কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের নতুন ঘরে বেনু মালাকারের পরিবার 

20240924 170459 scaled 1

জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল।

মৌলভীবাজারের কুলাউড়ার সদর ইউনিয়নের জনতা বাজার এলাকায় দিনমজুর বেনু মালাকার শারদীয় দুর্গাপূজার আগেই পেল মাওঃ শাহ্ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের নতুন ঘর।রোজ মঙ্গলবার-২৪ সেপ্টেম্বর বিকল ৪টার সময় বেনু মালাকার কাছে আনুষ্ঠানিক ভাবে ঘরটি হস্তান্তর করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন, কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মাওঃ শাহ্ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম মোক্তাদির হোসেন,অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশেদ আলী ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, পৌরসভার মহিল কাউন্সিলর তছলিম সুলতানা মনি, পাল্লাকান্দি লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী, কুলাউড়া সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য হাসিনা আক্তার ডলি, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন,সাংবাদিক রুবেল বখস পাভেল, সংবাদকর্মী  সামসু উদ্দিন বাবু, সংবাদ কর্মী আসিকুল ইসলাম বাবু, সংবাদকর্মী ইব্রাহিম আলী,জাকির, সংবাদকর্মী ময়জুল, সংবাদকর্মী রিয়াদ, সংবাদকর্মী রানা প্রমুখ

শারদীয় দুর্গাপূজার আগেই নতুন ঘর পেয়ে বেনু মালাকার পরিবারের আনন্দিত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *