গলাচিপায় ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ বিতরন

গলাচিপায় ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ বিতরন

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় শনিবার একদিন ব্যাপী গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরন উপলক্ষ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধন করেন বাংলাদেশ “লচ্ কাউন্সিলের সহ সভাপতি এ্যাডভোকেট আ: রাজ্জাক মিয়া বক্তব্য রাখেন এ সংস্থার সহসভাপতি সহিদুল ইসলাম, সধারণ সম্পাদক মোকসেদুল হাসান রুপম, অর্থবিষয়ক সম্পাদক আমির হোসেন সোহাগ প্রমুখ। শনিবার ১০ জন চিকিৎসক নাক কান ও গলা, নিউরো মেডিসিন , ডেন্টাল, মেডিসিনসহ প্রায় এক হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ৩০ ধরণের ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে রোগীদের ফ্রি রক্ত পরীক্ষা ও বিভিন্ন রোগের নাম মাত্র মূল্যে টেস্ট করানো হয়।

গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিন বলেন, আমরা এর পর থেকে গলাচিপার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *