টাঙ্গাইলের ট্রাক ক্যাভার্ডভ্যান মুখোমুঝি সংঘর্ষ চালক ও হেলপার নিহত

IMG 20241011 WA0000

নিউজ ডেস্ক ( এডি পিনব) :-
১১ অক্টোবর শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টর দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের শল্লা এলাকায় চলন্ত ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হোন। ঘটনাটি টাংগাইলের কালিহাতীতে ঘটে।

নিহতদের মধ্যে একজন ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে, আনোয়ারুল ইসলাম।অপরজনের পরিচয় জানা যায়নি।অপরদিকে আহত কাভার্ডভ্যান চালকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দূর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতোয়ার হোসেন ও তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ও আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী খবর পাওয়া মাত্র জানানো হবে ধন্যবাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *