কুলাউড়ায় বেশিরভাগ জায়গায় প্রতিমার কাজ শেষের দিকে

IMG ২০২৪১০০২ ১৬১৯০৪ scaled

জেলা প্রতিনিধি : রুবেল বখস পাভেল।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এবারে ২১৫টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ নিয়ে পূজা অনুষ্ঠিত হবে। বুধবার ২ অক্টোবর কুলাউড়ার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা জায়,চলছে শেষ মুহুর্তের কর্মযজ্ঞ ও প্রস্তুতি দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন, ‍বছর ঘুরে আবারও শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা,এই উৎসবকে কেন্দ্র করে কুলাউড়ার  পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়া কাজ শেষের দিকে, শুরু হচ্ছে রঙের কাজ উপজেলায় এ বছর ২১৫টি মণ্ডপে পালিত হবে দুর্গা উৎসব, ইতোমধ্যে প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আকছার, শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে আনসার ও পুলিশ সদস্যরা।আগামী ৮ অক্টোবরের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, ১২ অক্টোবর দশমীতে বিসর্জন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাৎসব, এদিকে বছর ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত এই উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। অপরদিকে পূজা মণ্ডপ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *