সাংবাদিকদের মধ্যে “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বই প্রদান

 

রুবেল বখস পাভেল : জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

খ্যাতিমান সাংবাদিক, দৈনিক আমার দেশ এর লন্ডন আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান রচিত “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বই প্রেস ক্লাব কুলাউড়া’র নেতৃবৃন্দকে প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা’র উদ্যোগে ও প্রেস ক্লাবের আয়োজনে ২৬ জানুয়ারি রবিবার বিকেলে কুলাউড়ার এক অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান তপন। তিনি বলেন, আমরা সেই জাতি মুক্তিযুদ্ধের পরেও অনেকে মুক্তিযোদ্ধা সেজেছে। ৫ আগস্ট এর আগে কুলাউড়ায় একটি মিছিল বের করা যেখানে দুরূহ ছিলো আর এখন অনেকেই জুলাই – আগস্ট বিপ্লবের নেতা হয়েছেন। যাই হোক ২৪ এর এই বিপ্লব একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। এতে ছাত্র জনতা যেমনি জীবন দিয়েছে তেমনি রিকসাচালকও জীবন বাজি রেখেছে। আপনারা সাংবাদিকগণ অতীতে স্বাধীনভাবে লিখতে পারেন নি। এই জাতিকে বিনির্মান করতে আপনারা এখন মুক্তভাবে লিখুন। আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে আমাকে পাশে পাবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা। তিনি বলেন, ১৩ বছর পর অসুস্থ মাকে দেখতে দেশে এসেছিলাম। কিন্তু নাশকতার অভিযোগ তুলে আমাকে গ্রেফতার করে পুলিশ। ফ্যাসিস্টরা চলে গেছে কিন্তু এখনো কাঙ্খিত পরিবর্তন হয় নি। আমাদেরকে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে।

 

 

টেলিকনফারেন্সে বক্তব্য দেন “শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি” শীর্ষক বইয়ের লেখক সাংবাদিক অলিউল্লাহ নোমান। তিনি প্রেসক্লাবে এমন একটি আয়োজন করে আমাকে আপনারা ঋণী করলেন। আমি চেষ্টা করেছি শেখ হাসিনার গুম খুন ও গণহত্যার বিষয়গুলো তুলে ধরার। সত্য ন্যায়ের পথে সাংবাদিকরা সব সময় জীবন বাজি রেখে দেশ ও সমাজের জন্য কাজ করে গেছেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সম্পাদক আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, জামায়াতে ইসলামী পেশাজীবী ব্যবসায়ী বিভাগ উপজেলা সদস্য কাজী জসিম উদ্দিন, পৌর শাখার সেক্রেটারী আব্দুল জলিল, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ভোরের আকাশ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, নির্বাহী সদস্য দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সহ-সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আবদুল আহাদ, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখস পাভেল, ইয়াছিনুর রহমান নাঈম,আব্দুল ছালিক প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *