জনতা ব্যাংকের পরিচালক মিশকাত চৌধুরীর দাফন সম্পন্ন:শোক প্রকাশ

Img-20241018-wa0001

 

হানিফ পারভেজ : প্রতিনিধি বড়লেখা।

জনতা ব্যাংকের পরিচালক (দ্বিতীয় মেয়াদ) ও যুগ্মসচিব (অবঃ) মিশকাত আহমেদ চৌধুরীর (৬৩) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা ২ টায় বড়লেখা উপজেলার গাংকুল গ্রামে শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

তিনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ঢাকায় বসুন্ধরা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মিশকাত আহমেদ চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইংরেজি বিভাগের হেড অব ডিপার্টমেন্ট অধ্যাপক তাকাদ আহমেদ চৌধুরীর বড়ভাই এবং বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আব্দুর রহিম চৌধুরীর বড় ছেলে।

এদিকে সাবেক যুগ্মসচিব ও জনতা ব্যাংকের পরিচালক মিশকাত আহমেদ চৌধুরীর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব। এছাড়াও জনতা ব্যাংকের পরিচালক মিশকাত আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনতা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি দেবনাথ ও জুড়ী শাখার ব্যবস্থাপক পিযুষ কান্তি দাস, বড়লেখা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *