Author: rubelboksh rubelboksh

  • আমরা সরকারি ক্ষমতায় আসলে প্রথমেই শিক্ষা ব্যবস্থার উন্নতি করব জামায়তের কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান

    আমরা সরকারি ক্ষমতায় আসলে প্রথমেই শিক্ষা ব্যবস্থার উন্নতি করব জামায়তের কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান

     

     

     

    রুবেল বখস পাভেল: প্রতিনিধি মৌলভীবাজার।

    মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার হল রুমে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ধর্ম যার যার বাংলাদেশটা হোক সবার। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সব ধর্মের বসবাস নিশ্চিত করতে চাই। সব ধর্মের মানুষ তাদের নিজস্ব আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই। এখানে সংখ্যালঘু বলে কোন জিনিস নেই।

    গত ৫ আগস্টের পরে হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পুজায় নাশকতার আশঙ্কায় আমাদের দলের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। সেটা কোন রাষ্ট্রীয় দায়িত্ব ছিলো না, নৈতিক দায়িত্ব হিসেবে পাহারা দেয়া হয়েছে। হিন্দু ভাইয়েরা যতদিন প্রয়োজন মনে করেছেন, আমাদের কর্মীরা ততদিন তাদের পাশে ছিলেন। কেন মসজিদ মন্দির পাহারা দিতে হবে? আগামীতে কোনরূপ পাহারা ছাড়াই আপনারা পূজা উদযাপন করবেন।

    আগামীতে কোন জালিম যদি জুলুম করে তাহলে আপনারা প্রতিবাদ ও প্রতিরোধ করবেন। আপনাদের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো। আল্লাহর ফায়সালা যদি হয় আর সরকারের দায়িত্ব পাই, তবে আপনাদের পাশে থাকবো। একজাতের ফুলে বাগান হয় না। বগুজাতের ফুল দিয়েই আমরা বাগান গড়বো।

    ডা: শফিকুর রহমান আরও বলেন, আমরা প্রতিহিংসার কিংবা প্রতিশোধের রাজনীতি করি না। কারণ প্রতিহিংসার কিংবা প্রতিশোধ কখনও শান্তি বয়ে আনতে পারে না। কোন মানুষ যদি সংিসতার শিকার হন, তাহলে প্রচলিত আইনের দ্বারস্থ হবেন। প্রচলিত আইনেই তার বিচার হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, আওয়ামী লীগ গদি হারালে দেশে ৫-৬ লাখ আওয়ামী লীগ কর্মির মৃত্যু হবে। কিন্তু কোথায় কেউতো মারা গেলো না।

    কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

    নিজ উপজেলা কুলাউড়া নিয়ে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান বলেন, আমি সারাদেশে একটা দায়িত্ব নিয়েছি। কুলাউড়া আমার জন্মভুমি। কুলাউড়ার প্রতি বিশেষ দূর্বলতা আছে। নিজ উপজেলার জন্য সর্বোচ্চটুকু করার চেষ্টা করবো। তবে অন্যস্থানের হক এনে কুলাউড়ার জন্য বিশেষ কিছু করার ক্ষমতা আমার নেই।

    কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা: অরুনাভ দে, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রজত কান্তি ভট্রাচার্য্য, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল, পুজা উদযাপন কমিটির সেক্রেটারি অজয় দাস, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, বিচিত্র দে, মেম্বার সত্য নারায়ন নাইডু, অশোক ধর, মৌলভীবাজার পৌর জাময়াতের সেক্রেটারি তাজুল ইসলাস ও রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।

    এর আগে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান সকাল ১০টায় উপজেলার ভুকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে কর্মী সভায়, বেলা দেড়টায় জুড়ি নাইট চৌমুহনীতে পৃথক কর্মী সভায় ভাষন দেন।

    জামায়াতের আমির ডা: শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এদেশের রাষ্ট্র ক্ষমতায় গেলে সবচেয়ে বড় বিনিয়োগ করবে শিক্ষাখাতে। প্রত্যেক সন্তানকে নিজের সন্তানের মতো দেখবো।

    একজন শিক্ষার্থীকে তার মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি তাকে কর্মউপযোগি করে গড়ে তোলা হবে। সার্টিফিকেট হাতে আসার আগে তার কাজ যেন চলে আসে। এসএসসি, এইচএসসি, মাষ্টার্স এত পরীক্ষার পর আবার চাকরির জন্য পরীক্ষা দিতে হবে কেন? পরীক্ষা দেয়া মানে শিক্ষার উপর কোন আস্থা নাই। প্রতিভা বিকাশে কোন পৃষ্টপোষকতার অভাবে আমাদের প্রতিভাগুলো বিকশিত হয় না। সমাজের সর্বত্র যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা বন্ধ করবে। চুরি দূর্নীতি বন্ধ করবে

  • আইজিপি ব্যাজ পাচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার

    আইজিপি ব্যাজ পাচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার

     

     

     

     

    রুবেল বখস পাভেল: প্রতিনিধি মৌলভীবাজার।

     

    আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ ২০২৪’ (আইজিপি ব্যাজ)পাচ্ছেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা মহোদয়।

    আসন্ন পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের মাননীয় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিপিএম মহোদয় এ ব্যাজ পরিয়ে দিবেন।

  • উৎসবমুখর পরিবেশে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন পদে নির্বাচিত হলেন যারা

    উৎসবমুখর পরিবেশে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন পদে নির্বাচিত হলেন যারা

    রুবেল বখস পাভেল: প্রতিনিধি মৌলভীবাজার।

    মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি পদে বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখইসহ ২৩ পদের প্রার্থী এবং ১২ পদের প্রার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

    ভোটের মাধ্যমে ১২ পদে নির্বাচিতরা হলেন সহসম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, দপ্তর মাওলানা এনামুল ইসলাম। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন ও ইমন মিয়া, ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গউছ মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. খায়রুল ইসলাম এবং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম সোনা ও আব্দুল হান্নান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড সদস্য নাজীম বখস ও মো. মোস্তফা আহমদ।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া। দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন থানাপুলিশের একটি দল।
    ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বদরুল ইসলাম বদই, খন্দকার আব্দুস সোবহান, দেব দুলাল চৌধুরী প্রদীপ ও অফিস ম্যানেজার আব্দুল আজিজ।
    নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, সমিতির ৩৫ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৩ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও ডা. মো. কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক বর্তমান সম্পাদক এম আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বেলায়েত হোসেন লাভলু ও নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি।
    এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এশু, ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখ মোহাম্মদ আছকর আলী ও আব্বাছ আলী, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মুহিত, ওয়ার্ড সদস্য এনামুল হক ও মো. আবুল কালাম রাসেল, ৭ নম্বর ওয়ার্ড সম্পাদক আজিজুর রহমান খালেদ এবং ওয়ার্ড সদস্য শাহাদাত খান ও ওয়াহিদুল ইসলাম শিপন এবং ৮ নম্বর ওয়ার্ড সম্পাদক আতিকুল ইসলাম।
  • কুলাউড়ায় ব্যবসায়ীদের ঐক্য বিনষ্ট না করে নির্বাচনে ভোট দেওয়ার আহবান

    কুলাউড়ায় ব্যবসায়ীদের ঐক্য বিনষ্ট না করে নির্বাচনে ভোট দেওয়ার আহবান

     

    রুবেল বখস পাভেল: প্রতিনিধি মৌলভীবাজার।

    রাত পোহালেই কুলাউড়া ব্যবসায়ী করলাম সমিতির নির্বাচন,তাদের সকল চক্রান্তই ব্যর্থ হয়েছে। ২৬ এপ্রিল ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের ঐক্য বিনষ্ট না করে নির্বাচনে ভোট দেয়ার জন্য সবাইকে উদাত্ত আহবান জানান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।

     

    এতদিন যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন, তারা যেন শনিবার (২৬ এপ্রিল) মাস্ক অথবা হেলমেট পড়ে ভোট সেন্টারে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমনটি বলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই।

     

    সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ-সভাপতি রফিক মিয়া ফাতু। এসময় উপস্থিত ছিলেন ছিলেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, এইডডি রুবেল, কুতুব উদ্দিন প্রমুখ

  • কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন বিএনপি’র ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

    কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন বিএনপি’র ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

     

     

     

    জেলা প্রতিনিধি।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা ৬নং কাদিপুর ইউনিয়ন বিএনপি’র ১১ সদস্য করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।২২ ফেব্রুয়ারি, ২০২৫,

    মোঃ দেলোয়ার হোসেন আহবায়ক, মোঃ লুৎফুর রহমান যুগ্ম আহবায়ক,

    (১)হাজী রফিক মিয়া ফাতু সদস্য, (২)মো: আব্দুর নূর হীরা সদস্য, (৩)মোঃ শফিকুর রহমান সদস্য,(৪)মো: চিনার বকস্ সদস্য, (৫)মো: আব্দুর রউফ সদস্য,(৬)মো: দুদু মিয়া সদস্য, (৭)মো: মুক্তার সদস্য,(৮) মো: রোকন মেম্বার সদস্য,(৯) মো: নজরুল ইসলাম সদস্য, (১০)মো: আব্দুস সালাম সদস্য,(১১)বাবলা বৈদ্য সদস্য,

    কুলাউড়া ৬নং কাদিপুর ইউনিয়ন বিএনপি’র ১১ সদস্য বিশিষ্ট আব্বায়ক কমিটি ঘোষণা করা হয়,

    কুলাউড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ রেদওয়ান খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদরুল হোসেন খান, যুগ্ন আহ্বায়ক আব্দুল জলিল জামান, এর যৌথ স্বাক্ষরিত পেডে, কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

  • কুলাউড়ার জয়চন্ডীতে সরকারি কালভার্ট ভাঙার অভিযোগে আটক ২ 

    কুলাউড়ার জয়চন্ডীতে সরকারি কালভার্ট ভাঙার অভিযোগে আটক ২ 

     

    রুবেল বখস পাভেল: জেলা প্রতিনিধি

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে নির্মাণাধীন সরকারি একটি কালভার্ট ভেঙে ফেলার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। মামলার ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে তাদেরকে আটক করা হয়। আটক জালাল মিয়া ও হায়দর মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     

    জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কামারকান্দি এলাকার মরম মিয়ার বাড়ির সামন দিয়ে দক্ষিণমুখী দীর্ঘদিনের পুরাতন রাস্তার খালের উপর একটি কালভার্ট নির্মাণের দাবী জানিয়ে আসছিলেন স্থানীয় লোকজন। মানুষের দাবীর প্রেক্ষিতে স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ নুর মিয়া ইউনিয়ন পরিষদে চাহিদা পত্র প্রদান করেন।

     

    গত দু’মাস আগে ওই স্থানে কালভার্ট নির্মাণের জন্য জাইকা প্রকল্পের মাধ্যমে পরিষদ থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলাকার লোকজনের পরামর্শ মোতাবেক কাজ শুরু করেন ওয়ার্ড সদস্য নুর মিয়া। গত বৃহস্পতিবার কালভার্টের উপর ঢালাই দিয়ে কাজ শেষ হওয়ার কথা ছিলো।

     

    কিন্তু বুধবার দুপুরে পূর্ব কামারকান্দি এলাকার জালাল মিয়া ও হায়দর মিয়ার নেতৃত্বে ১০-১২ জন নারী-পুরুষ একত্রিত হয়ে নির্মাণাধীন কালভার্টের দুই পাশের দেওয়াল ভেঙে ফেলেন। এসময় স্থানীয় লোকজন বাধা দিতে আসলে তাদেরকে হুমকিধামকি দেন জালাল গংরা।

     

    স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ নুর মিয়া জানান, একটি কালভার্টের অভাবে দীর্ঘদিন থেকে এই রাস্তায় চলাচলে মানুষের ভোগান্তি হচ্ছে। হায়দর মিয়ার পরিবারসহ এলাকার সকলেরই মতামত নিয়ে পাহাড়ি খালের উপর কালভার্ট নির্মাণ শুরু হয়। কাজ শেষ পর্যায়ে এসে ঢালাই দেওয়ার সময় হায়দর গংরা বাধা দেন এবং তাদের লোকজন নিয়ে নির্মাণকৃত কালভার্টটি ভেঙে চুরমার করে ফেলেন।

     

    এ ঘটনায় ইউপি সদস্য মোঃ নুর মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা (নং-৩৪, তারিখ-২৪/০৪/২৫) দায়ের করেন।

     

    হায়দর মিয়ার বোন জামাই মোস্তাকিম মিয়া জানান, যেখানে কালভার্ট নির্মাণ হচ্ছে সেটি তাদের মৌরসি সম্পত্তি। এখানে চলাচলের রেকর্ডিয় কোন রাস্তা নেই। মেম্বারকে নিষেধ দেওয়ার পরেও তিনি সুবিধাভোগী কয়েকজনকে নিয়ে কালভার্ট নির্মাণ করেছেন। তাই তারা সেটি ভেঙে ফেলেছেন।

     

    এ বিষয়ে কুলাউড়া থানার এসআই (মামলার তদন্তকারী কর্মকর্তা) মো: ফাইজুল ইসলাম জানান, সরকারি কালভার্ট ভাঙা ও হুমকি-ধামকির অভিযোগে জালাল মিয়া ও হায়দর মিয়া নামের দু’জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদেরও আটকে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

  • দৈনিক জালালাবাদ’র বিশেষ সম্মাননা পেলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী

    দৈনিক জালালাবাদ’র বিশেষ সম্মাননা পেলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী

     

    জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
    সিলেটের সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় পত্রিকা দৈনিক জালালাবাদ-এর প্রতিনিধি সম্মেলনে বিশেষ সম্মাননা পেয়েছেন জালালাবাদের প্রতিনিধি ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। শুক্রবার (৭ মার্চ) বিকেলে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে শাকিল রশীদ চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
    পত্রিকার সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটেন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সেক্রেটারী ইমদাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ,দৈনিক জালালাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরল ইসলাম বাবুল।

  • কুলাউড়ায় নব মুসলিম পরিবার’কে রিকশা ক্রয়ের জন্য নগদ অর্ধ লক্ষ টাকা  প্রদান

    কুলাউড়ায় নব মুসলিম পরিবার’কে রিকশা ক্রয়ের জন্য নগদ অর্ধ লক্ষ টাকা প্রদান

     

    জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল।

    মৌলভীবাজারের কুলাউড়ায রিকশা ক্রয়ের জন্য, নব মুসলিম আব্দুল্লাহ ও আমেনা ওমরের পরিবার’কে অর্ধ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।রোজ-বৃহস্পতিবার (৬ মার্চ) কুলাউড়া থানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা জুড়ী ও কুলাউড়া (সার্কেলে’র)অতিরিক্ত পুলিশ সুপার  কামরুল হাসান, কুলাউড়া থানা’র অফিসার ইনচার্জ গোলাম আফসার, সঞ্চালন ায় কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মোক্তাদির হোসেন, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, দেশের কন্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, এনটিভি প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, দেশপত্র প্রতিনিধি সাম সুদ্দিন বাবু, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখস পাভেল, সংবাদ কর্মী রানা প্রমুখ। নব মুসলিম আবদুল্লাহ ও আমেনার হাতে নগদ ৫১০০০ হাজার টাকা তুলে দেওয়া হয় রিকশা ক্রয়ের জন্য,এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন জাতির বিবেক হচ্ছে সাংবাদিক ভাইয়েরা, তারা চাইলে যেকোনো কাজ সহজে করতে পারে, নব মুসলিম পরিবারের জীবিকা নির্বাহের জন্য রিকশা ক্রয়ের জন্য ৫১ হাজার টাকা সংগ্রহ করে দিয়ে দৃষ্টান্ত তৈরি করল, কুলাউড়ার এক চাক মেধাব ও সাহসী সাংবাদিক ভাইয়েরা তারা শুধু তাদের লেখনীর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করছে, তাদের এই কাজে আমি ও আমার পুলিশ প্রশাসন সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আপনাদের যেকোনো ভালো কাজে আমাদের’কেপাশে পাবেন ইনশাআল্লাহ।

  • কুলাউড়ার মনু নদীতে ভেসে উঠল নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

    কুলাউড়ার মনু নদীতে ভেসে উঠল নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

     

     

    জেলা প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর উজান থেকে ভেসে আসা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৩ মার্চ) বিকেলে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানিয়েছে, লাশটি মিয়ানমারের নাগরিকের।

    স্থানীয়রা জানায়, লাশের পচন ধরায় চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। চুল লম্বা থাকায় পরিচয় হচ্ছে লাশটি একজন নারীর। পরনে কামিজ ও গায়ে জিন্সের শার্ট পরিহিত ছিল।

    কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছার বলেন, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    তিনি বলেন, লাশের সাথে একটি মোবাইল ফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

  • কুলাউড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন

    কুলাউড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন

     

     

    কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

     

    ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ’ এই ¯স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় ২ মার্চ পালিত হয়েছে ৭ম জাতীয় ভোটার দিবস।

    রোববার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগ এক র‌্যালি পৌর শহর প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন অফিসার মোঃ আবুল বাশারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃজসিম উদ্দিন , প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া,

    উপজেলা  পরিবার পরিকল্পনা  সহকারী কর্মকর্তা নুসরাত জাহান,

    হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: আব্দুল হাই , সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা তথ্য আপা তাসফিয়া রহমান।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের সম্পাদক মো: ফয়জুর রহমান চৌধুরী, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, আশরাফুল ইসলাম জুয়েল, উপজেলা নির্বাচন অফিস সহকারী মাসুক আহমদ।