ভোলায় পবিত্র রমাদ্বান এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

ভোলায় পবিত্র রমাদ্বান এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

অনলাইন ডেক্সঃ তাক্ব‌ওয়া ফাউন্ডেশন ভোলা এর উদ্যোগে পবিত্র রমাদ্বান মাস এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২ টায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তাক্ব‌ওয়া ফাউন্ডেশন এর সভাপতি ও বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এর ডিন কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. মোহাম্মদ আলী উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ।

পরানগঞ্জ হালিমা খাতুন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শফিকুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর, ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাফিল, ভোলা সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক মো মিজানুর রহমান, নাজিউর রহমান কলেজ এর অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সংগীত শিল্পী মোঃ মনিরুল ইসলাম, উত্তরা ব্যাংক ভোলা জেলা জোন এর প্রধান (ডিজিএম) মোঃ আব্দুর রব, ন্যাশনাল ব্যাংক ভোলা শাখার ম্যানেজার মোঃ জামাল উদ্দিন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। রমজান কোরআন নাজিলের মাস। তাক্বওয়া ভিত্তিক সমাজ গঠনের জন্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস-দুর্নীতি ও ধর্ষণমুক্ত সমাজ গঠনে তাক্বওয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। আলোচনা সভা ও ইফতারে মাহফিলে জেলার কয়েক শতাধিক ধর্মীয় নেতৃবৃন্দ, আলেম-উলামা অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *