প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত ০৭ এবং ০৮ জুলাই ২০২৫ ইং তারিখে দৈনিক পত্রিকায় ‘ভূমিদস্যু হাসনা বেগমের প্রতারণা ও অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী সরকারি কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন হাসনা বেগম।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার এমন করার কোন ক্ষমতাও নাই আমি এলাকায় দীর্ঘদিন থেকে সুনামের সাথে বসবাস করছি। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ জাল ও ভুয়া।

একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া নিউজ তৈরি করে আমাদের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমরা এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন ও পত্রিকাগুলোকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমরা মনে করছি।

বিগত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে ভূমিদস্যু হাসনা বেগমের প্রতারণা ও অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। উক্ত সংবাদে আমাকে অভিযুক্ত করা হয়েছে। আমাদের বিরুদ্ধে উক্ত প্রোর্টালগুলির প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমাদের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। সুপরিচিত ব্যাক্তিকে অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক
হাসনা বেগম
কালীগঞ্জ, গাজীপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *