বড়লেখা-জুড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ব্যারিস্টার জহরত  চৌধুরী

IMG 20241011 WA0000 1

 

হানিফ পারভেজ, প্রতিনিধি বড়লেখা।

 

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

শুক্রবার (১১ অক্টোবর) ও গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

বৃহস্পতিবার জুড়ী উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, বিএনপি নেতা ময়িদ চৌধুরী, আব্দুল হাফিজ চৌধুরী, জুড়ী সেচ্ছাসেবক দলের নেতা দিবাকর দাস, শুভাস দাস, আব্দুল খালিক, মাসুক মেম্বার, সেলিম চৌধুরী, যুবদল নেতা হাসান, আমান, শামীমসহ জুড়ী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকট এবাদুর রহমান চৌধুরীর তৃতীয় কন্যা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *