সিলেটে একটি কমলা নিলাম হলো; দুই লক্ষ টাকা

এডি পিনব (সিলেট):- অদ্য ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেটের পৌর উপজেলারইসলামিয়া মতিলা মাদরাসা (গোঘারগুল এলাকায়) একটি মাহফিল চলাকালে সন্ধ্যা বেলায় এক প্রবাসী আওলাদে রাসুল আছজাদ আল মাদানীকে (র) খাওয়ার জন্য কমলা দান করেন তিনি সে সময়ে ঐ কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। ওয়াজে থাকা নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কিনে নেন। বিষয়টি তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে পড়ে এবং সর্বোত্র ভাইরাল হয়ে যায় ঘটনাটি। এ নিয়ে সিলেটি গণমাধ্যম সহ সকল মিডিয়ায় ব্যপক শেয়ার হতে শুরু করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *