কুলাউড়ার ভূকশিমইল প্রবাসী পরিষদ রিয়াদ সৌদি আরব নতুন কমিটি গঠন 

রুবেল বখস পাভেল, কুলাউড়া।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বৃহত্তর ২নং ভুকশিমইল ইউনিয়ন প্রবাসীদের নিয়ে, রিয়াদ সৌদি আরব নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ২৫জুলাই২০২৫) সংগঠনের অস্থায়ী কার্যালয়,ইশারা আরবাইন.পুরাতন সানাইয়া. রিয়াদ সৌদি আরব।

এই কমিটিতে দলা মিয়াকে প্রধান উপদেষ্টা করে, সহকারী উপদেষ্টাদের তালিকায় রয়েছেন আরো ১২ জন। কাজল (মেম্বার), লাল মিয়া, তেরা মিয়া,, আব্দুস সোবহান,, আব্দুস শহিদ মজনু,শেখ ফখরুল ইসলাম, আব্দুল আজিজ,, আসাদ উদ্দিন ফটিক, হাবিব মিয়া,, কাজল মিয়া আব্দুল আলিম।

রিয়াদ সৌদি আরব নবগঠিত কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন যারা

সভাপতি নুরুল ইসলাম চাঁদ. সি: সহ সভাপতি মাতাব মিয়া. সহ সভাপতি স্বপন ঘোষ. সালা উদ্দিন, আলী আহমদ. সৈয়দ আতিকুর রহমান

 সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সি : সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম. সহ সাধারণ সম্পাদক হারুন রশিদ অরুন. এস এ সালা উদ্দিন. আব্দুল মুনিম

সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,সি: সহ সাংগঠনিক সম্পাদক মনফর মিয়া, সমছু মিয়া, আকরাম হোসেন তালুকদার

 দপ্তর সম্পাদক জাকির ইকবাল মামুন, সহ দপ্তর সম্পাদক আলম, ভাই


কোষাধ্যক্ষ শেখ নজরুল ইসলাম, ধর্ম সম্পাদক উজ্জ্বল আহমদ সহ ধর্ম সম্পাদক আব্দুল মুকিত ,প্রচার সম্পাদক শেখ আকরাম, সহ প্রচার সম্পাদক শাহ আলম,

ক্রিড়া সম্পাদক নুরুল ইসলাম রাহেল, সহ ক্রিড়া সম্পাদক রুহেদ আহমদ, আব্দুস সামাদ আজাদ ,

সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক বলাই মিয়া, সমাজ কল্যান সম্পাদক হোসাইন আহমেদ, সহ সমাজ কল্যান সম্পাদক কামিল মিয়া,

 ত্রান ও দূর্যোগ সম্পাদক ফাহিম আহমদ,প্রধাব সদস্য সচিব ফারুক আহমেদ নির্বাহী সদস্য ইসলাম মিয়া সহ ৪৭ সদস্য নিয়ে নব গঠিত কমিটি গঠন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *