Category: Uncategorized

  • মানবতার বার্তা ছড়িয়ে বিশ্ব লায়ন্স সার্ভিস মাসে জেলা ৩১৫ বি১-এর গ্র্যান্ড র‍্যালি

    মানবতার বার্তা ছড়িয়ে বিশ্ব লায়ন্স সার্ভিস মাসে জেলা ৩১৫ বি১-এর গ্র্যান্ড র‍্যালি

    স্টাফ রিপোর্টার: ঢাকার আগারগাঁও গত শুক্রবার সকাল থেকেই ভিন্ন এক পরিবেশে মুখরিত ছিল। লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১-এর উদ্যোগে বিশ্ব লায়ন্স সার্ভিস মাস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি এলাকাজুড়ে এক উৎসবমুখর আবহ তৈরি করে।

    রঙিন ব্যানার, ক্লাবভিত্তিক সজ্জা, সামাজিক বার্তা ও মানবসেবার চেতনায় অনুপ্রাণিত র‍্যালিটি সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করে।

    মোট ৫০০–এরও বেশি লায়ন ও লিও সদস্য এই র‍্যালিতে অংশগ্রহণ করেন, যা লায়নিজমের শক্তিশালী উপস্থিতি এবং সামাজিক সেবা কার্যক্রমে তাদের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। প্রতিটি ক্লাব তাদের নিজস্ব স্টাইল এবং স্বতন্ত্র উপস্থিতি দিয়ে র‍্যালিকে আরও প্রাণবন্ত করে তোলে।

    জেলা গভর্নর লায়ন ড. এ. কে. এম. সারোয়ার জাহান জামিল এমজেএফ র‍্যালির নেতৃত্ব দেন। তার পাশাপাশি ছিলেন জেলা ফার্স্ট লেডি লায়ন রোজিনা শাহীন মুনা, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. খন্দকার মাজারুল আনোয়ার এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন রফিকুল বারী এমজেএফ, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর হেলেন আক্তার নাসরিন পিএমজেএফ, এবং আরও অনেকে।

    গ্র্যান্ড র‍্যালিটি পরিকল্পনা ও তত্ত্বাবধান করেন কমিটির চেয়ারপার্সন লায়ন শিরিন আখতার রুবি। তার সাথে ছিলেন সেক্রেটারি লায়ন মামুন আহাম্মদ, ট্রেজারার লায়ন আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি লায়ন নাসিমা আলম, জয়েন্ট ট্রেজারার লায়ন ইয়াসরিব হাসান, এবং লিও জেলা সভাপতি লিও অরিত্র রহমান।

    র‍্যালিটি ৫০টির বেশি মোটরযান নিয়ে আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানুষের ভিড়, উচ্ছ্বাস, মাইকিং এবং থিমেটিক ব্যানারের সমন্বয় র‍্যালিকে আকর্ষণীয় করে তোলে। মানবতার প্রতি অঙ্গীকার, সেবার প্রতি নিষ্ঠা এবং নেতৃত্ব গঠনে লায়ন্স ক্লাবের ভূমিকা এ র‍্যালির মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়।

    র‍্যালির শেষে লায়ন্স ভবনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে জেলা গভর্নর অংশগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “যেখানে মানুষ আছে, সেখানে সেবা আছে—এটাই লায়নিজমের চেতনা।”

    অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় প্রাতঃরাশ এবং সৌহার্দ্যপূর্ণ মেলামেশা। লায়ন ও লিও সদস্যরা জানান যে এই র‍্যালি তাদের আত্মবিশ্বাস, ঐক্য এবং সেবাবোধকে আরও উজ্জীবিত করেছে।

  • জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল  বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান

    জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান

    স্টাফ রিপোর্টার: ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লিও জেলা সভাপতি, বাংলাদেশ এবং ওয়েসকা বাংলাদেশ ইয়ুথ চ্যাপ্টার ভাইস প্রেসিডেন্ট অরিত্র রহমান ২০২৫ সালের ১৫ অক্টোবর জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ডের মিটিং এ অংশগ্রহণ করবেন।

    তিনি বিশ্বের ৪১টি দেশে গ্রামীণ উন্নয়ন, পরিবেশ পুনরুদ্ধার এবং ক্ষমতা গঠনের জন্য কাজ করে এমন জাপান ভিত্তিক ইন্টারন্যাশনাল এনজিও ওয়েসকা ইন্টারন্যাশনালের বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ৭ জন প্রতিনিধি দলের সাথে যোগদান করছেন।

    প্রতিনিধি দলটি ওয়েসকা ইন্টারন্যাশনালের প্রাক্তন পরিচালক বেঞ্জির আহমেদ, ওয়েসকা বাংলাদেশের পরিচালক কে এম ইকতিয়ার জামান, ওয়েসকা বাংলাদেশ ন্যাশনাল চেপ্টার সভাপতি মিসেস হেলেন আখতার নাসরিন, মহাসচিব মিসেস খালেদা জাহান এবং প্রেসিডেন্ট ওয়েসকা বাংলাদেশ ইয়ুথ চেপ্টার তাসফিয়া আহমেদ।

    প্রতিনিধিদের উদ্দেশ্য হল বাংলাদেশ ন্যাশনাল চেপ্টার এর নতুন প্রকল্প লক্ষ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা করা। অরিত্র রহমান তার প্রতিনিধি দলের সাথে ২১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত টোকিওতে থাকবে। আমরা প্রতিনিধি দল এবং সমস্ত সদস্যদের সাফল্য কামনা করি।

  • সাংবাদিক অজামিল চন্দ্র নাথের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা।

    সাংবাদিক অজামিল চন্দ্র নাথের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা।

    স্টাফ রিপোর্টার সাজু আহমেদ: গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা অজামিল চন্দ্র নাথ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার রাত ৮টায় অজামিল চন্দ্র নাথ স্মৃতি পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জ বেলমন ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সটিটিউট এর হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

    এসময় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাকিব আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি রতন মনী চন্দ, দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার জয় রায় হিমেল, সাংবাদিক দীনেশ দেবনাথ, প্রতিদিনের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো, রুবেল তালুকদার, ফারহান মাসউদ আফছর, গোলাপগঞ্জ বেলমন ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের পরিচালক ও শিক্ষক রুবেল আহমদ, রিমন উদ্দিন, শিক্ষক রাহাত আহমদ শুভ, শিক্ষক ও সাংবাদিক সাজু আহমদ, সাংবাদিক রিফাত আহমদ, আরিফ আহমদ, আলম আহমদ প্রমুখ।

    এসময় বক্তারা অজামিল চন্দ্র নাথের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

    উল্লেখ্য,অজামিল চন্দ্র নাথ ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীর্ঘ প্রায় ৪০ দিন চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। চলতি বছরের ৮ সেপ্টেম্বর ছিল তাঁর প্রথম মৃত্যু বার্ষিকী।

    ৯০ এর দশকে অজামিল চন্দ্র নাথ দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক শ্যামল সিলেট ও চ্যানেল এস এর গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

    এছাড়াও তিনি সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
    সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশার সাথেও জড়িত ছিলেন। ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

  • সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী সা. র‌্যালি অনুষ্ঠিত রাসূল সা. এর আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে

    সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী সা. র‌্যালি অনুষ্ঠিত রাসূল সা. এর আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে

    মোঃ ছালা উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ আধ্যাত্মিক রাজধানী পূণ্যভূমি সিলেট নগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে ‘মুবারক র‌্যালি’। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র ঈদে মীলাদুন্নবী সা. র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেট আয়োজিত এ র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী সা. এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আগত অতিথিবৃন্দ। বাদ যুহর র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্র-জনতার কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম- এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে তুলে।

    র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ সা. সমগ্র জাহানের জন্য রহমতস্বরূপ। তাঁর আগমনে পৃথিবী অন্ধকার থেকে আলোর পথ পেয়েছিল। তিনি দুনিয়া ও আখিরাতের সরদার। তিনি শুধুমাত্র নবুওয়াত প্রকাশের পরে নয় বরং বাল্যকাল থেকেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর এমন কোনও লাঞ্ছিত, বঞ্চিত, মযলুম ব্যক্তি নেই, যার স্থান তাঁর কাছে ছিলোনা। তিনি ছিলেন মযলুমদের আশ্রয়স্থল। তায়েফের ময়দানে তিনি সবচেয়ে বেশি দুঃখিত হয়েছিলেন। কিন্তু তিনি তায়েফবাসীদের কখনো বদদুআ দেননি।
    বক্তারা আরো বলেন, আল্লাহর নবী সা. এর আলোচনা উত্তম কাজ। শুধু তাই নয় এটি সুন্নাতে এলাহি ও সুন্নাতে সাহাবি। উম্মতে মুহাম্মদীর সালাত ও সালাম আল্লাহর হাবীব সা. এর দরবারে পৌঁছায়। শুধু পৌঁছায় না, বরং তার পরিচয়ও তুলে ধরা হয়। পৃথিবীব্যাপী দিকে দিকে অশান্তির ঘনঘটা। এর থেকে মুক্তির সমাধান রয়েছে উসওয়ায়ে মুসতাফায়। আমাদের ঘরে-বাহিরে, চিন্তা-চেতনায় রাসূল সা. এর আদর্শ অনুসরণ করা প্রয়োজন। তাঁর অনুসরণ ব্যতিত আল্লাহকে পাওয়ার কোনও পথ নেই। তাঁর উসওয়াকে ব্যক্তিজীবন ও সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর হাবীবের আলোচনা, তাঁর সীরাতকে সমাজে ছড়িয়ে দিতে হবে। তাঁর আনুগত্যই আমাদের ঈমান। যে সকল অসামাজিকতা সমাজে বিরাজ করছে, শয়তানের তাবেদার বানানোর যে দুরভিসন্ধি চলছে; এগুলো থেকে বেঁচে থাকতে রাসুল সা. এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। আমরা তাঁর উসওয়ার দিকে যত ধাবিত হবো, ততো আমাদের পরিবার ও সমাজ সুন্দর হবে।

    র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

    র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক সুলাইমান আহমদ চৌধুরী এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হুসাইন আহমদ এর পরিচালনায় র‌্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অর্থ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, আনজুমানে আল ইসলাহ ইউকের কাউন্সিল মেম্বার মাওলানা আব্দুল কুদ্দুছ, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম।

    র‌্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মারুফ আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত র‌্যালিপূর্ব আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলমগীর হোসেন, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, মুহা. শরীফ উদ্দিন, মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মো. জাহেদুর রহমান, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, আনজুমানে আল ইসলাহ’র সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তাজুল, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী আব্দুস সামাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রমুখ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ আজাদ, মাসরুর হোসেন জাফরী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক জিল্লুর রহমান, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক নাসির খান, মো. ছাদেকুর রহমান, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ, কেন্দ্রীয় সদস্য- আমিমুল ইহসান তাহসিন, এম. শামছ উদ্দিন, রেজাউল করিম, হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সদস্য এনাম উদ্দিন আহমদ, ইসলাম উদ্দিন চৌধুরী, গাওছুল আলম।

    আরো উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি মুসলেহ উদ্দিন কাওছার, সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, সাবেক সভাপতি হাফিজ সাদ উদ্দিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, শাবিপ্রবি সভাপতি জুবেল আহমদ, ময়মনসিংহ জেলা সভাপতি শামসুদ্দিন মামুন, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগরীর সহ-সভাপতি মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, ঢাকা মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান বাপ্পি, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি ইমরান আহমদ সুফি, নাজমুল ইসলাম শিহাব, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি আহমদ আল মনজুর, জায়েদুর রহমান, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মহসিন আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, শাবিপ্রবি সাধারণ সম্পাদক আফসার হোসাইন, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ প্রমুখ।

    সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা: তালামীযে ইসলামিয়া আয়োজিত ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালিকে সফল ও সার্থক করে তোলা সহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক সুলাইমান আহমদ চৌধুরী ও সদস্য সচিব হুসাইন আহমদ। তারা র‌্যালির কারণে নগরবাসীর যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

  • সিলেটের গোলাপগঞ্জ  অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নিখুঁত প্রশাসন স্থানীয়দের কাছে প্রশংসার যোগ্য

    সিলেটের গোলাপগঞ্জ অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নিখুঁত প্রশাসন স্থানীয়দের কাছে প্রশংসার যোগ্য

    মো, রুবেল তালুকদারঃ সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্বগ্রহণের পর থেকেই অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা স্থানীয় জনগণের মাঝে বিশেষ শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছেন। থানায় মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে বিভিন্ন ধরনের অপরাধ ও দুর্নীতি মোকাবেলায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

    স্থানীয়রা জানিয়েছেন, থানার কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত এবং ফলপ্রসূ হয়েছে। দীর্ঘদিন ধরে বিচারহীন থাকা কিছু মামলা দ্রুত সমাধান হয়েছে এবং অপরাধীরা দায়িত্বশীলতার সঙ্গে শাস্তি পেয়েছে। একই সঙ্গে, স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তিনি থানার সেবা আরও জনমুখী করেছেন।এলাকার কিছু নিরীহ মানুষ জানান মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে থানায় নিরাপত্তা এবং প্রশাসনের মান ব্যাপক উন্নতি লক্ষ্য করেছি। তিনি সত্যিই জনগণের প্রতি যত্নশীল এবং দায়িত্বপরায়ণ,স্থানীয়রা এভাবে মন্তব্য করেছেন।

    মনিরুজ্জামান মোল্লা জানান, “আমার লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে থানার কার্যক্রমকে আরও কার্যকর করা। আমি চাই সবাই নিরাপদে এবং বিশ্বাসের সঙ্গে আমাদের থানার সেবা পেতে পারে।
    পুলিশ বিভাগের অভ্যন্তরে তার কঠোর পরিশ্রম,সততা এবং দায়িত্ববোধের জন্য তাকে সমাদৃত করা হয়েছে। এই ধরনের নেতৃত্ব স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পুলিশি সেবা ও ন্যায়বিচারের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।

  • ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষ্যে লতিফিয়া পরিষদের নগদ অর্থ ও উপকরণ সামগ্রী বিতরণ

    ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষ্যে লতিফিয়া পরিষদের নগদ অর্থ ও উপকরণ সামগ্রী বিতরণ

    মোঃ ছালা উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর লতিফিয়া সমাজসেবা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষ্যে ইউনিয়নের বাছাইকৃত এতিম, বয়োবৃদ্ধদের মধ্যে নগদ অর্থ ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে একটি করে আতর ও তাসবিহ উপহার দেওয়া হয়েছে।

    অদ্য ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বিকাল ৩ টায় উত্তর সুজননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হজরত মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।

    পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুহা. বদরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজি, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড বালাগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব হাফিজ ফাতির আহমদ, সিলেট এইডেড স্কুলের শিক্ষক মাওলানা শেখ আব্দুল মুকিত, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, ইউপি সদস্য মাওলানা শেখ আব্দুল করিম ও হাবিবুর রহমান তালুকদার।

    সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাণুরাগী মির্জা আব্দুল ওয়াহিদ লিলু মিয়া, আমজুর জামে মসজিদের সভাপতি আঙ্গুর বেগ, ইমাম মাওলানা আলী হায়দর, মির্জা আব্দুল হক জালালাবাদী, শামস উদ্দিন তালুকদার, মির্জা সিরাজ মিয়া, মাওলানা আলী আছকর বেগ, আজমল তালুকদার, তুরন বেগ, শাহেদ আহমদ তালুকদার, জিয়াউর রহমান তালুকদার, মির্জা এলেমান, লতিফিয়া পরিষদের প্রবাসী সদস্য সাইদুল ইসলাম নেফুর ও শেখ মোস্তাফিজুর রহমান ইকবাল।

    এছাড়াও উপস্থিত ছিলেন লতিফিয়া পরিষদের সহ সভাপতি ডাক্তার জিল্লুল হক, হাফিজ আক্তার হোসেন, সহ সাধারন সম্পাদক হাফিজ আব্দুল মালিক, প্রচার সম্পাদক ছালা উদ্দিন সহ প্রচার সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শেখ শাহজাহান, অফিস সম্পাদক ক্বারী গোলাম মস্তফা, সহ অফিস সম্পাদক হাফিজ শেখ জয়নুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আবু সালেহ হোসাইন, নির্বাহী সদস্য মোহাম্মদ আল আমিন, সাজু আহমদ তালুকদার, মিজানুর রহমান প্রমুখ।

  • গলাচিপায় জাল টাকাসহ  গ্রেফতার ১

    গলাচিপায় জাল টাকাসহ গ্রেফতার ১

    মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়ার ফুলখালী সুইস গেট এরিয়া থেকে গলাচিপা থানা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে ৩১ আগষ্ট রবিবার পৌনে ছয়টার দিকে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সলেমান তালুকদারের ছেলে মোঃ ইয়াসিন তালুকদার কে তেরোটি (১৩) ১০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করে। জানা যায়, দীর্ঘ দিন ধরে আটক কৃত আসামী জাল টাকা পাচারের সাথে জরিত রয়েছে।

    এবিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ আসাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি চৌকষ টিম জাল টাকা পাচারের সময় ইয়াসিন তালুকদার কে গ্রেফতার করা হয়েছে এবং জাল টাকা পাচার চক্রের সাথে জরিতদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আটক কৃত ব্যাক্তিকে আইনী প্রক্রিয়া শেষে ১’লা সেপ্টেম্বর দুপরে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • দি কুলাউড়া 24-এর ১০ হাজার ফলোয়ার পূর্তিতে ব্যতিক্রমী পদক্ষেপ — মসজিদ নির্মাণে সহযোগিতা

    দি কুলাউড়া 24-এর ১০ হাজার ফলোয়ার পূর্তিতে ব্যতিক্রমী পদক্ষেপ — মসজিদ নির্মাণে সহযোগিতা

    কুলাউড়ার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম The Kulaura / কুলাউড়া 24 তাদের ১০ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কাটা বা উৎসবের আয়োজন না করে বেছে নিয়েছে এক মহৎ পথ — চলমান একটি মসজিদ নির্মাণে অর্থ সহযোগিতা।

    পেইজের প্রতিষ্ঠাতা মো. রেজাউল ইসলাম শাফি জানান— “আমরা প্রথমে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু পরে সিদ্ধান্ত নিই, অনুষ্ঠান না করে একটি মসজিদের পূর্ণ নির্মাণ কাজে শরিক হবো। এটি সওয়াবের কাজ, তাই সবাইকে এই মহৎ উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।”

    ১২ আগস্ট ২০২৫ তারিখে মৈশাজুরী উত্তরপাড়া জামে মসজিদে অনুদান প্রদান করা হয়, যার প্রমাণস্বরূপ মসজিদ কমিটির পক্ষ থেকে রসিদ প্রদান করা হয়েছে।

    এই নির্মাণাধীন মসজিদকে আধুনিক ও সুপরিসর কাঠামোর রূপ দিতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া এই মহৎ উদ্যোগ সফল করা সম্ভব নয়।

    সহযোগিতা পাঠানোর তথ্য:

    ব্যাংক একাউন্ট:

    ব্যাংকের নাম: পূবালী ব্যাংক লিমিটেড

    শাখা: ব্রাহ্মণবাজার শাখা

    একাউন্ট নাম্বার:১৩৯৮১০১১৬৯১২৩

    বিকাশ (পার্সোনাল):নাম্বার: ০১৭১৫৭২৯১৭৫

  • কুলাউড়ায় ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই সিএনজি দিয়ে 

    কুলাউড়ায় ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই সিএনজি দিয়ে 

     

    রুবেল বখস পাভেল, কুলাউড়া।

    কুলাউড়া পৌর শহরে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দশ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১০টায় সাদেকপুর রোড এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী, উত্তরবাজারের মজুমদার ফ্যাশন ও মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী মিজানুর রহমান মজুমদার, মঙ্গলবার (২৯ জুলাই) কুলাউড়া থানায় মৌখিক অভিযোগ দায়ের করেছেন।

    মিজানুর রহমান জানান, দোকান বন্ধ করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাসায় ফেরার পথে একটি সিএনজি অটোরিকশা তার পথ আটকায়। চালকসহ তিন ছিনতাইকারী তার হাতের দুটি টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

    খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এবং মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি ওমর ফারুক জানিয়েছেন, পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।জেলা গোয়েন্দা সংস্থার ইন্সপেক্টর (ওসি) সুদীপ্ত শেখর মুঠোফোনে বলেন কুলাউড়া থানা পুলিশের সাথে জেলা গোয়েন্দা পুলিশের টিম মাঠে কাজ করছে।এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:আজমল হোসেন জানান ব্যবসায়ির মৌখিক অভিযোগ পেয়েছি এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ সহ মাঠে গতরাত থেকে কয়েকটি টিম কাজ করছে।

  • ওয়াজ উদ্দিনকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ

    ওয়াজ উদ্দিনকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ

    স্টাফ রিপোর্টার: সম্প্রতি ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক ওয়াজ উদ্দিনকে ঘিরে কিছু বিতর্কিত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

    দুর্নীতি, অনিয়ম ও স্বচ্ছতার অভাব— এমন কিছু গুরুতর অভিযোগ তাকে ঘিরে উঠেছে,১৫০ বিঘা জমি, বেশি দামে PLC ক্রয়, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোসহ অন্য প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দেয়া ইত্যাদি।

    অথচ বাস্তবতা ভিন্ন, ওয়াজউদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নিরাপদ পানি সরবরাহ ও সিষ্টেম লস কমাতে DMA বাস্তবায়নে শতবাঁধা পেরিয়ে প্রকল্পে তিনি এবং তার টিম নেতৃত্ব দিয়েছেন সফলভাবে।

    তাঁর নিয়োগ কোনো ব্যক্তিগত অনুগ্রহ নয়— বরং কারিগরি, প্রশাসনিক যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকল্প পরিচালনার দক্ষতার ভিত্তিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

    ADB’র গাইড লাইন মেনে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চুক্তিবদ্ধ এই কাজগুলো মাঠ পর্যায়ে দেশি বিদেশি (জাপানি) কনসালটেন্টদের সুপারভিনে SCADA, Automation বাস্তবায়ন প্রায় শেষ।

    ওয়াসার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ওয়াজ উদ্দিনকে স ৎ ও দক্ষ অফিসার হিসাবে জেনে আসছি, তার বিরুদ্ধে ছড়ানো এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং উন্নয়নকাজ ব্যাহত করার হীন অপচেষ্টা।

    বরং তার প্রকল্প টিমের নেতৃত্বেই ওয়াসা এখন সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে — যার সুফল পাচ্ছে লাখো কোটি ঢাকাবাসী।

    গত ২৯ এপ্রিল এবং গত কয়েক তারিখে কিছু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ওয়াজ উদ্দিনকে ঘিরে কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে প্রতিয়মান হয়েছে।

    তাই সত্য জানতে হলে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, কুৎসা নয়। একজন দক্ষ প্রকৌশলী ও দেশপ্রেমিক কর্মকর্তা ওয়াজ উদ্দিনকে ঘিরে মিথ্যা প্রচার বন্ধ হওয়া উচিত — এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।