জিম্মি রেষ্টুরেন্ট খুলে দেয়া হল:প্রকাশ্যে ক্ষমা চাইলেন রেষ্টুরেন্ট মালিক জসিম

Img-20241206-wa0000

 

 

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

 

মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন কর্তৃক বিয়ানীবাজার সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মশাহীদ আহমদ আলতাফ এর সাথে গত শুক্রবার জুমার বয়ান চলাচল অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মানজনক সমাধান করা হয়েছে।

 

৪ ডিসেম্বর বাদ মাগরিব বড়লেখার সাফরান রেস্টুরেন্টে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান এর সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, মুরাদগন্জ মাদ্রাসার মুহতামীম মাওলানা আতিকুর রহমান, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, মসজিদ কমিটির সভাপতি হাজী ফয়জুর রহমান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী মউর উদ্দিন, জিম্মি রেস্টুরেন্টে মালিকের শশুর হাজী মতিউর রহমান পাখি, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল সহিদ খান, জামায়াত নেতা সোহেল আহমদ, সাবেক মেম্বার মইন উদ্দিন, মুফতী আব্দুল করিম হক্কানি, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, ব্যবসায়ী সমিতির সদস্য হারুনুর রশীদ, আব্দুল হাসিব, আব্দুর রহমান মানিক, শামীম আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।

 

সভায় জিম্মি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন আবারও নিঃশর্ত ক্ষমা প্রার্থী হয়ে বক্তব্য রাখলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে মুসলিম জাহানের সকলের প্রতি আহবান জানান।

 

পরে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের উপস্থিতিতে বড়লেখা জিম্মি রেস্টুরেন্টের তালা খুলে দেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *