Category: বিনোদন প্রতিদিন

বিনোদন প্রতিদিন খবর সেলিব্রিটি গসিপ, চলচ্চিত্র মুক্তি, টিভি শো এবং মিউজিক অ্যালবামের সংবাদ নিয়ে থাকে। জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ও তাদের প্রকল্প সম্পর্কে আপডেট এবং ইন্টারভিউসহ বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়। চলচ্চিত্র ফেস্টিভ্যাল, পুরস্কার অনুষ্ঠান এবং নতুন ট্রেন্ডের খবরও গুরুত্ব পায়। বিনোদন জগতের নানা তথ্য পাঠকদের বিনোদনমূলক ও তথ্যবহুল অভিজ্ঞতা দেয়।

  • নারী সংগীতশিল্পীর ওপর হামলা ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ

    নারী সংগীতশিল্পীর ওপর হামলা ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা থানাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসের সামনে এক নারী সংগীতশিল্পীর ওপর শারীরিক হামলা, স্বর্ণালঙ্কার ছিনতাই ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রায়হান সুলতানা নিহা (৪০) রমনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    রায়হান সুলতানা নিহা চট্টগ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত সংগীতশিল্পী। ইতোমধ্যে তিনি দেশের বাইরে বিভিন্ন সংগীত অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।

    নিহা বলেন, গত ২৫ জুলাই রাত ১০টার দিকে শিল্পকলা একাডেমি ও দুদক কার্যালয়ের সামনে একটি দম্পতির ঝগড়ার দৃশ্য চোখে পড়ে। পূর্বপরিচিত পারভীন আক্তার নাদিয়া ও তার স্বামীকে তর্কে লিপ্ত দেখে আমি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যাই। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমার প্রতিবেশী নাহার তমা (৩৬), মিনি খান (৫৫) এবং আরও তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি।

    নিহা বলেন, “আমি এগিয়ে যেতেই তমা কোনো কারণ ছাড়াই আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করায় তিনি আমাকে গলা চেপে ধরেন, চুল ধরে মাটিতে ফেলে দেন এবং তার সঙ্গে থাকা অন্যরা মিলে আমাকে মারধর করেন।”

    “মাটিতে পড়ে গেলে তমা আমার গলার ৮ আনার স্বর্ণের চেইন, ব্যাগে থাকা ১১ হাজার ৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিনিয়ে নেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন,” বলেন নিহা।

    তিনি আরও বলেন, ঘটনার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর থেকেই অজ্ঞাত বিভিন্ন নম্বর থেকে তার মোবাইলে প্রাণনাশের হুমকি আসছে। হুমকির ভাষ্য ছিল, “তোর সিনিয়রদের আমরা আওয়ামী লীগের দোসর বানিয়ে জেলে পাঠাব। বাঁচতে চাইলে টাকা রেডি রাখ।”

    শারীরিক হামলার পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগও এনেছেন নিহা। তাঁর ভাষায়, “তারা আমার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য, বিকৃত ছবি এবং মানহানিকর বক্তব্য ছড়িয়ে দিচ্ছে, যা আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে চরমভাবে প্রভাবিত করছে।”

    ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

    ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত নাহার তমার একটি আপত্তিকর ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা তার (তমার) কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তমার নামে একটি সংগীত একাডেমি থাকলেও তিনি পেশাগত সংগীতশিল্পী নন। সেই একাডেমির আড়ালে তিনি অনৈতিক কাজ ও মাদকে সেবন কারি এবং মাদক ব্যবসায়ী কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেছেন।তমা বিভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন নাম প্রকাশ করে থাকেন যেমন সামাজিক ফেসবুকে নাম রয়েছে রুবিনা নাউব তমা।

    শিল্পীর নামে অপসংস্কৃতিতে জড়িত রয়েছে যে সকল শিল্পীগন তাদের কে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক কাশি দাবি করেন একাডেমির আশে পাশের সাধারণ মানুষ ।

  • সব ধরনের চরিত্রেই কাজ করতে ভালোবাসি অভিনেতা; মোঃ শামীম

    সব ধরনের চরিত্রেই কাজ করতে ভালোবাসি অভিনেতা; মোঃ শামীম

    এডি পিনব (নিউজ ডেস্ক):- বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ায় বহুল পরিচিত বাংলা নাটক খোট, বেয়াদব, এখনো ভালবাসি, এই দিনটারই সহ জনপ্রিয় ওয়েব ফিল্ম, দুই দিনের দুনিয়া, টাকশাল এর একজন পরিচিত মুখ অভিনেতা মোঃ শামীম। ইমোশনাল চরিত্রের পাশাপাশি বেশিরভাগ সময় কমেডি চরিত্রে দেখা যাচ্ছে গুণী এ অভিনেতাকে। উল্লেখ্য জুতা নিজ দায়িত্বে রাখিবেন ও কঞ্জুশ -২ এর কমেডি পার্ট গুলো টিকটক ও ফেসবুক রিলসে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে আছে। মোঃ শামীম ২০১২ সাল থেকে এখনো রঙ্গনা নাট্য গুষ্টি থিয়েটারের সাথে যুক্ত জনাব সিরাজ হায়দারের হাত ধরে যার পথচলা। এছাড়াও লাইভ স্টেজের পাশাপাশি ২০০৬ সালে বিটিভিতে অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ সহ ২০০৯ সালে এন টিভি শো হাসু সিজন-১ এর অংশগ্রহণকারী পর ২০১২ সালে সাঈদ তারেখ পরিচালিত এটি এন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান কমেডি আর ব্যপক পরিচিতিতে নিয়ে যায় অভিনেতাকে
    ২০১৩ সালে প্রযোজক, ফাইট ডিরেক্টর দেলোয়ার হোসেন দিলুর হাত ধরে প্রথম বার বাংলা সিনেমা এক পলকের দেখা’ তে কাজের সুযোগ পান গুণী এ অভিনেতা। তারপর থেকে মিডিয়া পাড়ায় ব্যপক নাম জশ শুরু হয় এ শিল্পীর।
    মোঃ শামীমের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে খোট, বেয়াদব, এখনো ভালবাসি, এই দিনটারই, এই গল্পের নাম কি, আমি এখানেই থাকবো,প্রিয় বন্ধু নাটক সহ ওয়েব ফিল্ম, দুই দিনের দুনিয়া, টাকশাল কাজগুলো বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এখনো পর্যন্ত পাঁচশত এর বেশি নাটকে কাজ করেছেন এ শিল্পী, কাজের ব্যস্ততার মধ্যে ও আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়ানে মোঃ শামীম জানান যে আমি প্রথমেই স্মরণ করছি মোহাম্মদ নাজমুল হাসান যার ছায়াতলে আমি ঠাঁই পেয়েছিলাম, আমি দর্শকদের জন্য আজ মোঃ শামীম যাদের ভালোবাসা আমার কাজের অনুপ্রেরণার উৎস আমি সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। কাজের পাশাপাশি আরো ভালো নাটক, বিঙ্গাপন, ওয়েভ সিরিজে কাজ করে দর্শক হৃদয়ে আরও পেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ।

  • প্রকাশ হলো কণ্ঠশিল্পী এই পি হৃদয়ের “কইলজা পুইড়া গেছে”

    প্রকাশ হলো কণ্ঠশিল্পী এই পি হৃদয়ের “কইলজা পুইড়া গেছে”

    এডি পিনব (বিনোদন প্রতিবেদক)প্রযোজনা প্রতিষ্ঠান “এইচ পি মিউজিক স্টেশন” থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী এইচ পি হৃদয় এর কন্ঠে “কইলজা পুইড়া গেছে” গানটির কথা-সুর সাজিয়েছেন শিল্পী নিজেই,গানটির সঙ্গীতায়োজন করেছেন এ আর রানা,মিউজিক ভিডিওতে মডেল হিসাবে অভিনয় করেছন “রাজীব খান ও ইলা”,গানটির  ভিডিও ডিরেক্টর হিসাবে ছিলেন এস এম আল-আমিন কবির,ক্যামেরায় ছিলেন এম ডি অয়ন চৌধুরী, মেকাপ সাগর রানা,শিল্পী জানান সব কিছু মিলিয়ে সকলের সহযোগিতায়  গানটি অনেক সুন্দর হয়েছে, আশা করি গানটি দর্শকদের মনে জায়গা করে নিবে। গানটি নিয়ে আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়ানে শিল্পী জানান যে আমি সব সময় ভাল কিছু করার চেষ্টা করি এ গানি তেমনি চেষ্টা সবাই পাশে থাকবেন আর সামবে আরো কিছু কাজ আসছে, সময় নিয়ে কাজগুলো হচ্ছে যাতে করে শ্রোতারা ভালো কিছু পান।

  • ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা; মুখ খুললেন বাপ্পারাজ

    ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা; মুখ খুললেন বাপ্পারাজ

    এডি পিনব (নিউজ ডেস্ক):- ঢাকাইয়া সিনেমার এক সময়ের ব্যস্ততম অভিনেতা ছিলেন নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ, ব্যর্থ প্রেমিকের চরিত্রে তার খ্যাতি এখনো জনপ্রিয়তার শীর্ষে। সম্প্রতি ফারুকি উপদেষ্টা বিতর্কে বাপ্পারাজের অনেক ভক্তরা তাকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা হওয়ার ট্রলে এবার মুখ খুললেন বাপ্পারাজ নিজে। তার পোস্টে নির্মাতা সাফি উদ্দিন সাফি লিখেছেন যে সফল প্রেমের অনেক ছবি আছে আপনার তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেমবিষয়ক উপদেষ্টা করার। এছাড়াও তাকে ব্যর্থ প্রেম বিষয়ক বিভিন্ন উক্তি উল্লেখ করেছেন ভক্তরা।

    নিজের কাজ স্বম্পর্কে বাপ্পারাজ আরো জানান যে একই ধাচের চরিত্রের বাহিরে এসে কাজ করতে চান তিনি নতুন চরিত্রের সাথে বয়সের তারতম্য বজায় রাখে চরিত্র বেঁচে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য তিনি ছবির পাশাপাশি অনেক নাটকো পরিচালনা করেছেন নিজে।

  • এইচ পি মিউজক থেকে প্রকাশ পাচ্ছে পাগলা সোহাগের জিন্দা লাশ

    এইচ পি মিউজক থেকে প্রকাশ পাচ্ছে পাগলা সোহাগের জিন্দা লাশ

    নিউজ ডেস্ক:- এইচ পি মিউজক স্টেশন হাউজের ব্যানারে ১৪ ই নভেম্বর ২০২৪ এ মুক্তি পেতে যাচ্ছে ইউটিউব ভাইরাল উদীয়মান কণ্ঠশিল্পী পাগলা সোহাগের কন্ঠে ফোক বিচ্ছেদী গান জিন্দা লাশ শিরোনামের। জিন্দা লাশ শিরোনামের গানটির কথা মালায় ছিলেন উদীয়মান গীতিকার এডি পিনব। সংগীত আয়োজনে ছিলেন ঢাকাইয়া জনপ্রিয় সংগীত পরিচালক এস রুহুল। ভিন্ন ধর্মী একটি ফোক গানের নতুন কিছু হবে বলে জানা গেছে।

    এই ক্যাটাগরির নিউজ পড়ুন

    গানটি নিয়ে আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়ানে এইচ পি স্টেশন এম ডি জনাব এইচ পি হৃদয় জানান যে আমি সব সময় ভাল কিছু করার চেষ্টা করে থাকি গান গাওয়ার পাশাপাশি নিজের প্রোডাকশনে অন্যান্য শিল্পীদের গান নিচ্ছি আমার ইউটিউব চ্যানালের জন্য তারি ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি জিন্দা লাশ গানটি আপাতত গানটি লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হচ্ছে তবে দর্শক শ্রোতাদের আগ্রহের উপর আগামীতে ভিডিও আকারে গানটি করার চিন্তা ভাবনা রাখবো ধন্যবাদ।

  • গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ

    গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ

    নিউজ ডেস্ক (এডি পিনব) :-
    নাম সোহাগ ইউটিউবে যাকে সবাই পাগলা সোহাগ নামে চিনে, পেশার পাশাপাশি নেশা ছোট বেলা থেকেই গান বিভিন্ন কন্ঠশিল্পীর গলাও নকল করে গাইতে পারেন ভাইরাল সোহাগ।গ্রামের নাম আলমমীরের কান্দী, শিরখাড়া ইউনিয়ন,শ্রীনদী
    থানা,জেলা মাদারীপুর।

    গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ
    গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ

    গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ|! সোহাগের ভাইরাল গানের তালিকায় পাগল আমি নয়রে, আমার বাড়ী রইলো নিমন্ত্রণ,গার্লফ্রেন্ড উল্লেখযোগ্য। পাশাপাশি বেশ কিছু মৌলিক গান আসবে এ শিল্পীর সাথে থাকবে শর্টফিল্ম ও বলে জানিয়েছেন তিনি।

    আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়াতে সোহাগ জানান যে যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে ভালো গান উপহার দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবার ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।