দৈনিক জালালাবাদ’র বিশেষ সম্মাননা পেলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী

 

জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
সিলেটের সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় পত্রিকা দৈনিক জালালাবাদ-এর প্রতিনিধি সম্মেলনে বিশেষ সম্মাননা পেয়েছেন জালালাবাদের প্রতিনিধি ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। শুক্রবার (৭ মার্চ) বিকেলে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে শাকিল রশীদ চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
পত্রিকার সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটেন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সেক্রেটারী ইমদাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ,দৈনিক জালালাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরল ইসলাম বাবুল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *