প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

০৪ আগষ্ট ২০২৫ ইং রেল নিউজ ২৪ অনলাইনে প্রকাশিত ‘রেলে আবদুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন আব্দুর রাজ্জাক। এক প্রতিবাদপত্রে তিনি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে উল্লেখ করেছেন।

প্রতিবাদপত্রে আব্দুর রাজ্জাক বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভানোয়াট। যে অভিযোগ তোলা হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেন “এগারো সিন্দুর এক্সপ্রেস” ও “কালনী এক্সপ্রেস”-এর ক্যান্টিনে নিম্নমানের খাবার সরবরাহ ও স্টুয়ার্ডদের বেতন তসরুফের অভিযোগ। সেটি সম্পুর্ন মিথ্যা আমি এগারো সিন্দু এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস এর ক্যান্টিন পরিচালনা করি না।

বাংলাদেশ রেলওয়ের ক্যাটারিং সার্ভিস সংক্রান্ত সভাপত্রে ০৭নং ক্রমিক এ মোঃ মাসুদুর রহমান, প্রোপাইটার মেসার্স নিউ টপ ক্যাটারার্স এর এগারো সিন্দুর এক্সপ্রেসের ক্যান্টিন পরিচালনা করেন। এবং ১৭নং ক্রমিক এ মোঃ আনোয়ার পারভেজ, প্রোপাইটার, মেসার্স টিপটপ ভোজনালয় এর কালনী এক্সপ্রেসের ক্যান্টিন পরিচালনা করেন। আমি এই দুই আন্তনগর ট্রেন এর ক্যান্টিং পরিচালনার সাথে সম্পৃত নই।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় যে, স্টুয়ার্ডদের বেতন তসরুফ। স্টাফদের বেতন বাংলাদেশ রেলওয়ে ট্রেন্ডারের নির্ধারিত দর অনুযায়ী আমার ঠিকাদারী প্রতিষ্ঠানে পরিশোধ করলে। ঠিকাদারের চুক্তিপত্র অনুযায়ী তাদের ব্যাংকে একাউন্টের মাধ্যমে পরিশোধ করি। আমাকে জড়িয়ে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে ভুটান বেভারেজ লিমিটেড পরিচালনা করার কথা করা হয়েছে। ভুটান বেভারেজ লিমিটেডের পরিচালনা আমি করি না ।

ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নের উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। যে প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রতিবাদপত্রে উল্লেখ করেন তিনি।

নিবেদক
আব্দুর রাজ্জাক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *