কুলাউড়ায় দিগন্ত ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

received 434475029676448

 জেলা প্রতিনিধি।

কুলাউড়ায় হাজীপুর ইউনায়নের বৃহত্তম সামাজিক সংগঠন, দিগন্ত ফাউন্ডেশনের প্রধান  উপদেষ্টা  মাহবুবুর রহমান মান্না,র সাক্ষরিত,  আতিক আল হাসান সভাপতি, আবিদুর রহমান জুবেল সাধারণ সম্পাদক, মাহফুজ আহমেদ মাহিন সাংগঠনিক সম্পাদক, করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ  কমিটি  করা হয়েছে।সংগঠন টি ২০১৯ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর হাজীপুর ইউনিয়নের মধ্যে নানারকম উন্নয়ন মূলক কাজ করে আসছে,। স্থানিয়দের মতে হাজীপুরের  দিগন্ত ফাউন্ডেশন টি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে,

প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের উপদেষ্টাদের সার্বিক সহযোগীতা এবং সংগঠনের দায়ীত্বশীল ও সদস্যের প্রচেষ্টায় দিগন্ত পরিবার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে । উল্লেখ্য, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন‍্যাতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন,করোনাকালীন সময়ে লিফলেট বিতরণ সহ নানারকম সমাজের উন্নয়নমূলক কাজ করে আসছে এই সংগঠনটি।

 

 

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *