বড়লেখা পাবলিকেশন সোসাইটির টিউবওয়েল বিতরণ

Img-20241025-wa0013

 

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির উদ্যোগে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে অসচ্ছল পরিবারের মধ্যে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে সোসাইটির ভাইস চেয়ারম্যান হুমায়ুন রশিদ ইমরান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা অধ্যাপক আব্দুল মুহাইমীন, সোসাইটির উপদেষ্টা এম. এম আতিকুর রহমান, উপদেষ্টা ও শিক্ষক জাকির হোসেন, শিক্ষক আব্দুল হালিম, নাহিদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন বড়লেখা পাবলিকেশন সোসাইটির উদ্যোগে বহুমূখী সেবামূলক কার্যক্রমে আমরা আনন্দিত। সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আল মামুন মানবকল্যাণের কার্যাবলিতে স্পষ্টত প্রতীয়মান হচ্ছে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ সদকায়ে জারিয়া হিসেবে পরিগনিত হবে, এসকল কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *