Category: সম্পাদকীয় খবর

সম্পাদকীয় খবর সাধারণত সংবাদপত্র বা ম্যাগাজিনের মূল বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণ এবং মতামত উপস্থাপন করে। এতে সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়। সম্পাদকীয় লেখকরা সাধারণত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিশ্লেষণ করে পাঠকদের চিন্তাভাবনাকে উত্সাহিত করেন। এ ধরনের খবর সাধারণ জনগণের মধ্যে সচেতনতা এবং আলোচনার ক্ষেত্র তৈরি করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমৃদ্ধ করে।

  • ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান

    ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান

    সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ১৮ জুলাই শুক্রবার বিকেল ৫টায় ‘ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সাংগঠনিক জাহেদ হাসান ইমন কুরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেডক্রিসেন্ট এডহোক কমিটির সদস্য, ফয়সল আহমদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিব্বির আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং-এর কেন্দ্রীয় কমিটির সংগঠক। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের সদস্য,সজল আহমেদ, , ফ্রেন্ডস ব্লাড ডোনেশন, সিলেট-এর প্রতিষ্ঠাতা পরিচালক,মাহমুদুল হাসান নাঈম,সিলেট ওসমানী মেডিকেল ইন্চাজ ,শাহাব্বুদ্দিন শিহাব।

    প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ বলেন, রক্তদান একটি মহৎ কাজ এবং এর মাধ্যমে আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারি। ভালোবাসার কুঁড়ে ঘর সোসাইটির মত উদ্যোগগুলো সমাজের জন্য অপরিহার্য।”

    বিশেষ অতিথির বক্তব্যে শিব্বির আহমদ বলেন এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

    ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটির চেয়ারম্যান এস কে রিয়া রায়হান সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো রক্তের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমরা একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই যেখানে সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে উৎসাহিত হবে।”

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি :এস কে রায়হান উদ্দিন মিনাজ।সহ-সভাপতি:আ:কুদ্দুস, সাধারণত সম্পাদক জয়নুল সাংগঠনিক,জাহেদ হাছান ইমন, প্রধান সাংগঠনিক,রাশেদ সহ-সাংগঠনিক, ইমরান সিনিয়ার ভাইস চেয়ারম্যান, কার্যকারী চেয়ারম্যান শাহিন আহমদ, প্রধান প্রচার সম্পাদক ইব্রাহিম, সহকারী প্রচার সাম্পাদক মামুন, সহ-কারী পরিচালক তানজিল

    অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরাও উপস্থিত ছিলেন।

    ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদানের লক্ষ্য হলো সমাজে রক্তদানের সচেতনতা বৃদ্ধি করা এবং রক্তদানের মাধ্যমে অসহায় রোগীদের সাহায্য করা।

    ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদানের এই উদ্যোগ সিলেটবাসীর কাছে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যুক্ত হয়ে রক্তদানের মাধ্যমে মানবতার সেবা করতে পারবে। সোসাইটির চেয়ারম্যান এস কে রিয়া রায়হান তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা আশা করি এই উদ্যোগ সিলেট তথা দেশের অন্যান্য স্থানে রক্তদানের চেতনা জাগ্রত করবে।’

  • বাগেরহাট জেলায় ০৪টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র এব্ং ০১টি মাইক্রোবাসসহ ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

    বাগেরহাট জেলায় ০৪টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র এব্ং ০১টি মাইক্রোবাসসহ ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

    বাগেরহাট জেলা সুযোগ্য পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার যৌথ অভিযানে বাগেরহাট জেলায় ০৪টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র এব্ং ০১টি মাইক্রোবাসসহ ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার:

    বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের নেতৃত্বে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম টিম, মোল্লাহাট থানা পুলিশ ও জেলা বিশেষ শাখা মোল্লাহাট জোনের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৬/০৬/২০২৫ খ্রি. তারিখ ১৮.২০ ঘটিকায় মোল্লাহাট থানাধীন ঢাকা টু খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানা হইতে আসা একটি হাইএস মাইক্রোবাস থামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে মাইক্রোবাসে আগত ব্যক্তিদের তল্লাশী করে ০৪টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ০১টি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও ০১টি দা উদ্ধারপূর্বক মাইক্রোবাসে থাকা ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।

    আটককৃতরা হলো ১। কাউসার আলী (৪৩),পিতা-মৃত কদম আলী মোল্লা, সাং- কানাইডাঙ্গা, থানা- মহেশপুর, ২। মো: মেহেদী হাসান (২৩) , পিতা- মনিরুল ইসলাম, সাং- বাসুদেবপুর, থানা- হরিণাকুন্ডু, ৩। আতাউর রহমান (৩০), পিতা-আব্দুল মবিন, সাং- কানাইডাঙ্গা , থানা- মহেশপুর, ৪। মোঃ খোকন বিশ্বাস, (৪৫), পিতা-মৃত ইদ্রিস আলী বিশ্বাস, সাং-সাবেক বিন্দু, থানা- হরিণাকুন্ডু, ৫। খোকন মিয়া (৩৫), পিতা- আবুল বাসার মন্ডল, সাং- সড়াবাড়ি, থানা- হরিণাকুন্ডু, ৬। আবুল হোসেন (৪৩), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- ধান্য হরিয়া, থানা- মহেশপুর, ৭। মোঃ ইমদাদুল হক(৩১), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- ধান্যহরিয়া, থানা- মহেশপুর, ৮। জনি মিয়া(২৭), পিতা-গিয়াস উদ্দিন, সাং- গয়েশপুর, থানা- মহেশপুর, ৯। সেলিম শাহ(৩৪), পিতা- আনিসুর রহমান শাহ, সাং- সাবেক বিন্দু, থানা- হরিণাকুন্ড ১০। মাসুম পারভেজ (২২), পিতা- নুর আলম, সাং- ধান্যহাড়িয়া, থানা- মহেশপুর ও ১১। প্রসেনজিৎ চন্দ্র দাশ, পিতা- অধীর চন্দ্র দাস, সাং- হামদো মোড়, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ।

    আসামীরা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা নিয়ে বিদেশী অস্ত্রশস্ত্র সহ মাইক্রোবাসযোগে ঝিনাইদহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিল মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
    রেজাউল কবির সিনিয়র ক্রাইম রিপোর্টার at Bagerhat, Bangladesh – বাগেরহাট, বাংলাদেশ.

  • পঞ্চগড়ে ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে আটক

    পঞ্চগড়ে ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে আটক

    অনলাইন ডেস্করিপোর্টঃ একতা ক্সপ্রেস ট্রেনে পরিচয়। তারপর তরুণী নিয়ে কিসমত এলাকায় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে এক পর্যায়ে তাকে মাথায় ইট দিয়ে আহত করে তারপর ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ, স্তনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়। পরে মরদেহ ফেলে রাখা হয় রেললাইনে। এমন নৃশংস হত্যার বর্ণনা দিয়েছেন হত্যাকারী রিফাত বিন সাজ্জাদ (২৩)। কিন্তু  ক্রাইম থ্রিলার সিনেমার মতো সব কিছু লুকালেও শেষ  রক্ষা হলো না আসামীর। এবার ইজিবাইক চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় সে। তারপর তার মুঠোফোনে পাওয়া ভিডিওর সূত্র ধরেই  বেড়িয়ে আসে চাঞ্চল্যকর ওই হত্যাকান্ডের সব কাহিনী। আসামী রিফাত বিন সাজ্জাদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামে। সে ওই এলাকার আকতার হোসেনের ছেলে।

    সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হত্যাকান্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। তিনি জানান, গত ১৪ জানুয়ারি জেলার আটোয়ারী উপজেলার কিসমত এলাকায় রেললাইনে একটি অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যাকান্ড হলেও এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারছিলো না পুলিশ। থানায় অপমৃত্যু মামলা হয়। ঠাকুরগাঁয়ের ভুল্লি এলাকার একটি পরিবার তাদের মেয়ে মনে করে মরদেহ গ্রহণ করে দাফন সম্পন্ন করেন।

    এদিকে হত্যাকান্ডের পরও আসামী সাজ্জাদ একের পর অপরাধ কর্ম চালিয়ে যেতে থাকে।  গত ৮ মার্চ দিবাগত রাতে আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার তাহিরুল ইসলামের বাড়িতে ইজিবাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে সাজ্জাদ। এ সময় স্থানীয়রা তাকে উত্তম মাধ্যম দেয়। এ সময় তার মোবাইলে একটি নারীকে বেধে রাখার ভিডিও দেখতে পায় তারা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অজ্ঞাত ওই নারীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। সে জানায়, তার মাকে নিয়ে গালি দেয়ায় তাকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে যৌনাঙ্গ, স্তনসহ শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে কেটে হত্যা করা হয়। তারপর মরদেহ ফেলে দেয়া হয় রেললাইনে।
    পরে তাকে তুলে দেয়া পুলিশের হাতে। তার বিরুদ্ধে আটোয়ারী  থানায় ধর্ষণের পর হত্যা ও চুরির দুটি মামলা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।