Author: rubelboksh rubelboksh

  • কুলাউড়ার ভূকশিমইলে লোডশেডিং: বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি চরমে

    কুলাউড়ার ভূকশিমইলে লোডশেডিং: বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি চরমে

    #দৈনিক কুলাউড়ার কন্ঠ ‌।
    কুলাউড়া ভূকশিমইল ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে, আবারও ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। গত সোমবার থেকে প্রতি ঘণ্টায় চলছে বিদ্যুতের যাওয়া আসা। শনিবার ২৬জুলাই২০২৫)
    এই গরমে হাফিয়ে উঠছেন শহর ও গ্রামের মানুষ। শিশু এবং অসুস্থ লোকজনের ভোগান্তির শেষ নেই।
    এছাড়াও বিদ্যুত যাওয়া আসার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শনিবারে এই রিপোর্ট লেখা, পর্যন্ত কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে লোডশেডিং চরমে।
  • কুলাউড়ার রাউৎগাঁওয়ে ফ্রি মেডিকেল চিকিৎসা পেলও দেড় শতাধিক মানুষ

    কুলাউড়ার রাউৎগাঁওয়ে ফ্রি মেডিকেল চিকিৎসা পেলও দেড় শতাধিক মানুষ

     

    রুবেল বখস পাভেল, কুলাউড়া।

    কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এর পীরেরবাজারস্থ রাহমা ফার্মেসী ও স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে ১৫৩ জন মানুষ পেলও ফ্রি মেডিকেল সেবা।

    আজ সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

    কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন এর উদ্বোধনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর কার্যক্রম শুরু করা হয়।

    উক্ত চিকিৎসা সেবায় সেবা প্রদান করেন শেখ মুজিব মেডিকেল কলেজ এর কর্মরত, নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার তাসনিমুল মুরছালিন।
    কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম।

    উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকা সহ আশেপাশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন ও চিকিৎসা সেবা নেন।

    এসময় ডাক্তার জাকির হোসেন বলেন, রাহমা ফার্মেসী ও স্বাস্থ্য কেন্দ্র এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে শত শত মানুষ, গ্রামে সচসাচর এরকম আয়োজন খুবই কম হয়,অধ্যাপক ফয়জুর রহমান শুধুর আমেরিকা থেকেও মা মাটির টানে নিজ গ্রামে এরকম একটা উন্নত চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা, যে সময় যেকোনো প্রয়োজনে আমার সর্বাত্বক সহযোগিতা থাকবে।
    স্থানীয় ব্যাক্তিরা বলেন,রাহমা ফার্মেসী ও স্বাস্থ্য কেন্দ্র যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়,যেখানে গরীব ও অসহায় মানুষ ৪০০,৫০০ টাকা দিয়ে ভালো ডাক্তার দেখাতে পারছেন না, সেখানে তারা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন।
    এলাকার মানুষের কথা ভেবে এমন আয়োজন করায় গ্রামবাসী ও সবাই অত্যন্ত আনন্দিত।

    রাহমা ফার্মেসী ও স্বাস্থ্য কেন্দ্রের স্বর্তাধিকারী ইউনিভার্সিটি অব টেক্সাস আমেরিকা, এর অধ্যাপক আব্দুল্লাহ্ ফয়জুর রহমান বলেন,আমি চাইলে এরকম একটা চিকিৎসা কেন্দ্র শহরে দিতে পারি, আমি আমার এলাকার কথা ভেবে আমি আমার গ্রামেই প্রতিষ্ঠা করেছি, যাতে এলাকার মানুষ সুবিধা পায়,উন্নত একটি ফার্মেসী দিয়েছি কোন ব্যবসায়ীক উদ্দেশ্য নয়, বরং এলাকার মানুষ যাতে হাতের নাগালে উন্নত মানের ঔষধ সুলভ মূল্য ও উন্নত চিকিৎসা সেবা পায়।
    এখানে অতি শীঘ্রই ডায়াগনস্টিক সেন্টার ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেওয়া হবে। এবং তার পাশাপাশি একটি উন্নত মানের এম্বুলেন্স আনা হবে।

    এই মহান উদ্যোগ জনসেবায় সত্যিই প্রংশসার দাবিদার।

  • কুলাউড়ায় ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসা, থানা বাজার নামে পরিচিতির চেষ্টা

    কুলাউড়ায় ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসা, থানা বাজার নামে পরিচিতির চেষ্টা

    রুবেল বখস পাভেল, কুলাউড়া।

    কুলাউড়া পৌর শহরে থানার এরিয়ার সম্মুখ সহ শহরে গড়ে উঠেছে,ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসা, থানা বাজার নামে লোক মুখে পরিচিত, এর কারণে শহরে তীব্র যানজটে নগরবাসী অতিষ্ঠ। শুক্রবার ২৫জুলাই২৫)

    মাঝেমধ্যে উপজেলা প্রশাসন ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে , অবৈধ ব্যবসা ও সিএনজি অটোরিকশা সড়কের উপরে পার্কিং করে রাখার, উচ্ছেদ অভিযান চালালেও পরবর্তীতে আবারো অবৈধ দখল দার ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে, শহর ঘুরে দেখা যায়, কুলাউড়া থানার সম্মুখে গড়ে উঠেছে বিশাল বড় এক বাজার, পৌরসভার নির্ধারিত তিনটি বাজার রয়েছে, প্রতিদিন সকালে দক্ষিণ বাজার ও বিকালে উত্তর বাজার, এছাড়া ও রয়েছে সাপ্তাহিক হাট বাজার স্কুল চৌমুহনায়। আর এইসব বাজার থেকে সরকার রাজস্ব আয় করছে।

    জনমনে প্রশ্ন উঠেছে, অবৈধ থানা বাজার নামে পরিচিত, আর সেই বাজার কারা পরিচালনা করছে, পৌর নগরবাসীরা বলেন ।এখনি এদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে, শহরে তীব্র যানজট আরো ভয়াবহ রূপ ধারণ করবে, একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে শহরে তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌর নগরবাসী।কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আকুই, বলেন, দুঃখজনক হলেও সত্য কুলাউড়ার প্রধান সড়কের দুই পাশে ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা করছে ।পৌরসভার নির্দিষ্ট তিনটি বাজার রয়েছে দুটি দৈনিক ও একটি সাপ্তাহিক হাট বাজার,তারা চাইলে নির্দিষ্ট তিনটি বাজারের মধ্যে যেকোনো বাজারে তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে পারতো, বৈধ ব্যবসায়ীরা সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করছে আর এইসব অবৈধ ব্যবসায়ীদের কারণে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে,আর এইসব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চালানোর জন্য ব্যবসায়ী কল্যাণ সমিতি আইন-শৃঙ্খলা মিটিং এসব বিষয় তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই সমস্যার সমাধান চায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, বলেন, ফুটপাত দখল করে অবৈধ হকারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, থানা বাজার নামে পরিচিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এই প্রথম শুনলাম,উপজেলা প্রশাসনের সাথে কথা বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মহিউদ্দিন বলেন একাধিকবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক দখল মুক্ত করেছে, এ সময় সড়কের উপর সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল যেখানে সেখানে পার্কিংয়ের কারণে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়। তিনি আরো বলেন থানা বাজার নামে পরিচিতি আমি এই প্রথম শুনলাম, উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান দিয়ে থানা এরিয়ার সম্মুখ সহ শহরে ফুটপাত দখলমুক্ত করে, পুলিশ প্রশাসন কে বলা হয়েছে, তদারকি রাখার জন্য, যাতে আবারো কেউ ফুটপাত দখল করতে পারে না।

     

     

     

     

     

     

     

     

  • বাচঁতে চায় অবুঝ শিশু আয়ান ছেলেকে বাঁচানোর জন্য মায়ের আকুতি

    বাচঁতে চায় অবুঝ শিশু আয়ান ছেলেকে বাঁচানোর জন্য মায়ের আকুতি

    কুলাউড়া সংবাদদাতা:জামাল তারেক

     

    কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন এর কুরবানপুর গ্রামের মিছবাহ উদ্দিন ও শেফালী বেগম দম্পতির পুত্র শিশু আয়ান আহমেদ।

    বয়স মাত্র ৪ বছর জন্মের পর থেকে Cerebral Palsy নামক এক কঠিন রোগে আক্রান্ত সে,স্বাভাবিক শিশুরা যখন এই বয়সে হাটাচলা, কথা বলতে পারে কিন্তু শিশু আয়ানের অবস্থা তার বিপরীত,ওজন মাত্র ১২ কেজি।এখনও ঠিক মতো বসতে পারে না, দাড়াতে পারে না, তার শরীরের রগ গুলো বাকাঁ। ঠিকমত হাত পা গুলোও নড়াচড়া করতে পারে না।

    দরকার তার উন্নত চিকিৎসা। বর্তমানে ডাক্তার তার চিকিৎসার জন্য জরুরী ভাবে অপারেশন করার জন্য বলেছেন, এখন যদি তার অপারেশন করা না হয় তাহলে আর হয়তো সুস্থ করা যাবে না আয়ান কে।অপারেশন করতে প্রয়োজন প্রায় ২ লক্ষাধিক টাকার মতো।

    পরিবার যে অসহায়, শিশু আয়ান এর ঠিকমতো ঔষধ খাওয়াতে হিমসিম খাচ্ছেন সেখানে অপারেশন করানো ত স্বপ্ন মাত্র।
    শিশু আয়ান থাকেন প্রায় ৬ মাস থেকে মায়ের সাথে তার পিতার বাড়ি গোলাপগঞ্জে,আয়ান এর পিতা খুঁজ খবর নেন না তার এমনকি ঔষধ খরচও দেন না তিনি।এমনকি অসুস্থ ছেলের খুঁজ খবর নেন না তিনি।
    আয়ানের মা শেফালী বেগম জানান উনার আরেকটি সন্তান রয়েছে মাত্র ৪০ দিন বয়সের। তিনি তার পিতার বাড়িতে বসবাস করছেন।তার পিতাও আর্থিক ভাবে অসচ্ছলতা দিনানিপাত করছেন, আয়ানের পিতা কোনো খুঁজ খবর নেন না তাদের এমনকি ছেলের অসুস্থতা তিনি সম্পুর্ন এড়িয়ে যান।
    আয়ানের মা শেফালী বেগম সেখানকার আত্মীয় স্বজন সহ আশেপাশের বৃত্ত বান দের কাছে থেকে সাহায্য সহযোগিতা চেয়ে এতদিন চালিয়ে আসছিলেন ছেলের ঔষধ, এখন তিনি একেবারে নিংস্ব হয়ে পড়েছেন। পারছেন না ছেলেকে ঠিকমতো ঔষধ খাওয়াতে, এদিকে ডাক্তার বলে দিয়েছে দ্রুত আয়ানের অপারেশন করা না হলে আর হয়তো বাচাঁনো যাবে না তাকে।
    চোখের সামনে ছেলের এই অবস্থা কোনো মা কি সহ্য করতে পারবে, তার ছেলে ধুকে ধুকে মারা যাবে।

    তিনি সবার কাছে হাতজোড়ে সহযোগিতা চেয়েছেন তার ছেলেকে বাঁচাতে।
    আসুন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে শিশু আয়ানের পাশে দাড়াই যতটুকু পারি আমরা একটি অবুঝ শিশুকে বাঁচাতে সহযোগিতা করি।

    (আমরা চাইলে সব পারবও, কুলাউড়ার শিশু গোপালের পাশে যেমনি ভাবে দাড়িয়েছি,আসুন আমরা শিশু আয়ানের পাশেও দাড়াই

  • কুলাউড়ায় স্কুল ছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার ও আলামত উদ্ধার

    কুলাউড়ায় স্কুল ছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার ও আলামত উদ্ধার

     

    রুবেল বখস পাভেল: প্রতিনিধি মৌলভীবাজার।

    মৌলভীবাজার জেলার কুলাউড়ায় স্কুল ছাত্রী নাফিছা জান্নাত অনলুম (১৫) হত্যায় খাতক ভিকটিমের প্রতিবেশী মো. জুনেল মিয়াকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। এছাড়া আসামির দেখানো মতে এবং পুলিশের তল্লাশীকালে হত্যাকাডের আশেপাশে বিভিন্ন স্থানে ফেলে রাখা ভিকটিমের পরিহিত বোরকা, স্কুল ব্যাগ, বই ও একটি জুতা উদ্ধার করে পুলিশ।

     

    গত ১২ জুন সকাল ৭টায় পাশের সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় নাফিজা। এ বিষয়ে কুলাউড়ায় একটি সাধারণ ভায়েরী করা হয়।

     

    এর দুই দিন পর ১৪ জুন বিকাল ৫টা ৪০ মিনিটে বাড়ির পাশের ছড়ার পাশে দুর্গন্ধ পেয়ে ভিকটিমের ভাই ও মামা অধগলিত মরদেহটি খুঁজে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু করা হয়।

     

    ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের (অতিঃ দায়িত্বে) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার, পুলিশ পুরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্যসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

     

    দ্রুততম সময়ে ঘটনার রহস্য উদঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল। (অতিঃ দায়িত্বে কুলাউড়া সার্কেল) নেতৃত্বে কুলাউড়া থানার অফিসারদের নিয়ে কয়েকটি বিশেষ টিম গঠন করে আশেপাশের বাপক তল্লাশী করা হয়। এসময় ঘটনাস্থলের পাশে একটি ঝোপ থেকে ভিকটিমের ভুল ব্যাগ, বই এবং একটি জুতা উদ্ধার করা হয়।

     

    আমরা শুধু স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ ৬টি টিম গঠন করি। স্থানীয় লোকজনের বক্তব্য, আলামত উদ্ধারের জায়গা এবং নারী ঘটিত কিছু বিষয়ের সাথে সংশ্লিষ্টতা দেখে সন্দেহ হওয়ায় আমরা জুনেল মিয়াকে আটক করি। পরবর্তীতে তার মোবাইল চেক করে পর্ন সাইটে ব্রাউজিং এর তথ্য দেখে আমাদের সন্দেহ আরও বাড়ে। পরবর্তীতে আমরা তাকে দুপুর থেকে রাত প্রায় ১২ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পুলিশ সুপারের সামনে রাত ১২ টার দিকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

     

    সে জানায়, ভিকটিম তার বাড়ির সামনের একটি রাস্তা দিয়ে প্রায়ই স্কুল ও প্রাইভেটে আসা যাওয়া করত। সেই সুবাদে জুনেল মিয়া ভিকটিমের সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। ঘটনার দিন গত ১২জুন ভিকটিম পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে আসামীর বাড়ীর সামনের রাস্তা দিয়ে ফেরার পথে সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আসামী ভিকটিমের সাথে কথা বলতে বলতে তার পিছু নেয়। ভিকটিম এড়িয়ে যেতে চাইলে জুনেল মিয়া ভিকটিমকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন ভিকটিম চিৎকার করলে জুনেল মিয়া তার হাত দিয়ে গলায় চাপ দিয়ে ধরলে ভিকটিম ঘটনাস্থল কিরিম শাহ মাজারের মধ্যের রাস্তায় অচেতন হয়ে পড়ে। এরপর ভিকটিমকে মোকাম সংলগ্ন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছড়ার পাড়ে ঝোপে ফেলে রাখে।

     

    মোকামের মাঠে পড়ে থাকা ভিকটিমের স্কুল ব্যাগ ও একটি জুতা ঘটনাস্থলের নিকটবর্তী ঘন ঝোপে ফেলে দেয় এবং ভিকটিমের পরিহিত বোরকাটি নিকটবর্তী কিরিম শাহ মাজারের উত্তর পাশে জনৈক রওশন আলী গং’য়ের পারিবারিক কবরস্থানের সীমানা বাউন্ডারী পার করিয়া ছুড়ে ফেলে দেয়। পুলিশ আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে স্থানীয় লোকজন এবং মিডিয়ার উপস্থিতিতে। ভিকটিমের সেই বোরখা উদ্ধার করা হয়।

  • কুলাউড়ার পূর্ব মনসুর বন্যায় পানিবন্দি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

    কুলাউড়ার পূর্ব মনসুর বন্যায় পানিবন্দি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

     

    মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল।

    কুলাউড়া ৬নং কাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মনসুর এলাকায় পানি বন্দি ৯টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়,১১জুন২০২৫,

     

    এর আগে উপজেলা নিবার্হী কর্মকর্তা মহিউদ্দিন,এর নির্দেশে উপজেলা কম্পিউটার অপারেটর মোহাম্মদ কামরুজ্জামান শর জমিনে পানিবন্দি ৯টি পরিবারের খোঁজখবর নেন,

     

    পরে পানি বন্দি মানুষের কথা তুলে ধরেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মহিউদ্দিন,এর কাছে মনসুরে বন্যায় পানিবন্দি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে,

     

     উপকারভোগীরা হলেন,১-সৌরভ মালাকার, ২-শুকতা মালাকার,৩-পিয়ারা বেগম,৪-মুহিদ,৫-বলাই মিয়া,৬-তাসিন, ৭-আঙ্গুরি বেগম,৮- ফারুক,৯-বাদল মিয়া প্রমুখ।

  • কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানি 

    কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানি 

    কুলাউড়া প্রতিনিধি :

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো কলেজ ক্যাম্পাসের কর্মচারী/ কর্মকর্তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া সরকারি কলেজ শাখার উদ্যোগে খাসি কোরবানী করা হয়েছে।

     

    এসময় ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক উপস্থিত থেকে তা সুন্দর ভাবে প্রদান করেন। এবং তিনি বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা কর্মচারী কর্মকর্তা দের জন্য ছোট এই উদ্যোগ নিয়েছি একারনেই যে অনেক সময় দেখা যায় সকল চাকরিজীবী যার যার মতো করে ঈদ পালন করেন কিন্তু তারা সাচ্ছন্দ্যমতো এটি পালন করতে পারে না। তাই আমরা চেয়েছি একটু তাদের পাশে থাকার।

    এসময় উপস্থিত ছিলেন, কলেজ সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আবু সাইদ লাবিব সহ অনেকেই।

  • প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান 

    প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান 

     

    কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

     

    কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর শাহী ঈদগাহ’র পূর্ব পাশের সরকারি ১ নং খতিয়ানের টিলা ও সমতল রকমের ৮৭ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে জায়গাটি উদ্ধারপূর্বক সরকারি সাইনবোর্ড টানানো হয়।

     

    জানা যায়, এইচআরসি গ্রুপের মালিকানাধীন দিলদারপুর চা-বাগানের লিজভুক্ত ১ নং খতিয়ানে ১০৫৫, ১০৫৪ দাগে প্রায় ৩ একর টিলা ও সমতল রকমের ভূমি জবরদখল করে রেখেছিলেন দিলদারপুর এলাকার হোসেন রাজা গংরা। গত ১৫ বছর বাগান কর্তৃপক্ষ চেষ্টা করেও দলীয় প্রভাবের কারনে জায়গাটি উদ্ধার করতে পারে নি।

     

    ২০১৫ সালে জায়গাটি উদ্ধার করতে গেলে বাগানের একজন সহকারী ব্যবস্থাপককে মারধর করে হোসেন রাজা গংরা। এরপরও বাগান কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করে জায়গাটি নিজেদের দখলে নিতে পারেনি।

     

    সম্প্রতি বাগান ব্যবস্থাপক এমদাদ হোসেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর জায়গাটি উদ্ধারের আবেদন করলে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন এসিল্যান্ড। এসময় জবরদখলের সত্যতা পাওয়ায় জায়গাটি উদ্ধার করে বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এর ফলে প্রায় ১৫ বছর পর জায়গাটা ফিরে পেল দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষ।

     

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, সরকারি ১নং খতিয়ানের প্রায় ৮৭ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যেটি দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষের লিজ ভুক্ত ছিলো।

  • কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন হোসাইন

    কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন হোসাইন

     

    রুবেল বখস পাভেল: প্রতিনিধি মৌলভীবাজার।

    কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান-১ লিটন হোসাইন। বর্তমান চেয়ারম্যান আকবর আলী সোহাগ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মামলায় আটক হওয়ার ২মাসের মাথায় তিনি এ দায়িত্ব পান।

    (৩০ এপ্রিল) বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের নির্দেশে লিটনকে এই দায়িত্ব প্রদান করা হয়। তিনি ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য। ২০২১ সালের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন। পাশাপাশি লিটন হোসাইন রাউৎগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্যর দায়িত্ব পালন করছেন।

    ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে পরিষদের সদস্য-সদস্যাদের গোপন ব্যালট পেপারের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সবোর্চ্চ ৫ ভোট পেয়ে ১ম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন লিটন হোসাইন। তাঁর নিকটত প্রতিদ্বন্দ্বী মারুফ আহমদ নাজিম ৪ ভোট ও আব্দুল মোক্তাদির মনু ২ ভোট পেয়ে পরাজিত হন।

    রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন হোসাইন উপজেলা প্রশাসন ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে যতদিন মেয়াদ আছে ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করবো। আমি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাব। আমার এ দায়িত্বকালে পরিষদের সম্মানিত সদস্যগণ ও আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবো।

    এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, প্যানেল অনুযায়ী ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য প্যানেল চেয়ারম্যান-১ লিটন হোসাইনকে রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে ।

    উল্লেখ্য, গত ৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সােহাগ বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে আটক করে।

     

  • কুলাউড়ায় ইউপি মেম্বারের নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের সংবাদ সম্মেলন

    কুলাউড়ায় ইউপি মেম্বারের নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের সংবাদ সম্মেলন

     

    কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ।

     

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে সরকারি মাটি ভরাট কাজে বাঁধা ও প্রকল্পের সভাপতি ও ইউপি মেম্বার খাইরুল ইসলাম খসরুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এমনকি মিথ্যা অভিযোগে মামলা দিয়ে ওই ইউপি মেম্বার বর্তমানে জেলহাজতে রয়েছেন। মামলা প্রত্যাহার ও মেম্বারের নি:শর্ত মুক্তির দাবিতে ২৯শে এপ্রিল মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলন করেন স্থানীয় এলাকাবাসী।

    এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষক সৈয়দ সিদ্দিক আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে জনগনের রায়ে বিপুল ভোটে নির্বাচিত হন খাইরুল ইসলাম (খসরু মিয়া)। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ার্ডের উন্নয়ন ও আইন শৃঙ্খলা সুন্দর রাখতে নিরলসভাবে কাজ করেন। ওয়ার্ডে সকল কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়ে আসছে। এতে ইর্ষান্বিত হয়ে কিছু স্থানীয় কুচক্রী মহল তার সাফল্যে দেখে তাকে হেয় করতে উঠে পড়ে লেগেছে।

    সম্প্রতি সরকারিভাবে কাদিপুর ইউনিয়নের আমতৈল থেকে বিলেরপার রাস্তা সংস্কার কাজের জন্য তিনি মাটি ভরাট কাজ শুরু হয়। উক্ত সড়কের পাশে লন্ডন প্রবাসী আব্দুল বারী মিয়ার কিছু জায়গা রয়েছে। সেই জায়গায় রাস্তা প্রসস্থ করার জন্য মাটি ফেললে ১৫ এপ্রিল তীরবর্তী বাড়ীর কাতার প্রবাসী রুবেজ আহমেদ রুবেলের দ্বিতীয় স্ত্রী দোলা খানম মাটি ভরাটের কাজে ইউপি সদস্য খসরু মিয়াকে বাঁধা দেন। খসরু মিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে বিষয়টি অবহিত করলে চেয়ারম্যান নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় দোলা খানম অশ্লীল ভাষায় চেয়ারম্যান ও ইউপি সদস্য খসরুকে গালিগালাজ শুরু করেন। ইউপি সদস্য খসরু তার প্রতিবাদ জানালে দোলা খানম আরও বেপরোয়া হয়ে ওঠেন। এক পর্যায়ে প্রকাশ্যে লাঠি দিয়ে ইউপি সদস্য খসরু মিয়ার মাথায় আঘাত করেন। এতে খসরু মিয়ার মাথা ফেটে যায়। তাৎক্ষনিকভাবে তাকে কুলাউড়া হাসপাতাল ভর্তি করা হয়।

    দোলা খানম ইউপি সদস্য খসরু মিয়াকে আঘাত ও লাঞ্ছিত করেও ক্ষান্ত হয়নি গত ২২ এপ্রিল মেম্বারের স্ত্রী রাছনা বেগম এবং বড় ভাই আনোয়ারসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় মেম্বার পরদিন মৌলভীবাজার আদালতে জামিন আনতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

    আমতৈল গ্রামের বাসিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সী মুজাদ্দিদ জানান, খসরু মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। কিন্তু পতিত আওয়ামীলীগের দোসর প্রবাসী রুবেজ আহমেদ রুবেলের স্ত্রী দোলা খানমের ভিত্তিহীন একটি অভিযোগকে আমলে নিয়ে পুলিশ মামলাটি রেকর্ড করে দ্রুত আদালতে পাঠায়। এলাকাবাসী দ্রুত খসরু মিয়ার জামিন, মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও রাস্তার অসমাপ্ত কাজ সমাপ্তের দাবি জানান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেম্বারের বৃদ্ধ পিতা ইসমাইল আলী, কয়ছর মিয়া, ছয়ফুল মিয়া, কামাল মিয়া, খয়রু মিয়া, সারজান আহমদ, লিটন মিয়া, আবু তাহের, বেলায়েত হোসেন, ফয়েজ মিয়া, আজির আহমদ, জুবের আহমদ, কামরুল ইসলাম প্রমূখ।

    এব্যাপারে জমির মালিক ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বারী সাধন মুঠোফোনে জানান, যে মহিলা বাঁধা দিয়েছে তার বাঁধা দেয়ার এখতিয়ার নেই। আমি চেয়ারম্যানসহ মেম্বারকে জনস্বার্থে আমার জমির মাটি নেয়ার অনুমতি দিয়েছি।