুশাÍন্ত কুমার দাস বলেন, সম্প্রতি খোর্শেদসহ কয়েকজন গলাচিপা আর্মির কাছেও আমার বিরুদ্ধে অভিযােগ করেছেন। এর আগে ওরা আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কোর্টের কাছওে মামলা দিয়েছিল। এগুলো নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ##

  • বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে

    বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে

    ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি রুমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সালাম ও সম্পাদক মুফাদ।

    বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    সাংবাদিক রুমান আহমেদের সভাপতিত্বে, সাংবাদিক মোফাদ আহমেদ মুরাদ ও সালমানের সঞ্চালনায়, (২২ ডিসেম্বর) রবিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে দুপুর ১২: টা থেকে সম্মেলন শুরু হয়ে বিকাল ০৩: টায় শেষ হয়।

    সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ রুমান আহমদ,সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সালাম ও সম্পাদক মুফাদ আহমদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ সহ ৪১ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

    উদ্বোধক উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব ( গভ: রেজি: নং-৯৮৭৩৬/১২) কেন্দ্রীয় কমিটি, প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন সুদর্শন কুমার রায় এডিশনাল এসপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ড. এড. আবু তাহের বিশিষ্ট লেখক ও গবেষক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মো: ইয়ামীর আলী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক বকসী ইকবাল আহমদ, খালেদ চৌধুরী সভাপতি সম্মেলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার, এমদাদুল হক এমাদ চেয়ারম্যান বাস মিনিবাস মালিক গ্রুপ জেলা কমিটি, তাজুদুর রহমান সিনিয়র সাংবাদিক, আব্দুল কাদির কাজল সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা, আব্দুল হান্নান সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা ও কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম।

    বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে অতিথিবৃন্দ সহ মৌলভীবাজার জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইজন ছাত্র বক্তব্য রাখেন।

  • মন্দিরের দানবাক্সে পড়ে গেল আইফোন, ভগবানের সম্পত্তি বলে ফেরত দিতে অস্বীকৃতি

    মন্দিরের দানবাক্সে পড়ে গেল আইফোন, ভগবানের সম্পত্তি বলে ফেরত দিতে অস্বীকৃতি

    ডেস্ক রিপোর্টঃ মন্দিরের দানবাক্সে পড়ে গেল আইফোন, ভগবানের সম্পত্তি বলে ফেরত দিতে অস্বীকৃতি ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এক ভক্তের আইফোন অসাবধানতায় দানবাক্সে পড়ে যায়। ফোনটি ফেরত চাইতে গেলে মন্দির কর্তৃপক্ষ এটিকে ভগবানের সম্পত্তি বলে ঘোষণা দেয় এবং ফোনটি ফেরত দিতে অস্বীকৃতি জানায়।র

    তামিলনাডুর থিরুপরুরে অবস্থিত আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এক ভক্ত দীনেশ প্রণামি দিতে গিয়ে অসাবধানতাবশত তার আইফোন দানবাক্সে ফেলে দেন। আইফোনটি ফিরে পেতে তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তবে কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, “যা কিছু দানবাক্সে পড়ে, তা দেবোত্তর সম্পত্তি হয়ে যায়। তাই ফোনটি আর ফেরত দেওয়া সম্ভব নয়।”

    দীনেশ হতাশ হয়ে বলেন, “আমি ইচ্ছাকৃতভাবে ফোন দান করিনি। এটি দুর্ঘটনা। কিন্তু মন্দির কর্তৃপক্ষ আমার কথা শোনেনি।”

    মন্দিরের একজন কর্মকর্তা জানান, “দানবাক্সে যা কিছু যায়, তা দেবতার সম্পত্তি। এটি মন্দিরের নিয়ম অনুযায়ী ব্যবস্থাপনা করা হয়।”

    দীনেশ এখন ফোনটি ফিরে পেতে স্থানীয় প্রশাসন বা আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। তবে মন্দির কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে সরতে নারাজ।

    এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ মন্দির কর্তৃপক্ষের পক্ষে যুক্তি দেখিয়েছেন, আবার অনেকে এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন।

    মন্দিরের দানবাক্সে পড়ে যাওয়া কোনো জিনিস ব্যক্তিগত সম্পত্তি হতে পারে কিনা, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। দীনেশের এই অভিজ্ঞতা আরও অনেককে সচেতন করবে বলে ধারণা করা হচ্ছে।

  • সাভারে চলন্ত বাসে ডাকাতি, ৫ যাত্রী ছুরিকাহত

    সাভারে চলন্ত বাসে ডাকাতি, ৫ যাত্রী ছুরিকাহত

    ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত ওয়েলকাম পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল বাসের যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী লুট করে। ডাকাতদের আক্রমণে অন্তত ৫ জন যাত্রী ছুরিকাঘাতে আহত হন।

    সোমবার (তারিখ উল্লেখ করুন) রাত ১০টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি চলন্ত বাসে এই ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের ভাষ্যমতে, বাসে ওঠার কিছুক্ষণ পর একদল ডাকাত অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা ও সোনার গয়না ছিনিয়ে নেয়। যারা প্রতিবাদ করার চেষ্টা করেন, তাদের ওপর চালানো হয় নৃশংস হামলা।

    আহত যাত্রীদের অবস্থা:

    ছুরিকাঘাতে আহত ৫ জন যাত্রীকে দ্রুত সাভারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    প্রত্যক্ষদর্শীর বর্ণনা:
    এক যাত্রী জানান, “ডাকাত দল বাসের দরজা বন্ধ করে অস্ত্রের মুখে সবাইকে ভয় দেখায়। কেউ প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে আক্রমণ করছিল।”

    পুলিশের বক্তব্য:
    সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছি। বাসের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    পরিবহন নিরাপত্তা নিয়ে উদ্বেগ:
    এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। চলন্ত বাসে ডাকাতির ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় পরিবহন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

    সাভারের এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ব্যবস্থা এবং বাস চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

  • শিরোনাম: বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার করেছে র‍্যাব

    শিরোনাম: বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার করেছে র‍্যাব

    ডেস্ক রিপোর্টঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বগুড়া-৬ আসনের সাবেক আওয়ামী লীগ নেতা এবং সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

    বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) রাত ১০টার দিকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, এবং আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।

    র‍্যাবের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, রিপুর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হলো, তিনি সংসদ সদস্য থাকার সময় বিভিন্ন সরকারি প্রকল্পে আর্থিক লেনদেনে দুর্নীতির আশ্রয় নিয়েছেন।

    গ্রেফতারের সময় যা ঘটেছে:
    রিপুকে গ্রেফতারের সময় তার বাসা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিভাইস জব্দ করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, এসব প্রমাণ তদন্তের জন্য গুরুত্বপূর্ণ।

    অভিযোগ ও তদন্তের অগ্রগতি:
    ১. অবৈধ সম্পদ: সংসদ সদস্য থাকা অবস্থায় বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
    ২. দুর্নীতি: সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার।
    ৩. অবৈধ কার্যক্রম: বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

    র‌্যাবের বক্তব্য:
    র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা আইনের আওতায় থেকে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি। আদালতে উপস্থাপনের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।”

    রাজনৈতিক প্রতিক্রিয়া:
    রিপুর গ্রেফতার নিয়ে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিরোধী দলগুলো এই গ্রেফতারকে “নিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ” বলে আখ্যা দিয়েছে।

    রাগিবুল হাসান রিপুর গ্রেফতার বগুড়ার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো কীভাবে প্রভাব ফেলবে, তা নিয়ে জনগণও আগ্রহী। এ নিয়ে র‌্যাবের তদন্তের ফলাফল সামনে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

  • গলাচিপায় কচ্ছপ পাচারের সময় ১ নারী আটক

    গলাচিপায় কচ্ছপ পাচারের সময় ১ নারী আটক

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপসহ এক নারীকে আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুহরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তাপসী রাণী (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি কচ্ছপগুলো খুলনা নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

    আটক নারীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।

    বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রাণী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ এবং ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যা সংরক্ষিত প্রজাতির। অভিযান পরিচালনা করেন বন বিভাগের মো. নাঈম হোসেন খান।

    গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, “এই ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে। “

  • গলাচিপায় বর্ণিল আয়োজন: বিজয়ের ৫৪তম বছর উদযাপন

    গলাচিপায় বর্ণিল আয়োজন: বিজয়ের ৫৪তম বছর উদযাপন

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  আলোচনা সভা, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

    সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা হয়। পরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক  মো. হাফিজুর রহমান প্রমূখ।

    এদিকে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলে মাঠে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এসময় আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বিকেলে স্থানীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, নৃত্য এবং নাটক পরিবেশন করা হবে। বিভিন্ন আয়োজনের মধ্যে আরও ছিলো  শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
    অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে জাঁকজমকপূর্ণ করতে শহরের সরকারি বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনায় লাল সবুজ বাতিতে আলোকসজ্জা ও পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও উপজেলা শহরে রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

    বিজয়ের ৫৪তম বার্ষিকীতে গলাচিপা জুড়ে ছিলো মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং আনন্দঘন পরিবেশ। নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে এই আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে।

  • বালাগঞ্জ ডেকাপুর ইসলামি যুব সংঘ (ডেইযুসের) কমিটি গঠন।

    বালাগঞ্জ ডেকাপুর ইসলামি যুব সংঘ (ডেইযুসের) কমিটি গঠন।

    অবিভক্ত বালাগঞ্জের বৃহত্তম অরাজনৈতিক সামাজিক সংগঠন ডেকাপুর ইসলামি যুব সংঘ (রেজি. নং ৯৬/৮৭)’র ২০২৪-২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সংঘের কার্যালয়ে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘের প্রধান উপদেষ্টা ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদী।

    মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে মির্জা অয়েছকে সভাপতি ও শেখ জুয়েল রানাকে সাধারণ সম্পাদক এবং মির্জা এলেমানকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর নতুন কার্যকরী কমিটি দায়িত্ব পালন করবে।

    প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন মির্জা আব্দুল হক জালালাবাদী।

    কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ডা.মির্জা আবু নাছের এম রাহেল, সহ সাধারণ সম্পাদক এমুন আলম চৌধুরী, কোষাধ্যক্ষ মির্জা সিরাজ, প্রচার সম্পাদক মো: আবদুল কুদ্দুস বয়াতি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মির্জা শেরওয়ান,অফিস সম্পাদক শেখ আবদুল করিম,পাঠাগার সম্পাদক শেখ আব্দুল বাছিত, সমাজ সেবা সম্পাদক মির্জা আব্দুস শহীদ খসরু।