Author: adminfas adminfasadminfas

  • শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ

    শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ

    মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে পটুয়াখালীর গলাচিপায় ২৮টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিকে শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ অবস্থায় রয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ২৪ ঘন্টা নিয়স্ত্রন কক্ষ খোলা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, গলাচিপা পৌরসভার ৩ টি  মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এছাড়া আমখোলা ইউনিয়নে ২ টি মণ্ডপে, গোলখালী ৪টি মণ্ডপে, রতনদী তালতলী ইউনিয়নে ১ টি, ডাকুয়া ইউনিয়নে ৫ টি, চিকনিকান্দি ইউনিয়নে ৪ টি, কলাগাছিয়া ইউনিয়নে ১ টি , বকুলবাড়িয়া ইউনিয়নে ৩টি, চরকাজল ইউনিয়নে ৩টি মণ্ডপে ও চরবিশ্বাস ইউনিয়নে ২টি মণ্ডপে দুর্গাপূজার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, দ্রুতগতিতে চলছে দুর্গোৎসবের প্রস্তুতির কাজ। দম ফেলার ফুরসত নেই কারিগর থেকে শুরু করে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা প্রতিষ্ঠানগুলোর। মণ্ডপে মণ্ডপে কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও। প্রতিমায় চলছে শেষ মুহূর্তের রং তুলির আঁচড়। প্রতিমা তৈরিতে ভাস্করদের কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই কাজ। কোথাও কোথাও প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমা সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। প্রতিটি প্রতিমাকে রং-তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। চলছে সাজসজ্জার কাজও। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় সেজে উঠছে দেবী দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুরসহ অন্যান্য প্রতিমা। এ ছাড়া কোনো কোনো প্রতিমায় আবার পরানো হচ্ছে শাড়ি, হাতের বালাসহ অন্যান্য গহনা। পাশাপাশি আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি, মণ্ডপ ও তার আশপাশে সাজসজ্জার কাজসহ নানা কাজেও ব্যস্ত হয়ে পড়েছেন পূজার সঙ্গে সংশ্লিষ্টরা।

    প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততায় জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। ফলে দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও বিরাজ করছে সাজ সাজ রব। কেউ কেউ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। সার্বিক নিরাপত্তা নিয়ে সহকারী পুলিশ সুপার মোঃ মোর্সেদ তোহা জানান, দুর্গা পূজা সামনে রেখে এরই মধ্যে উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে।পূজা মণ্ডপের নিরাপত্তায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার,স্বেচ্ছাসেবক মোতায়ন থাকবে ও বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক টহলে থাকবেন।

  • যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

    যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

    মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচিতি সভা হয়। নবনির্বাচিত পৌর কমিটির আহ্বায়ক হলেন মো. হারুন অর রশীদ ও সদস্যসচিব বশির রাঁড়ি।

    বাংলাদেশ যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মো. সৈয়দ নজরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব মো. শাহ আলম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি মোহেবুল্লাহ এনিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শোয়েব মাস্টার, সদস্য সচিব মো. জাকির মুন্সি, উপজেলা শ্রমিক অধিকারের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন, সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ, গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ, সদস্য সচিব আরিফ হাসান , শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. রিয়াজ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। সভা সঞ্চালনা করেন শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আমির হোসেন প্রমুখ। এছাড়াও পরিচিতি সভায় গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, পটুয়াখালী ৩ (গলাচিপা- দশমিনা) আসন থেকে ভিপি নরুল হক নুর আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার হাতকে শক্তিশালী করতে ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নুর পটুয়াখালীর গর্ব সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা রয়েছে। আমাদের লক্ষ্য নুরুল হক নুরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথ থেকে উঠে আসা নেতা ভিপি নুরুল হক নুর। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশের বিনির্মাণ হবে।

    এর আগে পরিচিতি সভার শুরুতে গলাচিপা ফেরিঘাট থেকে জেলার নেতৃবৃন্দদের অভ্যর্থনা জানিয়ে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়কে শোডাউন দিয়ে অনুষ্ঠান স্থলে এসে জমায়েত হয়।

  • কুলাউড়ায় ক্রেস্ট বাজারের ৬ষ্ট বছরে পদার্পণ।

    কুলাউড়ায় ক্রেস্ট বাজারের ৬ষ্ট বছরে পদার্পণ।

    মামুন, কুলাউড়া (মৌলভীবাজার) থেকেঃ মৌলভীবাজারের কুলাউড়ায় নিজস্ব মেশিনে দক্ষ কারিগরের নিখুঁত হাতে নিরলস সেবা প্রদানের সফল ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রেস্ট বাজার-কুলাউড়া।
    সোমবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় মনিহার ম্যানশনের (২য় তলায়) ৫ বছর পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    প্রচন্ড তাপদাহের মধ্যেও ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্নস্থরের নেতৃবৃন্দের মিলনমেলায় পরিনত হয়েছে। গেল ৫ বছর সততা ও নিষ্ঠার সাথে ক্রেতা সন্তুষ্টিতে শীর্ষতা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছে ক্রেস্ট বাজার।

    মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আইয়ুব আনছারী।

    ক্রেস্ট বাজার কুলাউড়া স্বত্তাধিকারী ইউসুফ আহমদ ইমন বলেন, বিগত দিন আমাদের সম্মানিত ক্রেতাদের কাছ থেকে অকল্পনীয় ভালোবাসা ও সাড়া পেয়েছি। যা কৃজ্ঞতায় শেষ করার মতো নয়। এর মধ্যেও আমাদের অজান্তে ঘটে যাওয়া ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় চলতে চাই আগামীর দিনগুলো। আশা করি গেলবছরগুলোর ন্যায় আপনাদের সহযোগিতা ও আস্থা অব্যাহত রাখবেন।