গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ

গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ

নিউজ ডেস্ক (এডি পিনব) :-
নাম সোহাগ ইউটিউবে যাকে সবাই পাগলা সোহাগ নামে চিনে, পেশার পাশাপাশি নেশা ছোট বেলা থেকেই গান বিভিন্ন কন্ঠশিল্পীর গলাও নকল করে গাইতে পারেন ভাইরাল সোহাগ।গ্রামের নাম আলমমীরের কান্দী, শিরখাড়া ইউনিয়ন,শ্রীনদী
থানা,জেলা মাদারীপুর।

গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ
গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ

গানকে আকড়েই বাঁচতে চান কণ্ঠশিল্পী সোহাগ|! সোহাগের ভাইরাল গানের তালিকায় পাগল আমি নয়রে, আমার বাড়ী রইলো নিমন্ত্রণ,গার্লফ্রেন্ড উল্লেখযোগ্য। পাশাপাশি বেশ কিছু মৌলিক গান আসবে এ শিল্পীর সাথে থাকবে শর্টফিল্ম ও বলে জানিয়েছেন তিনি।

আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়াতে সোহাগ জানান যে যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে ভালো গান উপহার দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবার ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *