Author: adminfas adminfasadminfas

  • গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ

    গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ

    নিউজ ডেস্ক (এডি পিনব) :-
    নাম সোহাগ ইউটিউবে যাকে সবাই পাগলা সোহাগ নামে চিনে, পেশার পাশাপাশি নেশা ছোট বেলা থেকেই গান বিভিন্ন কন্ঠশিল্পীর গলাও নকল করে গাইতে পারেন ভাইরাল সোহাগ।গ্রামের নাম আলমমীরের কান্দী, শিরখাড়া ইউনিয়ন,শ্রীনদী
    থানা,জেলা মাদারীপুর।

    গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ
    গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ

    গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ|! সোহাগের ভাইরাল গানের তালিকায় পাগল আমি নয়রে, আমার বাড়ী রইলো নিমন্ত্রণ,গার্লফ্রেন্ড উল্লেখযোগ্য। পাশাপাশি বেশ কিছু মৌলিক গান আসবে এ শিল্পীর সাথে থাকবে শর্টফিল্ম ও বলে জানিয়েছেন তিনি।

    আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়াতে সোহাগ জানান যে যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে ভালো গান উপহার দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবার ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

  • মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান জন জীবন

    মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান জন জীবন

    মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান জন জীবন মুন্সীগঞ্জ শহরের প্রধান কাঁচা বাজারে মুন্সীগঞ্জ জেলার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের কর্মকর্তারা এক অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শহর কাঁচা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের সময় মুদি দোকান, ডিম, সবজি, মাছ ও গোশতের দোকান গুলোতে তদারকি করা হয়। এসময় গোশতের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো: কবির কে এক হাজার টাকা জরিমানা করা হয়। এরপর পৃথক পৃথকভাবে একই ঘটনায় দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মো: মহসিন শেখ কে এক হাজার টাকা ও গিয়াস উদ্দিন কে পাঁচশত টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম

    এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মুন্সীগঞ্জে টাস্কফোর্সের সদস্য সচিব আসিফ আল আজাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় সুমন গোস্ত ঘর কে এক হাজার টাকা জরিমানা ও খান খাসির গোস্ত ঘর কে এক হাজার টাকা জরিমানা এবং দেওয়ান সবজি ঘরকে পাঁচশত টাকা জরিমানা করেন। শুক্রবার টাস্কফোর্সের নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম।

    এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শহীদুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান, মাহমুদা আফরিন রজনী ও আজিম আহমেদ।

    আরও পড়ুন 

  • গলাচিপা উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরন সভা অনুষ্ঠিত

    গলাচিপা উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরন সভা অনুষ্ঠিত

    মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার গলাচিপা উপজেলা পরিষদ হল রুমে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান। উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচী(WFP) এর অর্থায়নে গলাচিপা উপজেলায় “বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে ঘূর্নিঝড় পূর্বাভাস ভিত্তিক শক প্রতিক্রিয়াশীল সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় (Project on Shock responsive social protection Programme in South Western Bangladesh) গলাচিপা উপজেলার ৫টি ইউনিয়নে আগাম সাড়াদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উপকূলীয় দ্বীপাঞ্চল উপজেলার পানপর্টি, গলাচিপা সদর, রতনদি তালতলী, চর কাজল এবং চর বিশ্বাস ইউনিয়নের মানুষকে সচেতন করা, ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি নিতে করনীয় এবং দুর্যোগকালীন সময়ে করনীয় বিষয়ে সুশীলন মাঠ পর্যায়ে যে সকল কাজ করে তার সার্বিক বিষয়ে আলোচনা করেন সুশীলন এর গলাচিপা উপজেলা সমন্বয়কারী সুব্রত কুমার গাইন, সহযোগী ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আরাফাত হোসেন এবং আফরোজা খাতুন পপি।

    উপজেলা এবং ৫টি ইউনিয়নে “দুর্যোগ কর্নার” হিসেবে একটি রুম নির্ধারন এবং দুর্যোগ কালীন ও পরবর্তী সময়ে উদ্ধার সরঞ্জাম সরবরাহ করার স্ত করা হয়। উক্ত আলোচনায় অংশগ্রহন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, অফিসার ইনচার্জ আসাদুর রহমান, স্টেশন অফিসার ফায়ার ও সিভিল সার্ভিস কামাল হোসেন, উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম সাইউম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম সাঈদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টিটু, পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা, ডাকুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ

  • চাঁদপুরে প্রয়োজনীয় টাকা না পাওয়ায় গেটে তালা দিলো গ্রাহকেরা

    চাঁদপুরে প্রয়োজনীয় টাকা না পাওয়ায় গেটে তালা দিলো গ্রাহকেরা

    নিউজ ডেস্ক (এডি পিনব):-
    চাঁদপুরের সোশ্যাল ইসলামি ব্যাংকের গ্রাহকের টাকা না তুলতে পারায় ক্ষুব্ধ হয়ে ব্যাংক গেটে তালা দিলেন গ্রাহকেরা, বিষয়টি জানতে পেরে চাঁদপুর থানার পুলিশ এসে গ্রাহক ও ব্যাংক কমিটির সাথে করে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন, পরে পুলিশের সমজতায় গেটের তালা খোলে দেয়া হয়।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেখানকার ব্যাংক ম্যানাজার মাহবুব আলম জানান যে বর্তমান পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই তবে তিনি সবাইকে আশ্বাস দিয়ে বলেন আগামী ২-৩ মাসের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে মনে হয়।

  • সিলেটের মেজর টিলায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা

    সিলেটের মেজর টিলায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা

    নিউজ ডেস্ক (এডি পিনব):-

    সিলেট শহরের মেজরটিলায় অদ্য ২১ অক্টোবর সোমবার সন্ধ্যার দিকে অবৈধ পার্কিং এর সামনে নিয়ন্ত্রণ না রাখতে পেরে সি এন জি দূর্ঘটনায় নিহত হোন দুইজন আহত আরো ৩ জনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

    এরকম অস্বাভাবিক দূর্ঘটনায় তামাবিল রোডেও ঘটেছে বলে জানা যায়। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায় নি।

  • আজকে গীতিকার এবং সাংবাদিক “এডি পিনব” এর জন্মদিন

    আজকে গীতিকার এবং সাংবাদিক “এডি পিনব” এর জন্মদিন

    মো:- ফয়জুল আলি শাহ্ :- অনিমেশ দাশ পিনব যাকে সবাই এডি পিনব নামে চিনেন আজ ১৭ ই অক্টোবর তার ২৮ তম জন্মদিন। এফ এ সুমনের হাত ধরে মিডিয়াতে যার পদার্পন। আসোনা তুমি ফিরিয়া(এফ এ সুমন), রাত বিরাতে (মাসুম), মাহী বে(হিমেল সিয়াম), স্বপ্ন (নিপা সরকার), পিরিত করে তাহার সনে (এস রুহুল), বেঈমান ডিগ্রি পাশ (রিপন), মনের গহীন নদী ( বাউলিয়ানা শিমন) সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকবি এডি পিনব। গান লেখার পাশাপাশি টিকটক ভাইরাল একটা অচিন পাখি গানের কণ্ঠশিল্পী ও এডি পিনব।

    জন্মদিনের ব্যস্ততা নিয়ে পিনব জানান যে আমি এত ব্যস্ত কোন ব্যক্তি না যখন যে কাজে থাকি মনোস্তাতিক সেটাই আমার কর্ম, নিজের পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটছে আর গানে আবারো ফিরব আশা রাখছি ভাল কিছু নিয়ে সবাই আমার জন্য আশির্বাদ করবেন ধন্যবাদ।

  • এইস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ পাশের হার ৭৭.৭৮%

    এইস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ পাশের হার ৭৭.৭৮%

    নিউজ ডেস্ক( এডি পিনব) :- এইচ এস সি সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮। গতবার যা ছিল ৭৮ দশমিক ৬৪। ১১টি শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।অদ্য ১৫ অক্টোবর ঘোষিত ফলাফল অনুযায়ী, গত বছর থেকে এবার জি পি ৫ এর সংখ্যা বেড়েছে।

    মোট ১১ টি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের অনুষ্ঠিত পরীক্ষায় পাশের হার ও জি পি এ ৫ বেড়েছে।

  • শ্রীমঙ্গলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সদস্য নিহত

    শ্রীমঙ্গলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সদস্য নিহত

    নিউজ ডেস্ক (এডি পিনব):

    শ্রীমঙ্গল থানার সিন্দুরখাঁন ইউনিয়নে বেলতলী গ্রামে ট্রান্সমিটার এর জরুরী কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন পল্লী বিদ্যুৎ সদস্য। নিহতের নাম রেজওয়ান (২৯) ঘটনাটি ১২ অক্টোবর দুপুর ২ টায় ঘটে বলে জানা যায়, অন্যদিকে উনাড সহযোগী মোস্তাফিজ রহমান গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তী আছেন এবং অবস্থা ভাল নয় বলে জানা গেছে।

    এরকম ঘটনায় স্থানীয় এলাকাবাসী খুবি দূঃখ প্রকাশ করেছেন।
    ঘটনাটির বিস্তারিত পরে জানিয়ে দেয়া হবে।

  • চট্টগ্রামের পূজামণ্ডপে ইসলামী সংগীত বিতর্কিত, গ্রেপ্তার আরো এক

    চট্টগ্রামের পূজামণ্ডপে ইসলামী সংগীত বিতর্কিত, গ্রেপ্তার আরো এক

    চট্টগ্রাম নগরে বৃহস্পতিবার ১০ অক্টোবর পূজা মন্ডপে গিয়ে ইসলামিক গান পরিবেশন করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পর গত রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এবং এ ঘটনায় মন্ডপের যুগ্ম সম্পাদক সজল দত্তকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।

    জানা যায়, ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপে। পূজা কমিটির অনুমতি নিয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য মঞ্চে বাদ্যযন্ত্র ছাড়া দুটি গান পরিবেশন করেন। যা পরে বিতর্কের জন্ম দেয়।

    এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অনুষ্ঠানের ভিডিও যাচাই করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের ফেসবুক পেজে জানিয়েছে, পূজামণ্ডপে গানের ভিডিওটি আসল, এডিটেড নয়।

    কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই দুটি গানের মধ্যে একটি গান ছিল গ্রামের নও জুয়ান হিন্দু-মুসলমান’ অপরটি হচ্ছে ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এর কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। ছড়িয়ে পড়া তিন মিনিটের একটি ভিডিওটিতে দেখা যায়, মণ্ডপের অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করছেন ছয়জন তরুণ।

    পূজা উদযাপন পরিষদ সূত্র বলছে, সন্ধ্যায় মঞ্চে নাচের অনুষ্ঠান হচ্ছিল। এ সময় কয়েকজন তরুণ সেখানে উপস্থিত হয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করবেন বলে মঞ্চে ওঠেন। পরে তারা দুটি গান পরিবেশন করেন। এরপর তারা ‘ধন্যবাদ’ দিয়ে নেমে চলে যান।

  • টাঙ্গাইলের ট্রাক ক্যাভার্ডভ্যান মুখোমুঝি সংঘর্ষ  চালক ও হেলপার নিহত

    টাঙ্গাইলের ট্রাক ক্যাভার্ডভ্যান মুখোমুঝি সংঘর্ষ চালক ও হেলপার নিহত

    নিউজ ডেস্ক ( এডি পিনব) :-
    ১১ অক্টোবর শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টর দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের শল্লা এলাকায় চলন্ত ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হোন। ঘটনাটি টাংগাইলের কালিহাতীতে ঘটে।

    নিহতদের মধ্যে একজন ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে, আনোয়ারুল ইসলাম।অপরজনের পরিচয় জানা যায়নি।অপরদিকে আহত কাভার্ডভ্যান চালকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দূর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতোয়ার হোসেন ও তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ও আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী খবর পাওয়া মাত্র জানানো হবে ধন্যবাদ।