বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ দীপংকর ঘোষ 

IMG 20241011 WA0001

 

হানিফ পারভেজ : প্রতিনিধি,বড়লেখা ।

 

মৌলভীবাজারের বড়লেখায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। এবার বড়লেখায় ১৩৪টি সার্বজনিন ও ১২টি ব্যক্তিগত মণ্ডপে চলছে পূজা অর্চনা।

 

এদিকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ। এসময় তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

পৌর শহরের হাটবন্দ পূজামণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম।

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী লিটন পাল, পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ, দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, ব্যবসায়ী রামকৃষ্ণ পাল প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *