Author: rubelboksh rubelboksh

  • কুলাউড়ার মনসুর এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    কুলাউড়ার মনসুর এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

     

     

    রুবেল বখস পাভেল কুলাউড়া।

    কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মনসুর এলাকায়, ৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব মনসুর সাইন বোর্ড মাঠে অনুষ্ঠিত হয়।

    বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে কুলাউড়া থানা পুলিশ বিট পুলিশিং কার্যক্রম চলছে।

     প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

     বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল, ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা।

     বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

    ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোক্তারের সভাপতিত্বে ও সাংবাদিক রুবেল বক্স পাবেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক। বক্তব্য রাখেন কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, থানার উপ পরিদর্শক ফরহাদ মাতব্বর, বিকাশ বড়ুয়া, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, কৃষকদলের সভাপতি সাতির বক্স, ইউনিয়ন বিএনপির সদস্য চিনার বক্স চিনু, আছিকর মিয়া, শহীদ মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক মিয়া, প্রবীন মুরব্বি বুদুল্লাহ মিয়া, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সাংবাদিক মহি উদ্দিন রিপন, মনসুর মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি ও ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রিপন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, সমাজকর্মী মারুফ আহমদ, ব্যবসায়ী সিরাজুল ইসলাম শাবুল প্রমুখ।

    এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে কুলাউড়া থানা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

    ‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক , রিপোর্ট দৈনিক কুলাউড়ার কন্ঠ

  • কুলাউড়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে নকল পণ্য তৈরি করে বিক্রির অভিযোগ

    কুলাউড়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে নকল পণ্য তৈরি করে বিক্রির অভিযোগ

    কুলাউড়া প্রতিনিধি।

    মৌলভীবাজারের কুলাউড়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি প্রতিষ্ঠানের নামে নকল পণ্য তৈরি করে বিক্রির অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানের স্থানীয় পরিবেশক বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলে ধরেন। অভিযোগকারী ব্যক্তি হলেন, মো. ইমাম উদ্দিন। কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় ইকরা এন্টারপ্রাইজ নামে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি শাহ ইন্টারন্যাশনাল ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানের স্থানীয় পরিবেশক। অভিযুক্ত ব্যক্তি হলেন, শহরের আলালপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. ফেরদৌস ভুঁইয়া। তাঁর প্রতিষ্ঠানের নাম, ফেরদৌস অ্যান্ড সন্স করপোরেশন।
    দুপুর দুইটার দিকে কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন শুরু হয়। এসময় ইমাম উদ্দিন বলেন, ফেরদৌস ভূইয়া রতন ২০১৩ সালের ৩ মার্চ শাহ ইন্টারন্যাশনাল ফুড প্রোডাক্টের পরিবেশক নিয়োগপ্রাপ্ত হন। তিনি ওই প্রতিষ্ঠানের নুরজাহান ঘি ও বাটার পণ্যসমূহ বিক্রয় করতেন। একপর্যায়ে প্রতিষ্ঠানের পরিবেশক নিয়োগ পেয়ে অসৎ উদ্দেশ্যে ও কোম্পানীর অনুমতি ব্যতীত কোম্পানী ও পণ্যের নাম ব্যবহার করে নিজস্ব উদ্যোগে বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করতে থাকেন। বিষয়টি প্রতিষ্ঠানের মালিকপক্ষের দৃষ্টিগোচর হলে তারা ফেরদৌস ভূইয়া রতনকে সতর্কতামূলক নোটিশ দেয়। তখন তাঁর কাছে প্রতিষ্ঠানের নয় লক্ষ তিন হাজার সাতাশ টাকা পাওনা ছিল। এ অবস্থায় ২০২৩ সালের ১ ডিসেম্বর মালিক পক্ষ তাঁর ডিলারশীপ বাতিল করে দেন। ২০২৪ সালের ১ ডিসেম্বর ইমাম উদ্দিনের ইকরা এন্টারপ্রাইজকে ডিলারশীপ প্রদান করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ফেরদৌস গত ২০২৪ সালের ১৫ ডিসেম্বর নুরজাহান নাম ব্যবহার করে বিএসটিআইয়ের একটি ভূয়া লাইসেন্স তৈরি করে পণ্য বাজারজাত করতে থাকেন। এ বিষয়ে ইমাম উদ্দিন মৌলভীবাজারের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া বিষয়টি নিয়ে শাহ্ ইন্টারন্যাশনাল ফুড প্রোডাক্ট এর কোম্পানীর মালিক পক্ষের সাথে আলোচনা করলে তারা ইমাম উদ্দিনকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিলে ইমাম উদ্দিন মৌলভীবাজারের আদালতেও ফেরদৌস ভুঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন।
    কোম্পানীর মালিক পক্ষ বিবাদীর কাছে পাওনা টাকার জন্য চাপ দিলে বিবাদী মোঃ ফেরদৌস ভুঁইয়া বিভিন্ন অজুহাতে টালবাহানার কথা বলতে থাকে। একপর্যায়ে বিবাদী ফেরদৌস ভূঁইয়া রতন স্থানীয় বিভিন্ন নেতাকর্মী দ্বারা কোম্পানীর মালিক পক্ষকে হুমকি ধামকি প্রদান করে।
    সংবাদ সম্মেলনে ইমাম উদ্দিন আরো বলেন, চলতি বছরের ৭ জুলাই তাঁর মালিকানাধীন ইকরা এন্টারপ্রাইজের সাথে কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমানের ব্যবসায়িক চুক্তিনামা সম্পাদন হয়।
    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফেরদৌস ভুঁইয়া রতনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

  • কুলাউড়ায় আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার রাজকীয় বিদায়

    কুলাউড়ায় আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার রাজকীয় বিদায়

    রুবেল বখস পাভেল কুলাউড়া।
    কুলাউড়া কাদিপুর ইউনিয়নের মনসুর আব্দুল হান্নান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চিরশ্রী তালুকদার এর স্বেচ্ছায় অবসর জনিত বিদায়ী সংবর্ধনা,বুধবার (৩ সেপ্টেম্বর)
    প্রিয় শিক্ষিকার বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রাজিব মিয়া, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারীর শিক্ষিকা সঞ্চালনায় প্রধান অতিথি মো: ইফতেখায়ের হোসেন ভূঁঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বিশেষ অতিথি: মহিব উল্যাহ, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার,বিশেষ অতিথি কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন,মোহাম্মদ খোরশেদ আলম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,একলাছ মিয়া, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বদরুল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, তাহমিনা আক্তার প্রধান শিক্ষিকা উচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ।
     সংবর্ধনা শেষে মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে বাইরে এলেন তাঁদের প্রিয় শিক্ষিকা। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে অশ্রুশিক্ত নয়নে সুসজ্জিত একটি গাড়িতে তুলে দিলেন শিক্ষার্থীরা।
    বিদায়বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন সবার প্রিয় বিদায়ী শিক্ষিকা চিরশ্রী তালুকদার।
    আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, দিনব্যাপী বিদায়ের নানা আনুষ্ঠানিকতার শেষে, সুসজ্জিত একটি প্রাইভেট গাড়িতে সবার প্রিয় এই শিক্ষিকার বাড়ি পৌঁছিয়ে দেন শিক্ষার্থীরা।
    এর আগে বিদায় মঞ্চে দাঁড়িয়ে দেশ গড়ার লক্ষ্যে বিদায়ী এ শিক্ষিকা উপস্থিত সকলের কাছে তার জন্য দোয়া ও দীর্ঘ কর্মজীবনে কাউকে মনে কষ্ট দিলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।
     কর্মজীবন শেষে আজ থেকে অবসরে গেলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চিরশ্রী তালুকদা।
    প্রিয় শিক্ষিকা জানতেন না এমন আয়োজন, জানিয়েছেন শিক্ষার্থীরা।
  • বরমচালের ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার : পরিচয় চায় পুলিশ 

    বরমচালের ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার : পরিচয় চায় পুলিশ 

     

    #দৈনিক কুলাউড়ার কন্ঠ।

    কুলাউড়ার বরমচালের ইসলামাবাদ এলাকায় লাইনের পাশে ডোবা থেকে ১৩বছরে এক কিশোরের লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ।

     

    রবিবার ৩ আগস্ট) সকাল ১০ টার সময় খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ বরমচালের ইসলামাবাদ এলাকায় রেল লাইনের ১০থেকে১২ ফুটের মধ্যে ডোবা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।

     

    এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, বলেন, বরমচালের ইসলামাবাদ এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কিশোরের ডান হাত (পক্ষাঘাতগ্রস্ত) পড়নের প্যান্ট খোলা ছিল, সে ওই ডোবার পাশে মলত্যাগ করার সময় ডোবাতে পড়ে গিয়ে মারা যেতে পারে, তার পরিচয় শনাক্তকরণের জন্য কুলাউড়া থানা পুলিশ কাজ করছে‌।

  • কুলাউড়ায় ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই সিএনজি দিয়ে 

    কুলাউড়ায় ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই সিএনজি দিয়ে 

     

    রুবেল বখস পাভেল, কুলাউড়া।

    কুলাউড়া পৌর শহরে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দশ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১০টায় সাদেকপুর রোড এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী, উত্তরবাজারের মজুমদার ফ্যাশন ও মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী মিজানুর রহমান মজুমদার, মঙ্গলবার (২৯ জুলাই) কুলাউড়া থানায় মৌখিক অভিযোগ দায়ের করেছেন।

    মিজানুর রহমান জানান, দোকান বন্ধ করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাসায় ফেরার পথে একটি সিএনজি অটোরিকশা তার পথ আটকায়। চালকসহ তিন ছিনতাইকারী তার হাতের দুটি টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

    খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এবং মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি ওমর ফারুক জানিয়েছেন, পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।জেলা গোয়েন্দা সংস্থার ইন্সপেক্টর (ওসি) সুদীপ্ত শেখর মুঠোফোনে বলেন কুলাউড়া থানা পুলিশের সাথে জেলা গোয়েন্দা পুলিশের টিম মাঠে কাজ করছে।এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:আজমল হোসেন জানান ব্যবসায়ির মৌখিক অভিযোগ পেয়েছি এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ সহ মাঠে গতরাত থেকে কয়েকটি টিম কাজ করছে।

  • কুলাউড়া থানা এরিয়ার ফুটপাত দখল মুক্ত করল: পুলিশ প্রশাসন

    কুলাউড়া থানা এরিয়ার ফুটপাত দখল মুক্ত করল: পুলিশ প্রশাসন

    রুবেল বখস পাভেল, কুলাউড়া।

     

    দৈনিক কুলাউড়ার কন্ঠ সহ একাধিক সংবাদ প্রচারের পর, কুলাউড়া থানা পুলিশ প্রশাসনের টনক লড়ে। সোমবার ২৮ জুলাই ২০২৫)

     

    আজ দুপুরে বড়লেখা, জুড়ী ও কুলাউড়া থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেনের নির্দেশে,

     

    কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নেতৃত্বে, সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বর, এসআই মোস্তাফিজ, সঙ্গে ফোর্স, থানা এরিয়ার সম্মুখে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুলিশ।

     

    এসময় থানা এরিয়া স্টেশন চৌমুহনী থেকে কুলাউড়া (সার্কেল) অফিস পর্যন্ত ফুটপাত দখল মুক্ত করা হয়।

     

    মুঠোফোনে ফুটপাত দখল মুক্ত অভিযানের বিষয়ে জানতে চাইলে, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, বলেন, কুলাউড়া ( সার্কেল) স্যারের নির্দেশে, এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।

     

    আরো বলেন, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে, কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কের দুই পাশ দখল করে অবৈধ ভাবে যারা, ফুটপাতে ব্যবসা করেছে,তাদেরকে উচ্ছেদ করে, কটর পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে পুনরায় আবার কেউ ফুটপাত দখল করতে পারে না।

  • কুলাউড়া বিএনপির সভাপতি কে হচ্ছেন শওকতুল ইসলাম শকু না জয়নাল আবেদীন বাচ্চু

    কুলাউড়া বিএনপির সভাপতি কে হচ্ছেন শওকতুল ইসলাম শকু না জয়নাল আবেদীন বাচ্চু

    রুবেল বখস পাভেল, কুলাউড়া।

     

    আসন্ন কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিলে সভাপতি পদ নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বভার কে পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। সভাপতি পদে এবার দুজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন – আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এবং জয়নাল আবেদীন বাচ্চু।

     

     

     

     

    সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। এর আগে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি কুলাউড়া উপজেলা বিএনপির দুই বারের সফল সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে কাজ করছেন।

     

    আলহাজ্ব শওকতুল ইসলাম শকু দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাকে এই উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত করলে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকলকে নিয়ে এই উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করতে সহজ হবে।” তার এই বক্তব্য দলের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার উপর জোর দেয়।

     

     

     

     

    অপরদিকে, সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীন বাচ্চু কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচিত। তিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং পৌর কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জয়নাল আবেদীন বাচ্চু এবার সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য আশাবাদী।

     

    তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মী, সমর্থক এবং ভোটারদের কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থী হয়েছেন। তিনি তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

     

    আসন্ন কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে দুই সভাপতি পদপ্রার্থীই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে তাদের মূল্যবান ভোট ও সমর্থন চেয়ে ব্যাপক জনসংযোগ করছেন। কুলাউড়া উপজেলা বিএনপির আগামী দিনের নেতৃত্ব কে দেবেন, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

  • কুলাউড়া বিএনপির সভাপতি কে হচ্ছেন শওকতুল ইসলাম শকু না জয়নাল আবেদীন বাচ্চু

    কুলাউড়া বিএনপির সভাপতি কে হচ্ছেন শওকতুল ইসলাম শকু না জয়নাল আবেদীন বাচ্চু

    রুবেল বখস পাভেল, কুলাউড়া।

    আসন্ন কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিলে সভাপতি পদ নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বভার কে পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। সভাপতি পদে এবার দুজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন – আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এবং জয়নাল আবেদীন বাচ্চু।

     

    সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। এর আগে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি কুলাউড়া উপজেলা বিএনপির দুই বারের সফল সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে কাজ করছেন।

    আলহাজ্ব শওকতুল ইসলাম শকু দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাকে এই উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত করলে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকলকে নিয়ে এই উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করতে সহজ হবে।” তার এই বক্তব্য দলের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার উপর জোর দেয়।

     

    অপরদিকে, সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীন বাচ্চু কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচিত। তিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং পৌর কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জয়নাল আবেদীন বাচ্চু এবার সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য আশাবাদী।

    তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মী, সমর্থক এবং ভোটারদের কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থী হয়েছেন। তিনি তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

    আসন্ন কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে দুই সভাপতি পদপ্রার্থীই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে তাদের মূল্যবান ভোট ও সমর্থন চেয়ে ব্যাপক জনসংযোগ করছেন। কুলাউড়া উপজেলা বিএনপির আগামী দিনের নেতৃত্ব কে দেবেন, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

  • কুলাউড়ার ভূকশিমইল প্রবাসী পরিষদ রিয়াদ সৌদি আরব নতুন কমিটি গঠন 

    কুলাউড়ার ভূকশিমইল প্রবাসী পরিষদ রিয়াদ সৌদি আরব নতুন কমিটি গঠন 

    রুবেল বখস পাভেল, কুলাউড়া।

    বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বৃহত্তর ২নং ভুকশিমইল ইউনিয়ন প্রবাসীদের নিয়ে, রিয়াদ সৌদি আরব নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ২৫জুলাই২০২৫) সংগঠনের অস্থায়ী কার্যালয়,ইশারা আরবাইন.পুরাতন সানাইয়া. রিয়াদ সৌদি আরব।

    এই কমিটিতে দলা মিয়াকে প্রধান উপদেষ্টা করে, সহকারী উপদেষ্টাদের তালিকায় রয়েছেন আরো ১২ জন। কাজল (মেম্বার), লাল মিয়া, তেরা মিয়া,, আব্দুস সোবহান,, আব্দুস শহিদ মজনু,শেখ ফখরুল ইসলাম, আব্দুল আজিজ,, আসাদ উদ্দিন ফটিক, হাবিব মিয়া,, কাজল মিয়া আব্দুল আলিম।

    রিয়াদ সৌদি আরব নবগঠিত কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন যারা

    সভাপতি নুরুল ইসলাম চাঁদ. সি: সহ সভাপতি মাতাব মিয়া. সহ সভাপতি স্বপন ঘোষ. সালা উদ্দিন, আলী আহমদ. সৈয়দ আতিকুর রহমান

     সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সি : সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম. সহ সাধারণ সম্পাদক হারুন রশিদ অরুন. এস এ সালা উদ্দিন. আব্দুল মুনিম

    সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,সি: সহ সাংগঠনিক সম্পাদক মনফর মিয়া, সমছু মিয়া, আকরাম হোসেন তালুকদার

     দপ্তর সম্পাদক জাকির ইকবাল মামুন, সহ দপ্তর সম্পাদক আলম, ভাই


    কোষাধ্যক্ষ শেখ নজরুল ইসলাম, ধর্ম সম্পাদক উজ্জ্বল আহমদ সহ ধর্ম সম্পাদক আব্দুল মুকিত ,প্রচার সম্পাদক শেখ আকরাম, সহ প্রচার সম্পাদক শাহ আলম,

    ক্রিড়া সম্পাদক নুরুল ইসলাম রাহেল, সহ ক্রিড়া সম্পাদক রুহেদ আহমদ, আব্দুস সামাদ আজাদ ,

    সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক বলাই মিয়া, সমাজ কল্যান সম্পাদক হোসাইন আহমেদ, সহ সমাজ কল্যান সম্পাদক কামিল মিয়া,

     ত্রান ও দূর্যোগ সম্পাদক ফাহিম আহমদ,প্রধাব সদস্য সচিব ফারুক আহমেদ নির্বাহী সদস্য ইসলাম মিয়া সহ ৪৭ সদস্য নিয়ে নব গঠিত কমিটি গঠন করা হয়েছে।

  • কানাডা প্রবাসী আহমদ রিপনের খাদ্য সহায়তা পেল কুলাউড়ায় ২৫০ শতাধিক পরিবার 

    কানাডা প্রবাসী আহমদ রিপনের খাদ্য সহায়তা পেল কুলাউড়ায় ২৫০ শতাধিক পরিবার 

    প্রতিনিধি, কুলাউড়া,মৌলভীবাজার।

    কুলাউড়া উপজেলা ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ২৫০ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
     শনিবার ২৬জুলাই রেলওয়ে স্টেশন ক্লাবে চাল বিতরণ অনুষ্ঠিত হয়। আয়োজনঃ মরহুম রফিক আহমদ ফাউন্ডেশন কুলাউড়া,
    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ, মুসা সঞ্চালনায়,
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য নবাব আলী আব্বাস,
    বিশেষ অতিথি কুলাউড়া পৌরসভা সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, দেশের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক যুবনেতা খালিক, সংবাদকর্মী রুবেল বখস পাভেল, সংবাদকর্মী সামসু দ্দিন বাবু, সংবাদকর্মী রুহুল আমিন রাজ্জাক, সংবাদকর্মী নাহিমুল ইসলাম, সংবাদকর্মী ইব্রাহিম, সংবাদকর্মী শেখ রানা, সংবাদকর্মী তারেক জামাল, সংবাদকর্মী শারিয়ার, সংবাদকর্মী মাহফুজ প্রমুখ।
    এসময় নবাব আলী আব্বাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, মরহুম রফিক আহমদ ফাউন্ডেশন, না থাকলে অসহায় ও দারিদ্র মানুষের পাশে এইভাবে কেউ সাহায্যের হাত বাড়াবে না, আসুন সবাই মিলে নিজের জায়গা থেকে এক একজন মানবিক আহমদ রিপন হয়, মানুষের পাশে দাঁড়াই।
    অনুষ্ঠানের শেষে কুলাউড়ার ১৩ টি ইউনিয়নও ১টি পৌরসভার প্রতিনিধিদের হাতে ২৫০ শতাধিক পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।