খুলনা ব্লাড ফাইটার্সের সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

খুলনা ব্লাড ফাইটার্সের সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

স্টাফ রিপোর্টার : ′′আমাদের অঙ্গিকার, রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর′′ এই স্লোগান কে বাস্তবে রুপ দিতে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে খুলনা ব্লাড ফাইটার্স।

তারই গত ধারাবাহিকতায় ১৩ নভেম্বর বুধবার আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট রেড ক্রিসেন্ট ইয়ুথ এর আয়োজনে ও খুলনা ব্লাড ফাইটার্স এর সার্বিক সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, খুলনা ব্লাড ফাইটার্স এর সভাপতি নাজিম সরদার, সাধারন সম্পাদক শাহীন মোল্লা,ব্লাড ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন এবং উক্ত প্রোগ্রামটি বাস্তবায়নকারী খুলনা ব্লাড ফাইটার্স এর চিকিৎসা বিষয়ক সম্পাদক শাহরিয়ার রহমান সহ আরো অসংখ্য সেচ্ছাসেবীবৃন্দ।

সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ১ টা প্রর্যন্ত এই কার্যক্রম টি চলমান থাকে। প্রোগ্রাম শেষে অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন,এই রকম মানবিক কার্যক্রমে সে অনেক খুশি। পরবর্তীতে যেকোনো ধরনের মানবিক কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন।

প্রতিষ্ঠাতা মোঃ হাসিব ভুঁইয়া বলেন,এমন সব মানবিক কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীতে খুলনা ব্লাড ফাইটার্স অনেক দুর এগিয়ে যাবে মানবতার পথে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *